Site icon Trickbd.com

AI দিয়ে Bangla Voice Over তৈরী করুন Unlimited

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব কিভোবে AI দিয়ে Bangla Voice Over তৈরী করবেন তাও আবার Unlimited। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।

  1. এখন আপনার ডান পাশে লক্ষ্য করুন ওপরে ভিডিও রেশিও পাবেন কি ধরনের ভিডিওতে Voice Over করতে চাচ্ছেন।
  2. তারপর সিলেক্ট করুন কোন ধরণের ভাষা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন।
  3. বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে দুটি ভাষা পাবেন। নবনীতা ও প্রদীপ।
  4. এ্যাডভান্স ওপশন থেকে আপনার Voice Control করতে পারবেন।
  5. তারপর নিচে আপনার Text লিখে দিন। (আপনি এখানে ফ্রিতে একটি Audio Clip সর্বোচ্চ ১০ মিনিট Voice Over করতে করতে পারবেন)

MP4 to MP3 Converter

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

Exit mobile version