আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব কিভোবে AI দিয়ে Bangla Voice Over তৈরী করবেন তাও আবার Unlimited। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।
- আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করুন এবং গুগলে গিয়ে সার্চ করুন clipchamp নিচে দেখানো লিংকে ক্লিক করুন।
- এখানে আপনার জিমেইল দিয়ে একটি একাউন্ট করে নিবেন।
- একাউন্ট করার পর Create a New Video ক্লিক করুন।
- এরপর বাম পাশে Record & Create ক্লিক করুন
- একটু নিচের দিকে দেখুন Text to speech পাবেন ওটাতে ক্লিক করুন।
- এখন আপনার ডান পাশে লক্ষ্য করুন ওপরে ভিডিও রেশিও পাবেন কি ধরনের ভিডিওতে Voice Over করতে চাচ্ছেন।
- তারপর সিলেক্ট করুন কোন ধরণের ভাষা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন।
- বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে দুটি ভাষা পাবেন। নবনীতা ও প্রদীপ।
- এ্যাডভান্স ওপশন থেকে আপনার Voice Control করতে পারবেন।
- তারপর নিচে আপনার Text লিখে দিন। (আপনি এখানে ফ্রিতে একটি Audio Clip সর্বোচ্চ ১০ মিনিট Voice Over করতে করতে পারবেন)
- Text লিখা হয়ে গেলে Preview বাটনে ক্লিক করলে আপনার ভয়েস শুনতে পাবেন।
- তারপর Save বাটনে ক্লিক করলে আপনার ভয়েসটি Timeline চলে যাবে।
- এখন আপনি যদি ফাইলটি Export করতে চান তাহলে সেটাও করতে পারবেন! [তবে এখানে অডিও কোন ফরমেট পাবেন না, আপনাকে MP4 ফরমেটে ডাউনলোড করতে হবে]
- আমার পক্ষ থেকে একটা পরামর্শ: যদি আপনার ভিডিওতে বেশি কিছু এডিট করতে না হয় এবং আপনার ইন্টারনেটের স্পিড ভাল থাকে তাহলে এখানে এডিট করতে পারবেন।
- যদি আপনারা MP4 ফরমেটে Export করেন তাহলে একটু কষ্ট করে MP3 তে কনর্ভাট করে নিবেন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
2 thoughts on "AI দিয়ে Bangla Voice Over তৈরী করুন Unlimited"