Site icon Trickbd.com

? নিজেই বানিয়ে নিন ওয়াইফাই জ্যামার , কেউ চাইলেও কানেক্ট হতে পারবে না?

আসসালামুআলাইকুম ,
আজকের টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে ওয়াইফাই জ্যামার তৈরি করবেন । এটা দিয়ে আপনি যেকোনো রাউটার কে কিছু সময়ের জন্য অচল করে দিতে পারবেন ।
অর্থাৎ কেউ চাইলেও সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকতে পারবে না । তো চলুন শুরু করা যাক ।
এর জন্য আমাদের দরকার হবে :


esp32
USB cable
& PC ।

ফ্লাশ টুল এবং ফ্লাশ ফাইল গুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পোস্টের নিচেও দিয়ে দেবো।
প্রথমে আমরা esp32 কে পিসির সাথে কানেক্ট করে নেব ।
তারপর ফ্লাশ টুল টি ওপেন করব ।


তারপর এক এক করে .bin ফাইলগুলো সিলেক্ট করব ।

1. build ফোল্ডারের partition table ফোল্ডারে রাখা partition-table.bin ফাইলটি সিলেক্ট করব ।
2. bootloader ফোল্ডারের bootloader.bin ফাইলটি সিলেক্ট করব।
3. তারপর esp32-wifi-penetration-tool.bin ফাইলটি সিলেক্ট করব ।

ডানপাশের প্রথম বক্সে 0x8000 , দ্বিতীয় বক্সে 0x1000 , এবং তৃতীয় বক্সে 0x10000 বাসাবো ।
সবগুলো চেক বক্সে টিক চিহ্ন দেবো
তারপর com port সিলেক্ট করব


তারপর Erase করে নেবো । Erase complete হলে Start এ ক্লিক করব। তো আমাদের ফ্লাশিং প্রক্রিয়া শেষ ।

এরপর ইউএসবি খুলে আবার কানেক্ট করব ।
এবার ওয়াইফাই অপশনে দেখব ManagementAP নামের একটি SSID শো করছে । এটায় কানেক্ট করব । পাসওয়ার্ড : mgmtadmin

তারপর যে কোন ব্রাউজার ওপেন করব ।
192.168.4.1 এ যাব। এমন একটি ইন্টারফেস শো করবে ।


তারপর যে ওয়াইফাইটিকে জ্যাম করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব ।


Attack type DOS সিলেক্ট করব

Attack method: Deauth combine all সেট করব ।
Attack time সিলেক্ট করে Attack বাটন ক্লিক করব ।

এরপর এটাক শুরু হয়ে যাবে । যে ওয়াইফাই আমরা সিলেট করেছি সেটা থেকে সবাই ডিসকানেক্ট হয়ে যাবে । অ্যাটাক চলাকালীন সময় কেউ চাইলেই আর কানেক্ট হতে পারবেনা ? .

কোন অংশ কঠিন মনে হলে ভিডিও দেখে নিতে পারেন । আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো । নতুন নতুন বিষয় শেয়ার করলেও সবাই দেখেই চলে যায় ? , কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না ? । আশা করি সবাই ফিডব্যাক দিবেন তাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারব ।

My YouTube Channel 
Flash Tool & Flash File Download Link
পরবর্তী পোস্টে ওয়াইফাই হ্যাকিং টুল তৈরি , এবং লোকেশন ট্রাকিং টিউটোরিয়াল দেয়া হবে । দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ।
আল্লাহ হাফেজ।