আসসালামু আলাইকুম বন্ধুরা,❤️
অনেকদিন পর ট্রিকবিডিতে পোস্ট করতে বসলাম।
আজকের পোস্টটি ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গিয়েছেন। বর্তমানে ফেসবুকে আর্নের সিস্টেমটা চালু করেছে তার রীতিমতো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকের ফেসবুকের এই কাজটা করতেছে। সবাই প্রফেশনাল মোড অন করে টাকা আয় করার কাজে লেগে পড়েছে। কিন্তু যারা গাইডলাইন না যেন এই কাজ করতে গেছে তারাই পড়তে হয়েছে বিপদে। বর্তমান সময় ফেসবুকে অনেকেই প্রথম প্রথম পোস্টে ভাল ভিউ পেলেও পরবর্তীতে আর ভিউ পাচ্ছে না আস্তে আস্তে পেজের রিস কমে যাচ্ছে।
তো পেজের রিস কি জন্য কমে যাচ্ছে এবং কিভাবে আবার রিস সচল হবে এই বিষয়ের উপর অনেকেই জানতে চান।
এই পোস্টে দেখাবো রিচ ডাউন হলে গেলে কিভাবে আবার তার সচল রাখবেন।
রিস কমে যাওয়ার প্রদান করানো হলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মানা।
যেতে আপনার পেজের রিস কমে যাচ্ছে অর্থাৎ আপনি কমিউনিটি গাইডলাইন মানছেন না।
কমিউনিটি গাইডলাইন গুলো কি কি?
তাদের কমিউনিটি গাইডলাইন অনেক বড় তাই সংক্ষেপে কিছু এখানে আলোচনা করব।
আগুনের ছবি সরাসরি, নগ্ন ছবি, গালিগালাজ, অউচ্চারিত ভাষা, দুর্ঘটনার ছবি, যে কোন স্প্যাম।
ইত্যাদি আরো অনেক কারণে আপনাদের রিচ ডাউন হয়ে যেতে পারে।
কিভাবে রিচ সচল করব
রিস পুনরায় সচল করতে প্রথম কাজই হল এরকম ভিডিও গুলো অথবা পোস্টগুলা ডিলিট করতে হবে।
এখন নিচের স্ক্রিনশটে দেখানো মত কাজ করব।
এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপস এ লগইন করবো।
দেখতেই পাচ্ছেন আমার রিস কেমন ডাউন হয়ে গেছে।
দুই তিন দিনের মধ্যে তারা আমাদের রিভিউ গ্রহণ করবে এবং নিজের দেখানো স্কিনের মত দেখাবে।
এরপর থেকে নিয়মিত ভালো কনটেন্ট আপলোড করব। কোনরকম স্প্যাম করবো না।
তাহলে প্রথম প্রথম দু-একটা ভিডিও দেখবেন ভিউ কমাবে কিন্তু পরবর্তী ভিডিও গুলা দেখবেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে।
তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন
। আর নিয়মিত ট্রিকবিডিতে ভিজিট করুন।