Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » [?Hot] facebook ভিডিও রিচ কমে যায় কেন এবং তা কিভাবে বাড়াবো।

[?Hot] facebook ভিডিও রিচ কমে যায় কেন এবং তা কিভাবে বাড়াবো।

আসসালামু আলাইকুম বন্ধুরা,❤️
অনেকদিন পর ট্রিকবিডিতে পোস্ট করতে বসলাম।
আজকের পোস্টটি ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গিয়েছেন। বর্তমানে ফেসবুকে আর্নের সিস্টেমটা চালু করেছে তার রীতিমতো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকের ফেসবুকের এই কাজটা করতেছে। সবাই প্রফেশনাল মোড অন করে টাকা আয় করার কাজে লেগে পড়েছে। কিন্তু যারা গাইডলাইন না যেন এই কাজ করতে গেছে তারাই পড়তে হয়েছে বিপদে। বর্তমান সময় ফেসবুকে অনেকেই প্রথম প্রথম পোস্টে ভাল ভিউ পেলেও পরবর্তীতে আর ভিউ পাচ্ছে না আস্তে আস্তে পেজের রিস কমে যাচ্ছে।
তো পেজের রিস কি জন্য কমে যাচ্ছে এবং কিভাবে আবার রিস সচল হবে এই বিষয়ের উপর অনেকেই জানতে চান।
এই পোস্টে দেখাবো রিচ ডাউন হলে গেলে কিভাবে আবার তার সচল রাখবেন।
রিস কমে যাওয়ার প্রদান করানো হলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মানা।
যেতে আপনার পেজের রিস কমে যাচ্ছে অর্থাৎ আপনি কমিউনিটি গাইডলাইন মানছেন না।
কমিউনিটি গাইডলাইন গুলো কি কি?
তাদের কমিউনিটি গাইডলাইন অনেক বড় তাই সংক্ষেপে কিছু এখানে আলোচনা করব।

কোন পোস্টে কোন নগ্নতা হিংস্রতা মূলক কিছু দেওয়া যাবে না।
আগুনের ছবি সরাসরি, নগ্ন ছবি, গালিগালাজ, অউচ্চারিত ভাষা, দুর্ঘটনার ছবি, যে কোন স্প্যাম।
ইত্যাদি আরো অনেক কারণে আপনাদের রিচ ডাউন হয়ে যেতে পারে।
কিভাবে রিচ সচল করব
রিস পুনরায় সচল করতে প্রথম কাজই হল এরকম ভিডিও গুলো অথবা পোস্টগুলা ডিলিট করতে হবে।
এখন নিচের স্ক্রিনশটে দেখানো মত কাজ করব।
এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপস এ লগইন করবো।
দেখতেই পাচ্ছেন আমার রিস কেমন ডাউন হয়ে গেছে।
থ্রি ডট আইকনে ক্লিক সেটিং আইকনে ক্লিক যে ইন্টারফেস আসছে স্ক্রোল করে নিতে গেলে পেজ নামে অপশন পাবেন ।সেখানে ক্লিক। দেখুন ‘সুপারিশ হিসেবে উপযুক্ত ‘লেখা অর্থাৎ এটাই কোন সমস্যা নেই। সমস্যা থাকলে লেখা হবে ‘সুপার িশ হিসেবে উপযুক্ত নয়’দেখানো অপশনে ক্লিক দেখতেই পাচ্ছেন ফেসবুকের রোবট একটি নকল কনটেন্ট ধরেছে। এখন আমাদের কাজ হল নকল ভিডিও গুলো ডিলিট করার পর তাদের কাছে একটু রিভিউ পাঠাতে হবে রিভিউ পাঠাতে একটু ব্যাক করব। তারপর নিচের দেখানো অপশন এ ক্লিক করব এবার রিভিউ এর জন্য অনুরোধ করব
দুই তিন দিনের মধ্যে তারা আমাদের রিভিউ গ্রহণ করবে এবং নিজের দেখানো স্কিনের মত দেখাবে।

এরপর থেকে নিয়মিত ভালো কনটেন্ট আপলোড করব। কোনরকম স্প্যাম করবো না।
তাহলে প্রথম প্রথম দু-একটা ভিডিও দেখবেন ভিউ কমাবে কিন্তু পরবর্তী ভিডিও গুলা দেখবেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে।

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন
। আর নিয়মিত ট্রিকবিডিতে ভিজিট করুন।

1 year ago (Aug 30, 2023)

About Author (69)

Md Mahabub Khan
author

There is no age limit to education, you just need to be interested. Come to TrickBD to find out. My website Trickmi.com

Trickbd Official Telegram

3 responses to “[?Hot] facebook ভিডিও রিচ কমে যায় কেন এবং তা কিভাবে বাড়াবো।”

  1. Md.Ebrahim kholil Contributor says:

    এগিয়ে যাও আমরা আসি তোমার পাশে

Leave a Reply

Switch To Desktop Version