আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন ।
১. আপনি যদি চান আপনার ফেইসবুক একাউন্ট এর তথ্য সমুহ আপনার পিসিতে সংরক্ষন করে তারপর ডিলিট করবেন । প্রথমে আপনি ফেইসবুক একাউন্ট এ প্রবেশ করুন । তারপর Settings => Account Settings => General ট্যাব এ যান । নিচের দিকে দেখুন Download a copy এর লিংক আছে । এতে ক্লিক করে পাসওয়ার্ড চাইলে দিয়ে ডাউনলোড করে নিন ।
২. আর আপনি যদি চান একাউন্টটি একবারে ডিলিট না করে কিছু দিনের জন্য ডিএকটিভ করে রাখবেন । তাও করতে পারেন । ডিএকটিভ করতে Settings => Account Settings => Security ট্যাব এ যান । নিচের দিকে দেখুন Deactivate your account এর লিংক আছে । এতে ক্লিক করে পাসওয়ার্ড চাইলে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক দিন । আপনি এই একাউন্টে পরবর্তী সময় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই একটিভ হয়ে যাবে । ডিএকটিভ রাখতে একাউন্টে প্রবেশ করা থেকে বিরত থাকুন ।