Site icon Trickbd.com

আপনার ফেসবুক প্রোফাইলে পিকচারের বদল যোগ করে নিন ভিডিও!

Unnamed

আজ দেখাবো কি করে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিচারের বদল সেখানে ভিডিও যোগ করতে হয়।

এই কাজটি আপনার মোবাইল এর ফেসববুক এপ্প থেকে করতে হবে। আপনার পিসি বা মোবাইল এর অন্য কোনো সাধারন ব্রাউজার যেমন ইউসি মিনি, ইউসি ব্রাউজার বা অপেরা মিনি থেকে হবে না।
শুধুমাত্র আপনার ফেসবুক এপ্প থেকেই হবে এবং করতে হবে। তো দেখা যাক কি করে আপনার ফেসবুক প্রোফাইলে ছবির বদলে ভিডিও যোগ করবেন!
ফেসবুক এপ্প দিয়ে আপনার প্রোফাইল এর ছবি চেঞ্জ করার অপশনে যান।
সেখানে ছবি বা ভিডিও দেয়ার অপশন থাকবে। সেখানে আপনার ভিডিও টি সিলেক্ট করে চেঞ্জ করে নিন ফেসবুক প্রোফাইলে ছবির বদল ভিডীও।
কত্তো ইজি, তাই না?
(যারা জানেন তাদের জন্য রিভাইজড)\