আজ দেখাবো কি করে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিচারের বদল সেখানে ভিডিও যোগ করতে হয়।
শুধুমাত্র আপনার ফেসবুক এপ্প থেকেই হবে এবং করতে হবে। তো দেখা যাক কি করে আপনার ফেসবুক প্রোফাইলে ছবির বদলে ভিডিও যোগ করবেন!
ফেসবুক এপ্প দিয়ে আপনার প্রোফাইল এর ছবি চেঞ্জ করার অপশনে যান।
সেখানে ছবি বা ভিডিও দেয়ার অপশন থাকবে। সেখানে আপনার ভিডিও টি সিলেক্ট করে চেঞ্জ করে নিন ফেসবুক প্রোফাইলে ছবির বদল ভিডীও।
(যারা জানেন তাদের জন্য রিভাইজড)\
3 thoughts on "আপনার ফেসবুক প্রোফাইলে পিকচারের বদল যোগ করে নিন ভিডিও!"