Site icon Trickbd.com

এক নজরে দেখে নিন ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড কমান্ড, জেনে নিন!!

Unnamed

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের জন্য রয়েছে বেশ কিছু কিবোর্ড শর্টকাট। গুগল ক্রোম ব্রাউজারের জন্য নিম্মোক্ত শর্টকাট গুলো দেওয়াঃ-



Alt+1 :নিউজ ফিড
Alt+2 :নিজের প্রোফাইল দেখার জন্য।
Alt+3 :ফ্রেন্ড রিকুয়েস্ট পপ-আপ।
Alt+4 :মেসেজ পপ-আপ।
Alt+5 :নোটিফিকেশন পপ-আপ।
Alt+6 :অ্যাকাউন্ট সেটিং দেখতে চাইলে।
Alt+7 :প্রাইভেসি সেটিং।
Alt+8 :প্রোফাইল পিক দেখতে।
Alt+9 :ব্যবহারের শর্তাবলি।
Alt+? :ফেসবুক সার্চ।
Alt+M :নতুন মেসেজ লিখা।

ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে শর্টকাট গুলোর আগে shift বাটন প্রেস করতে হবে।
আমার সাইট ঘুরে আসার দাওয়াত রইলো।
Exit mobile version