জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের জন্য রয়েছে বেশ কিছু কিবোর্ড শর্টকাট। গুগল ক্রোম ব্রাউজারের জন্য নিম্মোক্ত শর্টকাট গুলো দেওয়াঃ-



Alt+1 :নিউজ ফিড
Alt+2 :নিজের প্রোফাইল দেখার জন্য।
Alt+3 :ফ্রেন্ড রিকুয়েস্ট পপ-আপ।
Alt+4 :মেসেজ পপ-আপ।
Alt+5 :নোটিফিকেশন পপ-আপ।
Alt+6 :অ্যাকাউন্ট সেটিং দেখতে চাইলে।
Alt+7 :প্রাইভেসি সেটিং।
Alt+8 :প্রোফাইল পিক দেখতে।
Alt+9 :ব্যবহারের শর্তাবলি।
Alt+? :ফেসবুক সার্চ।
Alt+M :নতুন মেসেজ লিখা।

ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে শর্টকাট গুলোর আগে shift বাটন প্রেস করতে হবে।
আমার সাইট ঘুরে আসার দাওয়াত রইলো।

2 thoughts on "এক নজরে দেখে নিন ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কিবোর্ড কমান্ড, জেনে নিন!!"

  1. shahriare Contributor says:
    vai ya ami apner shathe personali kotha boltee chai..

Leave a Reply