Site icon Trickbd.com

ফেইসবুকের ফটো ভেরিফিকেশন লক খুলুন নতুন একটি উপায়ে। ২মিনিটের মদ্ধে। [Must See]

Unnamed

আসসামুআলাইকুম। আশা করি আল্লাহ তালার রহমতে সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের শিখাব কিভাবে ফেইসবুকের ফটো ভেরিফিকেশন লক খুলতে হয়। বেশি বেশি বক বক না করে কাজের কথায় আসি।

1. প্রথমে গুগলে যান অন্য আরেকটা মোবাইল বা পিসি দিয়ে।

2. তারপর নিজের মোবাইল বা পিসি দিয়ে আপনার আইডি লগইন করুন।

3. এখন আপনার Facebook ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে ৬ জন বন্ধুর নাম থাকবে ।

4. গুগল ইমেজ সার্চে লিখুন facebook+ আপনার বন্ধুর নাম ।
যেমনঃ আপনার বন্ধুর নাম A হলে লিখবেন FACEBOOK+A

5. এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন । যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি । আর যদি না মিলে তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে একই ভাবে ট্রাই করতে থাকুন ।

6. এভাবে প্রতিটা ফটোর নিচে যে নাম গুলা থাকে একটা একটা করে খুঁজতে থাকুন।

7. এরপরেও ছবি গুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন ।

এছাড়াও সব গুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে । প্রশ্নের উত্তর ঠিক ভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে । নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট ফিরে পেতে পারবেন ।

এর পরেও যদি ভেরিফিকেশন লক না খুলতে পারেন; আমার থেকে খুলে নিতে, ও নাম ভেরিফিকেশন লক খুলতে, আমাকে কল করুন: 01776211545 । এর জন্য আমি ৫০ টাকা চার্জ করি।

ফেইসবুকে আমি