1. প্রথমে গুগলে যান অন্য আরেকটা মোবাইল বা পিসি দিয়ে।
2. তারপর নিজের মোবাইল বা পিসি দিয়ে আপনার আইডি লগইন করুন।
3. এখন আপনার Facebook ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে ৬ জন বন্ধুর নাম থাকবে ।
4. গুগল ইমেজ সার্চে লিখুন facebook+ আপনার বন্ধুর নাম ।
যেমনঃ আপনার বন্ধুর নাম A হলে লিখবেন FACEBOOK+A
5. এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন । যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি । আর যদি না মিলে তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে একই ভাবে ট্রাই করতে থাকুন ।
6. এভাবে প্রতিটা ফটোর নিচে যে নাম গুলা থাকে একটা একটা করে খুঁজতে থাকুন।
7. এরপরেও ছবি গুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন ।
এছাড়াও সব গুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে । প্রশ্নের উত্তর ঠিক ভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে । নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট ফিরে পেতে পারবেন ।
এর পরেও যদি ভেরিফিকেশন লক না খুলতে পারেন; আমার থেকে খুলে নিতে, ও নাম ভেরিফিকেশন লক খুলতে, আমাকে কল করুন: 01776211545 । এর জন্য আমি ৫০ টাকা চার্জ করি।
ফেইসবুকে আমি
11 thoughts on "ফেইসবুকের ফটো ভেরিফিকেশন লক খুলুন নতুন একটি উপায়ে। ২মিনিটের মদ্ধে। [Must See]"