আমরা অনেকেই বলতে গেলে বেশীর ভাগই ফেইক নাম দিয়ে আইডি চালাই। সিঙ্গেল নেইমের কথা আর নাই বললাম। কিন্তু ২০১৬ এর শুরুর দিকে ফেইসবুক তাদের সিকিউরিটি আপগ্রেড করছে। ফলে অনেকের আইডিই এখন ঝুলে আছে। বিশেষ করে নেইম আপগ্রেড করতে বলছে। সাথে চাচ্ছে জাতীয় আইডি। কিন্তু আমাদের বেশীরভাগেরই জাতীয় আইডি নাই। তাইলে ক্যামতে কি???
আসলে আইডি গুলো ফেইক হলেও অনেকের আইডিতেই অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে। নেইম ভেরিফিকেশনের জন্য যেহেতু আইডি তে ঢুকতে পারছেন না, সেহেতু তথ্য গুলোও পাচ্ছেন না। এ নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তিতও বটে। অনেকে নকল আইডি বানিয়েও সাবমিট করেছেন। যাদের লাক ভালো তাদের আইডি ঠিক হইছে আর যাদের খারাপ তাদের নকল আইডি দেয়ার পরও যে সেই। তাহলে উপায়??
উপায় তো একটা আছেই মশাই। আপনার আইডিটি যদি খুবই জরুরি হয় তাহলে এই পন্থা অবলম্বন করুন। সফল হবেন ১০০% শুধু দু একদিন আগপিছ।
আপনার স্টুডেন্ট আইডি/ জেএসএসি’র রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশীট বা সার্টিফিকেট / এসএসসি ও এইচএসসির ক্ষেত্রেও সেইম, এদের মধ্য থেকে যেকোন একটা নিন, সেইটার একটা ফটো তুলুন যেন সব কিছু স্পষ্ট বুঝা যায় অথবা স্ক্যান করে নিন JPEG ফরম্যাটে। তারপর আইডি তে লগ ইন করে নামের ঘর গুলো পূরণ করে ফটো টা আপলোড করুন। অপেক্ষা করতে থাকুন।ফেসবুক আইডি,ফেইক আইডি ও ব্যাবহার করতে পারবেন তবে আইডির সঠিক তথ্য থাকতে হবে। আইডি ঠিক হতে ২-৩ দিন বা ১মাসও লাগতে পারে।