Site icon Trickbd.com

[Updated] যেভাবে ফেসবুকের প্রোফাইল ফটোতে ফ্রেম যোগ করবেন এবং অন্যের প্রোফাইল ফটোতেও পরিবর্তন ঘটাবেন।(With Try It)

Unnamed

হাই ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভাল আছো। আশা করছি ট্রিকবিডির সমস্ত মেম্বার রোজাদার।

শত ব্যস্তততার মাঝে ও কথা মত আপনাদের সামনে টিউটারিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। টিউটারিয়াল টি হলো কিভাবে অফিসিয়াল ভাবে ফেসবুকে ফ্রেম সাবমিট করবেন।


আর এর আগে আমি একটি টিপস দিয়েছিলাম কিভাবে ফ্রেম তৈরী করবেন এবং লিংকের মাধ্যমে ফেসবুকের প্রোফাইলের ফটোতে পরিবর্তন ঘটাবেন।
তো আগের পোষ্ট দেখে প্রথমে ফ্রেম তৈরী করে নিন। ( Old Post Is Important )


আগের পোষ্ট ঃ

যেভাবে ফেসবুকের প্রোফাইল ফটোতে ফ্রেম যোগ করবেন এবং অন্যের প্রোফাইল ফটোতেও পরিবর্তন ঘটাবেন।


ফ্রেম তৈরী করার পর প্রথমে যাবেন www.facebook.com/fbcameraeffects/home
তার পর Create Frame- এ ক্লিক করে আপনার ফ্রেমের নাম, Owaner Name, সার্চ কিওয়ার্ড ইত্যাদি দিয়ে ফ্রেম টি সাবমিট করে দিন। ( বিস্তারিত ভিডিও তে আছে)


সাবমিট করার পর তারা আপনার ফ্রেম রিভিউ করে ২-৩ দিনের ভিতরে (Upto 1 week) আপনাকে নোটিফিেশনের মাধ্যম জানিয়ে দিবে । (নিচের ছবির মত)



সাবমিট করা হয়ে গেলে চেক করার জন্য প্রবেশ করবেন www. facebook .com/facameraeffects/manage – এ যাবেন, যাওয়ার পর তারা আপনার ফ্রেম টি সাবমিট করেছে কি না তা দেখতে পারবেন।

অতঃপর যদি তারা আপনার ফ্রেম Approve করে নেয়, তাহলে আপনি তা ব্যবহার করার জন্য প্রবেশ করবেন www. facebook. com/profilepicframes -এ, তার পর আপনি আপনার ফ্রেমের নাম লিখে সার্চ করবেন। তারপর আপনি আপনার ফ্রেম ব্যবহার করতে পারবেন।

ব্যাস!!! কাজ শেষ।


বিঃদ্রঃ মোবাইল ব্যবহার কারীরা Purfin Browser ব্যবহার করে দেখতে পারেন। )


বিস্তারিত ভিডিওতে । (ভিডিও লিংক)

How To Submit Frame To Facebook (Official)


সৌজন্যেঃ টিপ্স সিটি।

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

Follow Me On Facebook


Exit mobile version