Site icon Trickbd.com

পিসি দিয়ে ফেইসবুক আইডির নাম সিঙ্গেল করুণ খুব সহজেই

এই কাজটার জন্য আমরা Chrome Browser ব্যাবহার করে করবো। যেভাবে করতে হবে..

প্রথমে  Geoproxy  নামের একটা Extension এড করে নিতে হবে ক্রোমে। কিভাবে এড করবেন এইটা?

দেখবেন এইটা অন্যান্য এক্সটেনশনের মতই মেনুবারে  যুক্ত হয়ে গেছে।

এবার মেনুবার থেকে Geoproxy এ ক্লিক করেন >  Select এ ক্লিক করেন > Indonesia সিলেক্ট করেন।

এখন Search এ ক্লিক করলে কতগুলা ইন্দোনেশীয়ান প্রক্সি ঃ পোর্টের লিস্ট পাবেন।

প্রথম টা সিলেক্ট করেন এরপর দেখন ব্রাউজার কাজ করে কিনা। যদি কাজ  না করে পরের প্রক্সি ঃ পোর্ট টা সিলেক্ট করেন। প্রথম ২ – ৩ টার মধ্যে একটা কাজ করবে।

এরপর সব সেই আগের নিয়মেই। ফেইসবুকে আসেন > Settings > Language > Bahasa Indonesia > Done এরপর Settings > General > Name > প্রথম বক্সে আপনার সিঙ্গেল নাম দেন > Password দিয়ে OK করেন।

 

 

[কারো যদি পিসি না থাকে কিন্তু সিঙ্গেল নাম করতে চান তাহলে শুধু পাসওয়ার্ড আর সিঙ্গেল নাম ্লিখে  fb/S.for.Sh40n আমার এই আইডিতে ম্যাসেজ করতে পারেন।

 

চাইলে fb/feroj95  ফিরোজ সাহেবের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনিও হেল্প করতে আগ্রহ প্রকাশ করছেন]

 

ধন্যবাদ 🙂