এই কাজটার জন্য আমরা Chrome Browser ব্যাবহার করে করবো। যেভাবে করতে হবে..
প্রথমে Geoproxy নামের একটা Extension এড করে নিতে হবে ক্রোমে। কিভাবে এড করবেন এইটা?
- https://chrome.google.com/webstore/search/geoproxy?hl=en-US এই লিঙ্কে গেলেই Geoproxy টা পাবেন। Add to chrome এ ক্লিক করে এড করে নিন।
দেখবেন এইটা অন্যান্য এক্সটেনশনের মতই মেনুবারে যুক্ত হয়ে গেছে।
এবার মেনুবার থেকে Geoproxy এ ক্লিক করেন > Select এ ক্লিক করেন > Indonesia সিলেক্ট করেন।
এখন Search এ ক্লিক করলে কতগুলা ইন্দোনেশীয়ান প্রক্সি ঃ পোর্টের লিস্ট পাবেন।
প্রথম টা সিলেক্ট করেন এরপর দেখন ব্রাউজার কাজ করে কিনা। যদি কাজ না করে পরের প্রক্সি ঃ পোর্ট টা সিলেক্ট করেন। প্রথম ২ – ৩ টার মধ্যে একটা কাজ করবে।
এরপর সব সেই আগের নিয়মেই। ফেইসবুকে আসেন > Settings > Language > Bahasa Indonesia > Done এরপর Settings > General > Name > প্রথম বক্সে আপনার সিঙ্গেল নাম দেন > Password দিয়ে OK করেন।
[কারো যদি পিসি না থাকে কিন্তু সিঙ্গেল নাম করতে চান তাহলে শুধু পাসওয়ার্ড আর সিঙ্গেল নাম ্লিখে fb/S.for.Sh40n আমার এই আইডিতে ম্যাসেজ করতে পারেন।
চাইলে fb/feroj95 ফিরোজ সাহেবের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনিও হেল্প করতে আগ্রহ প্রকাশ করছেন]
ধন্যবাদ 🙂
একটু আগে আমি পিসি দিয়ে ঐ নিয়মে আমার একটা আইডির নাম সিঙ্গলে করলাম তাই জিনিস টা শেয়ার করে দিলাম।
https://chrome.google.com/webstore/search/geoproxy
যদি এবার ও না পান তাহলে https://chrome.google.com/webstore/category/extensions এই লিঙ্ক থেকে geoproxy লিখে সার্চ দেন। পাবেন।
আইডির লিঙ্কটা দিলাম ফেইসবুকে এ নিয়ে কথা বলার জন্য বা এড করার জন্য না। দেখানোর জন্য যে, এই পদ্ধতিটা আসলেই কাজের।
contect me by fb.com/feroj95