Site icon Trickbd.com

ফেইসবুকে ‘Name Verification’ থেকে মুক্তির ছোট একটা উপায় [সবার জন্য না]

অনেক সময় দেখা যায় আমরা নাম চেঞ্জ করার কিছু দিন পর ফেইসবুক থেকে আমাদের নাম টা আবার কনফার্ম করায়। এইটা হয়তো সবার ক্ষেত্রে হয় না। তো যাদের ক্ষেত্রে হয় এই পোস্ট টা মূলত তাদের জন্যই।

নাম কনফার্ম করানোর পরেও যারা আবার নাম চেঞ্জ করেন তাদের আইডি কনফার্ম ‘Name Verification’ এ পড়বেই।

তো যখন ফেইসবুক থেকে নাম কনফার্ম করাবে তখন ই আপনার ধইরা নিতে হবে এখন যে নামটা দিবেন ঐটাই ঐ আইডির ফাইনাল নাম হবে। ওর পরে নাম নিয়া ঘাটাঘাটি করলে………!

পোস্ট টা হয়তো খুব ছোট কিন্তু ব্যাপারটা জাইনা রাখলে ভবিষ্যৎ এ কাজে আসবে না। সবার কাজে নাও লাগতে পারে কিন্তু কিছু মানুষের উপকারে আসবে।

ধন্যবাদ 🙂