অনেক সময় দেখা যায় আমরা নাম চেঞ্জ করার কিছু দিন পর ফেইসবুক থেকে আমাদের নাম টা আবার কনফার্ম করায়। এইটা হয়তো সবার ক্ষেত্রে হয় না। তো যাদের ক্ষেত্রে হয় এই পোস্ট টা মূলত তাদের জন্যই।

নাম কনফার্ম করানোর পরেও যারা আবার নাম চেঞ্জ করেন তাদের আইডি কনফার্ম ‘Name Verification’ এ পড়বেই।

তো যখন ফেইসবুক থেকে নাম কনফার্ম করাবে তখন ই আপনার ধইরা নিতে হবে এখন যে নামটা দিবেন ঐটাই ঐ আইডির ফাইনাল নাম হবে। ওর পরে নাম নিয়া ঘাটাঘাটি করলে………!

পোস্ট টা হয়তো খুব ছোট কিন্তু ব্যাপারটা জাইনা রাখলে ভবিষ্যৎ এ কাজে আসবে না। সবার কাজে নাও লাগতে পারে কিন্তু কিছু মানুষের উপকারে আসবে।

ধন্যবাদ 🙂

6 thoughts on "ফেইসবুকে ‘Name Verification’ থেকে মুক্তির ছোট একটা উপায় [সবার জন্য না]"

  1. Mostakim✅ Contributor says:
    হুম। ভাই আমার সাথেও এরকম হইছে। এখন আর পরিবর্তন করতে পারি না।
  2. Umar Faruk Author says:
    কোথাই ভাই আমি ত এখন পর্যন্ত কোন নাম ভেরিফাই, ফোটো ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফারি হইনাই। আর নাম ভেরিফাই এর পর ও নাম চেঞ্জ করলে কিছু হয় না
  3. Raju Das Rudro Author says:
    পোষ্টের কোনো আগামাথা নেই ।
  4. এইটা কি ধরনের পোস্ট…..?
  5. rcbiddut Contributor says:
    আমার একটা আইডি নাম ভেরিফিকেশনে পরেছে দয়াকরে ঠিক করে দিবেন? ?
  6. mahbubcc2 Contributor says:
    প্লীজ হেল্প মি। আমার একটা আইডি আমি ঢুকতে পারছি না। পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়। পাসওয়ার্ড রিকভারী করতে গেলে ফোন নং যুক্ত নেই বোঝায়।
    নতুন একটা ইমেইল এড্রেস চাই।
    এটা কিভাবে ঠিক করবো? প্লীজ হেল্প মি প্লীইইইজ

Leave a Reply