আসসামুয়ালাইকুম। আশাকরি সবাই পরম করুণাময় এর অশেষ রহমতে সবাই খুব ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়াএ করব কিভাবে Vpn ব্যাবহার করে খুব সহযে এবং নতুন নিয়মে ফেইসবুক সিংগেল নেম করবেন।তো চলুন শুরু করা যাক।
শুরুর আগে কিছু কথাঃ
**ট্রিকবিডিতে এই বিষয়ে আরো কয়েকটা পোষ্ট রয়েছে। কিন্তু কিছুটা পুরানো হওয়ায় সেগুলো আর সঠিক ভাবে কাজ করে না। তাই আজ নতুন ভাবে এবং সহয উপায়ের এই ট্রিক শেয়ার করলাম।
**যা করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমি কোন প্রকার ডিজেবল/লকড আইডির দায় নিব না
যা যা লাগবেঃ
★একটি এন্ড্রোয়েড ডিভাইস
★একটি ভাবল নেম এর ফেসবুক আইডি।
★Totally Free Vpn app.
★Uc Browser.
★কিছুটা বুদ্ধিমত্তা সময় এবং কাজের ইচ্ছা।
কাজের ধারাঃ
**প্রথমে Play Store থেকে Totally Free Vpn Download করে নিন।
**এবার Play store থেকে Uc Browser Download করুন।
**এবার Uc তে প্রবেশ করে m.facebook.com এ যান।
**এবার আপনার আইডি লগ ইন করুন।
**লগ ইন সপূর্ণ হলে ব্রাউজার প্রস্থান করুন।
**এবার Totally Free VPN Open করুন।
**Indonesian server এ কানেক্ট করুন।
**এবার পূণরায় Uc তে প্রবেশ করুন।
**এবার m.facebook.com এ যান।
**এবার ল্যাংগুয়েজ চেঞ্জ করে Bhasha Indonesia দিন।
★★★ এখন সবকিছু Indonesian Language এ শো করবে। আপনাদের বোঝার সূবিধার্থে English এ লেখলাম।তবে ভয়ের কিছু নেই। স্ক্রিনশট এর মাধ্যমে পুরো বিষয় টা ইনশাল্লাহ নিপুন ভাষায় বুঝিয়ে দিব।★★★
**এবার প্রফাইল সেটিংস এ প্রবেশ করুন।
**এবার Settings & Privecy তে প্রবেশ করুন।
**যা নাম দেওয়া আছে তা কেটে দিয়ে শুধুমাত্র ১ ঘরে আপনার কাংখিত নাম দিন। (২য় এবং ৩ ঘর ফাকা রাখিবেন)
**এবার কন্টিনিউ দিন
**এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করুন।
**সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার Successfully আপনার আইডি singel name করে ফেলতে পেরেছেন।
এবার আপনি আবার নিচের মেনু থেকে অথবা সেটিংস থেকে ভাষা English UK করে নিন।
ক্রেডিটঃ
★টিপু সুলতান।
★মুনতাসির মাহমুদ অমিত।