আসসামুয়ালাইকুম। আশাকরি সবাই পরম করুণাময় এর অশেষ রহমতে সবাই খুব ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়াএ করব কিভাবে Vpn ব্যাবহার করে খুব সহযে এবং নতুন নিয়মে ফেইসবুক সিংগেল নেম করবেন।তো চলুন শুরু করা যাক।

শুরুর আগে কিছু কথাঃ

**ট্রিকবিডিতে এই বিষয়ে আরো কয়েকটা পোষ্ট রয়েছে। কিন্তু কিছুটা পুরানো হওয়ায় সেগুলো আর সঠিক ভাবে কাজ করে না। তাই আজ নতুন ভাবে এবং সহয উপায়ের এই ট্রিক শেয়ার করলাম।

**যা করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আমি কোন প্রকার ডিজেবল/লকড আইডির দায় নিব না

যা যা লাগবেঃ

★একটি এন্ড্রোয়েড ডিভাইস
★একটি ভাবল নেম এর ফেসবুক আইডি।
★Totally Free Vpn app.
★Uc Browser.
★কিছুটা বুদ্ধিমত্তা সময় এবং কাজের ইচ্ছা।

কাজের ধারাঃ

**প্রথমে Play Store থেকে Totally Free Vpn Download করে নিন।


**এবার Play store থেকে Uc Browser Download করুন।

**এবার Uc তে প্রবেশ করে m.facebook.com এ যান।

**এবার আপনার আইডি লগ ইন করুন।

**লগ ইন সপূর্ণ হলে ব্রাউজার প্রস্থান করুন।

**এবার Totally Free VPN Open করুন।

**Indonesia লেখে সার্চ করুন।

**Indonesian server এ কানেক্ট করুন।

**এবার পূণরায় Uc তে প্রবেশ করুন।

**এবার m.facebook.com এ যান।

**এবার ল্যাংগুয়েজ চেঞ্জ করে Bhasha Indonesia দিন।

★★★ এখন সবকিছু Indonesian Language এ শো করবে। আপনাদের বোঝার সূবিধার্থে English এ লেখলাম।তবে ভয়ের কিছু নেই। স্ক্রিনশট এর মাধ্যমে পুরো বিষয় টা ইনশাল্লাহ নিপুন ভাষায় বুঝিয়ে দিব।★★★

**এবার প্রফাইল সেটিংস এ প্রবেশ করুন।

**এবার Settings & Privecy তে প্রবেশ করুন।

**এবার Name এ যান।

**যা নাম দেওয়া আছে তা কেটে দিয়ে শুধুমাত্র ১ ঘরে আপনার কাংখিত নাম দিন। (২য় এবং ৩ ঘর ফাকা রাখিবেন)

**এবার কন্টিনিউ দিন

**এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করুন।

**সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার Successfully আপনার আইডি singel name করে ফেলতে পেরেছেন।

এবার আপনি আবার নিচের মেনু থেকে অথবা সেটিংস থেকে ভাষা English UK করে নিন।



ক্রেডিটঃ

★টিপু সুলতান।
★মুনতাসির মাহমুদ অমিত।

ধন্যবাদ আজ এ পর্যন্তই।

যোগাযোগ এর দরকারেঃ

ফেসবুকে আমি

টেক রিলেটেড যেকোনো সমস্যার সমাধান পেতেঃ

জয়েন করুন আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপ

14 thoughts on "সম্পূর্ণ নতুন VPN এর মাধ্যমে সহজেই করে নিন ফেসবুক সিংগেল নেম।"

  1. Mustafizian Sharif Author says:
    কপি পোস্ট
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      কোনটা কপি করেছি ভাই?? দয়া করে লিংক দিন। যদি আসলেই কপি পোষ্ট হয় তবে নিজেই ডিলিট করব।
  2. limon khan Contributor says:
    শুনেছি সিংগেল নামের কারনে পরবর্তীতে কর্তিপক্ষ আইডি বন্ধ করে দেই
  3. ?? Ahad ?? Author says:
    ভাই,আপনি কিভাবে ঘড়ির টাইম টা ডান থেকে বামে আনলেন? আর ব্যাটারির আইকন গেলো কই? নকল ফোন নাকি ভাই?
    1. Sumon Contributor says:
      ডেভেলপার অপশনে ঐ সেটিং অাছে
    2. ?? Ahad ?? Author says:
      ডেভেলপার অপশন পাবো কই এখন আমি? ?
    3. Sumon Contributor says:
      go to setting – about phone + 7-8 ta click build numer a next back a asben developer option dekte paben next click developer option on kore click force RTL layout direction
    4. ?? Ahad ?? Author says:
      ভাই আমার তো build number নিয়া কিছু নাই।যা দেখলাম আছে এগুলাঃ Andoid varson,sicurity path & karnal varson 3.19.18 ?
    5. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      মজা নিস ক্যা ভাই!!
  4. Astonnoor Subscriber says:
    আমি একবার সিঙ্গেল নাম করছিলাম।
    তারপর আবার নাম চেন্জ করার পর এখন ৫ বার নাম চেন্জ করা হয়ে গেছে।
    এখন আবার কিভাবে সিঙ্গেল নাম করবো হেল্প করুন।
  5. Ashikur Contributor says:
    সিংগেল নাম করলে আইডি deactive করে দেয়না তো?
  6. Abir Hassan Arnab Contributor says:
    VPN diye fb e log in koray amar fb id nosto hoicilo.
    1. Muntasir Mahmud Amit Author Post Creator says:
      ভাল করে পড়ুন। লগ ইন টা Vpn ছাড়াই
  7. xiansaiful Contributor says:
    কানেক্ট হয় না কেন ভিপিএন,,

Leave a Reply