Site icon Trickbd.com

[New Tricks] এবার ফেসবুকে বন্ধুদের দেয়া মেসেজ সিন করলেও বন্ধু বুঝতে পারবে না। Mark already seen message as unseen [Without any APP]

Unnamed

















মূল বিষয়

আজ একটা ছোট্ট ট্রিক নিয়ে এলাম। ট্রিকটা ১০০% কার্যকরী। তবে একটু প্যাচাল আছে।

ফেসবুকে বন্ধুরা আপনাকে মেসেজ দিলে আপনি যদি সেটা দেখেন। তবে সাথে সাথে ওই বন্ধু বুঝতে পারে যে আপনি মেসেজটা দেখেছেন। অর্থাৎ seen অপশন পেয়ে যায় বন্ধুরা।

আজ শেখাবো, আপনি মেসেজের ভেতরে ঢুকে দেখলেও বন্ধু টের পাবে না। অর্থাৎ তার কাছে message seen লেখা যাবে না। আর বন্ধু ভাববে আপনি ওটা দেখেননি।


Method
1.এখন যার মেসেজ এরকম ভাবে দেখতে চান। তার মেসেজে ঢুকুন আর নিচে গিয়ে দেখুন এরকম অপশন আসবে। এখান থেকে ignore এ ক্লিক করুন।


2.ignore করুন


3.এখন সে আপনাকে মেসেজ দিলে যেভাবে দেখবেন।
ফার্স্ট messege অপশনে যান।


4.এবার Filtered Message এ যান। এখানে আপনি যার মেসেজ ignore. করেছেন, তার মেসেজ দেখতে পাবেন। ভেতরে ঢুকে দেখুন কিন্তু ওই বন্ধু ঘুনাক্ষরেও বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন।


5.যাদের ignore করবেন, তাদেরকে Filtered মেসেজে দেখাবে। আমার filtered msg এ দেখুন।
এদেরকে ignore করেছি। এখন এদের মেসেজ আমি সিন করলেও এরা টের পাবে না। অর্থাৎ আমি এদের মেসেজ দেখলেও এদের কাছে seen লেখা যাবে না।


Filtered message থেকে আপনি তাকে রিপ্লে দিলে আবার সে বুঝতে পারবে আপনি সিন করেছেন।
সুতরাং রিপ্লে দেয়ার পরে পুনরায় ignore করতে হবে এবং filtered msg এ গিয়ে দেখতে পারবেন।
এই ট্রিকটা যদি আপনি বুঝে থাকেন, তবে 5 সেকেন্ডেই ignore এবং filtered মেসেজে গিয়ে দেখতে পারবেন।
না বুঝলে বলবেন। হেল্প করার চেষ্টা করবো।

সংক্ষেপেঃ
১.সর্বপ্রথম মেসেজ ignore করতে হবে।
২.তারপর filtered মেসেজে তার সব মেসেজ দেখতে পারবেন।
৩.ignore করার পরে বন্ধুরা যে মেসেজ করবে, সেসব মেসেজের ক্ষেত্রে এটা কার্যকরী।