মূল বিষয়
আজ একটা ছোট্ট ট্রিক নিয়ে এলাম। ট্রিকটা ১০০% কার্যকরী। তবে একটু প্যাচাল আছে।
ফেসবুকে বন্ধুরা আপনাকে মেসেজ দিলে আপনি যদি সেটা দেখেন। তবে সাথে সাথে ওই বন্ধু বুঝতে পারে যে আপনি মেসেজটা দেখেছেন। অর্থাৎ seen অপশন পেয়ে যায় বন্ধুরা।
আজ শেখাবো, আপনি মেসেজের ভেতরে ঢুকে দেখলেও বন্ধু টের পাবে না। অর্থাৎ তার কাছে message seen লেখা যাবে না। আর বন্ধু ভাববে আপনি ওটা দেখেননি।
Method
1.এখন যার মেসেজ এরকম ভাবে দেখতে চান। তার মেসেজে ঢুকুন আর নিচে গিয়ে দেখুন এরকম অপশন আসবে। এখান থেকে ignore এ ক্লিক করুন।
2.ignore করুন
3.এখন সে আপনাকে মেসেজ দিলে যেভাবে দেখবেন।
ফার্স্ট messege অপশনে যান।
4.এবার Filtered Message এ যান। এখানে আপনি যার মেসেজ ignore. করেছেন, তার মেসেজ দেখতে পাবেন। ভেতরে ঢুকে দেখুন কিন্তু ওই বন্ধু ঘুনাক্ষরেও বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন।
5.যাদের ignore করবেন, তাদেরকে Filtered মেসেজে দেখাবে। আমার filtered msg এ দেখুন।
এদেরকে ignore করেছি। এখন এদের মেসেজ আমি সিন করলেও এরা টের পাবে না। অর্থাৎ আমি এদের মেসেজ দেখলেও এদের কাছে seen লেখা যাবে না।
Filtered message থেকে আপনি তাকে রিপ্লে দিলে আবার সে বুঝতে পারবে আপনি সিন করেছেন।
সুতরাং রিপ্লে দেয়ার পরে পুনরায় ignore করতে হবে এবং filtered msg এ গিয়ে দেখতে পারবেন।
এই ট্রিকটা যদি আপনি বুঝে থাকেন, তবে 5 সেকেন্ডেই ignore এবং filtered মেসেজে গিয়ে দেখতে পারবেন।
না বুঝলে বলবেন। হেল্প করার চেষ্টা করবো।
সংক্ষেপেঃ ২.তারপর filtered মেসেজে তার সব মেসেজ দেখতে পারবেন। ৩.ignore করার পরে বন্ধুরা যে মেসেজ করবে, সেসব মেসেজের ক্ষেত্রে এটা কার্যকরী। |
অনেক উৎসাহ পেলাম।
আপনার পোস্টগুলো আমি দেখি। ইউনিক আর চমৎকার পোস্ট করেন আপনি। ✌✌?
ভাই ইনবক্সে কম করে হলেও ১৭০-১৮০ জন এই কথাটা বলছে যে আপনার পোস্ট গুলা ভাই সত্যি অনেক ভালো হয় খুব ভালো লাগে।কিন্তু অনেকে আছে যারা এমন কিছু ব্যবহার করে যা খুব দুঃখজনক।
কষ্ট করে একটা পোস্ট বের করে শেয়ার করলাম। আর দু একজনের খারাপ মন্তব্যের জন্য যখন অনেকে ভুল বোঝে। তখন বড্ড কষ্ট লাগে।✌?
কীভাবে official Facebook ke messenger chara message chat করবো। plz Vai Kichu একটা বলেন।
১.আপনি official FB তে ঢুকে https://mbasic.facebook.com/messages/?refid=11 এটা লিখে পোস্ট দেবেন।
২.এটা only me করে রাখবেন।
৩.এখন, যখনই চ্যাট করার ইচ্ছা হবে তখন এই লিংকে ক্লিক করুন। offical fb এপের ভেতরে থেকেও চ্যাট করতে পারবেন।
কিছু টিপ্স দিচ্ছিঃ
১.পোস্টগুলো ইউনিক বিষয় নিয়ে বিষয় নিয়ে করেন।
২.সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে পোস্ট করবেন।
৩.টাইটেল এবং ভাষা এমনভাবে দিবেন যেনো সহজে নজর কাড়ে।
৩.আর পোস্টগুলো স্টাইলিশ করবেন। HTML কোড দিয়ে।
তাহলে তাড়াতাড়ি ট্রেইনার হতে পারবেন।
আমি পোস্ট করার একদিন পরেই এডমিন আমায় ট্রেইনার করে দিছে। ✌
আসলে filtered msg অপশনে গেলে স্বাভাবিক মেসেজ অপশনের মতই আসবে। এবং ignore করা মেসেজ ওখানে দেখায়।
স্বাভাবিক মেসেজ আর filtered msg একইরকম দেখাতে ওটার স্ক্রিনশট দিইনি।
যাতে বুঝতে সমস্যা না হয়, সেজন্য ওখানে কিছু আপডেট করে দিচ্ছি। ✌✌
ধন্যবাদ ?✌?
আমি আমার ফেইক আইডি থেকে রিয়েল আইডি তে ম্যাসেজ দিয়ে ইগনোর করে ফেইক থেকে চ্যাক করলাম
সিন দেখাচ্ছে
১.আপনি ফার্স্ট ফেইক আইডিটাকে ignore করবেন।
২.তারপর ফেইক আইডি থেকে রিয়ল আইডিতে মেসেজ দিন।
৩.এবারর রিয়াল আইডির filtered msg. গিয়ে ওটা দেখেন।
৪.এবার ফেইক আইডিতে গিয়ে চেক করেন। সেখানে seen নাই।
✌
মেসেঞ্জারে “Trun off chat” এরকম একটা অপশন আছে। ওটা করলে আপনি এক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না। আর অন্য কে কে এক্টিভ আছে সেটা আপনিও দেখতে পাবেন। না।।
কিছু টিপ্স দিচ্ছিঃ
১.পোস্টগুলো ইউনিক বিষয় নিয়ে বিষয় নিয়ে করেন।
২.সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে পোস্ট করবেন।
৩.টাইটেল এবং ভাষা এমনভাবে দিবেন যেনো সহজে নজর কাড়ে।
৩.আর পোস্টগুলো স্টাইলিশ করবেন। HTML কোড দিয়ে।
তাহলে তাড়াতাড়ি ট্রেইনার হতে পারবেন।
আমি পোস্ট করার একদিন পরেই এডমিন আমায় ট্রেইনার করে দিছে। ✌
ঐ টেকষ্টটা ডাউনলোড লিংক অথবা নামটা বলবেন please
আমি এই পোস্ট করার আগে খুব ভালোভাবে সার্চ করে দেখেছি। এই পদ্ধতিতে এর আগে কোনো পোস্ট হয় নাই।
থাকলে লিংক দেখান।
হরহামেশা কথা না বলাই ভালো। ✌?
নতুন মেসেঞ্জারে ignore & Filtered l অপশন খুজুন। তাহলে অবশ্যই হবে। সেক্ষেত্রে ট্রিক্সটা একইরকম।
ভাই, এইটা তো থাকার কথা। আরেকটু ভালো করে খুজে দেখুন।
তবুও না পেলে আমার ফেবুতে স্ক্রিনশট সেন্ড করেন। ✌✌
অপেরা দিয়ে খুব ভালোভাবে এই অপশন পাবেন। ✌✌
carry on broo.
Message gula to Filter/message request a Cole jabe.
So o sms dile o to ami janbo na r Janle o message ta porar sathe sathe seen? Tittle ki r0k0m dilen apni? Sms p0rle o ter pabe na.
পোস্টকে ফালতু বলার আগে ভালোভাবে ট্রাই করেন। আর সমস্যা হলে বলুন কোথায় সমস্যা হচ্ছে?
আপনার সমস্যাটা অত্যন্ত জটিল। পাসওয়ার্ড মনে করার চেষ্টা করুন। ফার্স্ট কি কি পাসওয়ার্ড আপনি আগে ব্যবহার করতেন, সেটার একটা লিস্ট করুন।
তারপর একে একে ট্রাই করুন।
১.ট্রিকবিডিতে ঢুকে প্রোফাইলে যান।
২.তারপর edit profile
৩.এবার নিচে গিয়ে নাম, ফটো চেঞ্জ করেন।?
তবে আপনাকে কেউ ব্লক করার পরেও আপনি তাকে মেসেজ করতে পারবেন। এমন পদ্ধতি আছে। ট্রকবিডিতে খুজে দেখুন।
aita aktu help koren plzz
*এখন filtered মেসেজ থেকে আপনি জাস্ট একটা রিপ্লে করলেই unignore হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক মেসেজের মতো হয়ে যাবে।
তবে বন্ধুরা seen লেখা পেয়ে যায়। এবং mark unread করার পরেও বন্ধুর আইডিতে seen লেখা থেকে যাবে।
আপনাকে কিভাবে হেল্প করবো?? বলুন।
সাধ্যমত, চেষ্টা করবো।✌
অন্য কারো ফোনের সব তথ্য হ্যাক করার জন্য অনেক ট্রিক আছে ট্রিকবিডিতে। গতকালই কে একজন এটা নিয়ে পোস্ট দিছে। আপনি সেগুলো দেখতে পারেন।
এটা দেখুন। আজ সকালেই এরকম একটা পোস্ট হয়ছে।
https://https-trickbd-com.0.freebasics.com/hacking-tutorials/437590
@কাস্টোমার কেয়ারের আপারে ফোন লাগাও।
লিংক কিসের ভেতরে যাবে???
আপনি ওটা অনলি মি করে রাখবেন। আর আপনার তো শুধু চ্যাট নিয়ে সমস্যা, তাই না??
ওই লিংকে গিয়েই অফিসিয়াল ফেবু থেকেও চ্যাট করতে পারবেন।
@belal একদম উপরের কমেন্টের রিপ্লে একদম নিচে দিছেন ক্যান? ????
প্রদান হয়েছে কিন্তু আমার ফ্রেন্ডলিষ্টে নাই।
এরা আমার চ্যাটে দেখাচ্ছে। এদেরকে কিভাবে
এই চ্যাট লিষ্ট থেকে সরাবো?? ব্লক করা ছাড়াই।
উল্লেখ্য আমি অপেরা মিনিতে ফেসবুক চালাই।
অনেক চেষ্টা করেছি কাজ হয়নি।
1.চ্যাটলিস্টে গিয়ে menu থেকে advanced settings এ ক্লিক করুন।
২.যার থেকে ইনএক্টিভ হতে চান তার নাম লিখুন।
৩.আপনি ওখান থেকে ইচ্ছেমতো সিলেক্ট করুন।
৪.তারপর save
5.complete ✌✌✌
&
Plz Help..
Messenger theke msg delete kore felle ogula abar firie anar or dekar ki kuno way ase.?
setting theke je akta zip file download kora jay okane deleted msg show kore na….
help me plz..