আজ শুরুতে কিছুই বললাম না। প্রতিদিন তো অনেক কিছুই বলি তাই নাহ…?? তবুও সবাইকে অনেক ধন্যবাদ সবসময় TrickBD এর পাশে থাকার জন্য। চলুন তাহলে এখন কাজের কথায় আসি..!
অনেকেই তো অনেক রকম পোস্ট লিখেন। আমি আজ একটি ভিন্ন রকমের পোস্ট লিখতে বসে গেছি। হয়তো অনেকেই এ বিষয় টা জানেন…! যারা জানেন, তো অনেক ভাল..ধন্যবাদ। আর যারা জানি না তাদের জন্য শুরু করি তাহলে।
ফেসবুক মেসেন্জার কিনে নেওয়াতে সকলেরই অনেক লাভ। একদম ফ্রি , কোন ডাটা চার্জ নাই। তাই সবার কাছে অনেক জনপ্রিয়। ফোনে ফেসবুক আছে কিন্তু মেসেন্জার নাই.. এমন লোক নাই বল্লেই চলে।
আজ দেখাব মেসেন্জারে কি ভাবে Floating Emoji পাঠাতে হয়। ভাল লাগতেই হবে। ভাল না লাগার কোনো চান্সই নাই। নিচের নিয়ম গুলো অনুসরণ করি তাহলে।
যদি ভাল লাগে তাহলে তাহলে একটা পাওনা রইল কিন্তু। সবাই ভাল থাকবেন। দেখা হবে আবার আমামী কোন পোস্টে।
ধন্যবাদ সবাইকে।.