আজ শুরুতে কিছুই বললাম না। প্রতিদিন তো অনেক কিছুই বলি তাই নাহ…?? তবুও সবাইকে অনেক ধন্যবাদ সবসময় TrickBD এর পাশে থাকার জন্য। চলুন তাহলে এখন কাজের কথায় আসি..!
অনেকেই তো অনেক রকম পোস্ট লিখেন। আমি আজ একটি ভিন্ন রকমের পোস্ট লিখতে বসে গেছি। হয়তো অনেকেই এ বিষয় টা জানেন…! যারা জানেন, তো অনেক ভাল..ধন্যবাদ। আর যারা জানি না তাদের জন্য শুরু করি তাহলে।
ফেসবুক মেসেন্জার কিনে নেওয়াতে সকলেরই অনেক লাভ। একদম ফ্রি , কোন ডাটা চার্জ নাই। তাই সবার কাছে অনেক জনপ্রিয়। ফোনে ফেসবুক আছে কিন্তু মেসেন্জার নাই.. এমন লোক নাই বল্লেই চলে।
আজ দেখাব মেসেন্জারে কি ভাবে Floating Emoji পাঠাতে হয়। ভাল লাগতেই হবে। ভাল না লাগার কোনো চান্সই নাই। নিচের নিয়ম গুলো অনুসরণ করি তাহলে।
যদি ভাল লাগে তাহলে তাহলে একটা পাওনা রইল কিন্তু। সবাই ভাল থাকবেন। দেখা হবে আবার আমামী কোন পোস্টে।
ধন্যবাদ সবাইকে।.
আরও Floating emoji আছে..বলেন তো একটা নাম..?
Sorry bro.. Mon karap kora uddesh cilo na..
Try korbo something new kicu niye asar .
Wlc Bro
First nijer corkai tel ten..!!
ভালো পোষ্ট হলে উৎসাহিত করতে ইচ্ছা হয়, বাট এগুলা দেখলে উৎসাহ করার ইচ্ছা টাই নষ্ট হয়।
বাই দা ওয়ে যারা যানে না তাদের উপকারে লাগবে।
ভালো কিছু শিখানোর চেষ্টা করুন ।
আর বলছেন ,” ভাল লাগতেই হবে পোস্টটি”
কিন্তু আমার মোটেও ভাল লাগে নাই।
Sorry bro.
Next time vlo kicu dite try korbo..
ভাল কিছু দেবার চেষ্টা করুন ভাই।
আপনি নিজেই জানেন যে পোষ্ট এ 60% Responsibility পাওয়া যাবে না। সেই পোষ্ট করার দরকার কি?
নতুন দের জন্য ভাল, তবে সেই সংখ্যা খুব কম ই আছে।