আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছ সবাই?
আজ আমি তোমাদের সামনে আবারও নতুন একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।
এই টিউনে আমি তোমাদের দেখাবো কিভাবে ফেসবুকে song id তৈরি করতে হবে।
তো যারা এখনো ফেসবুক Song ID কি জানো না তাদের জন্য আমি নিচে একটা স্ক্রিনশট দিলাম।
এরপরও যারা বুজতে সমস্যা তাদের বলে দিচ্ছি যে, ফেসবুক সং আইডি হলো ফেসবুকে এমন একটা আইডি যে, id এর মধ্যে একটা পছন্দের গানের লিরিকস থাকে।
অর্থাৎ ফেসবুক নামের পরিবর্তে অন্য একটা গান থাকবে অথবা গানের পরিবর্তে অন্য কিছু লেখা যায়।
তো শুরু করছি।
টিউনটি বোঝার জন্য টিউন এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালোভাবে পড়তে হবে কারণ হচ্ছে এই টিউনটা মোটামুটি একটু বড় টাইপের হবে।
আরেকটা কথা বলে রাখা দরকার যে, সং আইডি কি বুঝাতে পারলেও এটি কিভাবে তৈরী করতে হয় তা হয়তো বা আমি পুরোপুরি বুঝাতে পারবো কিনা জানিনা।
কারন এই বিষয়টা মোটামুটি ক্রিটিকাল।
তবুও স্ক্রিনশট দিয়ে বুঝানোর চেষ্টা করব আমার সর্বোচ্চ যেন আপনারা বুঝতে পারেন।
তো শুরু করছি:-
যা যা লাগবে:
1. Touch VPN (প্লেস্টরে পাবেন)
2. UC or CM browser
How to do:-
-
- প্রথমে আমাদের একটা গান লিখে নিতে হবে।
-
- জেনারাল টাইপ করা লিখা এখানে ইউজ করা যাবেনা।
-
- তাই গান লিখার সিস্টেমটা আমি বলে দিচ্ছি।
-
- তবে কেউ চাইলে আমার রেডিমেড একটা গান (নিচে দিলাম)ইউজ করতে পারেন।
-
-
- গানের প্রথম শব্দ লিখার পর আরেকটা শব্দ লিখার আগে সাধারন প্রসেসে স্পেস দিলে হবেনা। এক্ষত্রে নিচে দেয়া স্পেসটা ইউজ করতে হবে।
- তারপর পরের শব্দটা লিখতে হবে।
- এভাবে একটা একটা শব্দ লিখে পুরো গান লিখতে হবে।
- গানের প্রথম শব্দ লিখার পর আরেকটা শব্দ লিখার আগে সাধারন প্রসেসে স্পেস দিলে হবেনা। এক্ষত্রে নিচে দেয়া স্পেসটা ইউজ করতে হবে।
-
নাম কিভাবে বসাবেন? →
- 3rd box এ উপরের সাইনটা কপি করে বসান। অথবা গানের শেষ word টা বসান।
- এবার VPN টা Indonesia সিলেক্ট করে কানেক্ট করুন।
- এবার Review change এ ক্লিক করুন।
- সব ঠিকঠাক থাকলে পাস দিয়ে Confirm করুন
- হয়ে গেলো আপমার সং আইডি
কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
ভালো লাগলে ধন্যবাদ দিয়ে ইন্সপায়ার করবেন।
আর আপনার ধন্যবাদ লিখা দেখলেই আমি বুঝবো আমার সব পরিশ্রম সার্থক।
You can watch the video to get additional support
ইউনিক ও ভালো মানের টিউন পেতে ছোট ভাইয়ের নিউ ইউটিউব চেনেলে ঘুরে আসতে পারেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন Daily update এর জন্য
Thanks all for staying with my tune till the end