আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছ সবাই?

আজ আমি তোমাদের সামনে আবারও নতুন একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।

এই টিউনে আমি তোমাদের দেখাবো কিভাবে  ফেসবুকে song id তৈরি  করতে হবে।

তো যারা এখনো ফেসবুক Song ID কি জানো না তাদের জন্য আমি নিচে একটা স্ক্রিনশট দিলাম।fb song idid

এরপরও যারা বুজতে সমস্যা তাদের বলে দিচ্ছি যে, ফেসবুক সং আইডি হলো ফেসবুকে এমন একটা আইডি যে, id এর মধ্যে একটা পছন্দের গানের লিরিকস থাকে।

অর্থাৎ ফেসবুক নামের পরিবর্তে অন্য একটা গান থাকবে অথবা গানের পরিবর্তে অন্য কিছু লেখা যায়।

তো শুরু করছি।

টিউনটি বোঝার জন্য টিউন এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালোভাবে পড়তে হবে কারণ হচ্ছে এই টিউনটা মোটামুটি একটু বড় টাইপের হবে।

আরেকটা কথা বলে রাখা দরকার যে, সং আইডি কি বুঝাতে পারলেও এটি কিভাবে তৈরী করতে হয় তা হয়তো বা আমি পুরোপুরি বুঝাতে পারবো কিনা জানিনা।

কারন এই বিষয়টা মোটামুটি ক্রিটিকাল।
তবুও স্ক্রিনশট দিয়ে বুঝানোর চেষ্টা করব আমার সর্বোচ্চ যেন আপনারা বুঝতে পারেন।

তো শুরু করছি:-

যা যা লাগবে:

1. Touch VPN (প্লেস্টরে পাবেন)
2. UC or CM browser

How to do:-

    • প্রথমে আমাদের একটা গান লিখে নিতে হবে।

 

    • জেনারাল টাইপ করা লিখা এখানে ইউজ করা যাবেনা।

 

    • তাই গান লিখার সিস্টেমটা আমি বলে দিচ্ছি।

 

    • তবে কেউ চাইলে আমার রেডিমেড একটা গান (নিচে দিলাম)ইউজ করতে পারেন।

      1. গানের প্রথম শব্দ লিখার পর আরেকটা শব্দ লিখার আগে সাধারন প্রসেসে স্পেস দিলে হবেনা। এক্ষত্রে নিচে দেয়া স্পেসটা ইউজ করতে হবে।
      2. তারপর পরের শব্দটা লিখতে হবে।
      3. এভাবে একটা একটা শব্দ লিখে পুরো গান লিখতে হবে।

নাম কিভাবে বসাবেন? →

    1. যেকোন একটা ID select করুন যেটা Song IDকরতে চান।
    2. GO to settings
    3. go to general settings
    4. click on edit name
    5. তারপর আইডি নেম চেঞ্জ করার পালা। এ পর্যায়ে ৩টা খালি ঘর আসবে।
    6. facebook trick
    7. 1st box এ গানের প্রথম Word টা বসান।
    8. 2nd বক্স এ গানের বাকি অংশ বসান।

  • 3rd box এ উপরের সাইনটা কপি করে বসান। অথবা গানের শেষ word টা বসান।
  • এবার VPN টা Indonesia সিলেক্ট করে কানেক্ট করুন।tech tune bd
  • এবার Review change এ ক্লিক করুন।
  • সব ঠিকঠাক থাকলে পাস দিয়ে Confirm করুন
  • হয়ে গেলো আপমার সং আইডি

কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
ভালো লাগলে ধন্যবাদ দিয়ে ইন্সপায়ার করবেন।
আর আপনার ধন্যবাদ লিখা দেখলেই আমি বুঝবো আমার সব পরিশ্রম সার্থক।

You can watch the video to get additional support
https://m.youtube.com/watch?v=R4BInzuOHNs&t=3s

ইউনিক ও ভালো মানের টিউন পেতে ছোট ভাইয়ের নিউ ইউটিউব চেনেলে ঘুরে আসতে পারেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন Daily update এর জন্য
Thanks all for staying with my tune till the end

33 thoughts on "[Most wanted] ফেসবুক সং আইডি তৈরি করে আপনার বন্ধুকে চমকে দিন। Creat fb song ID & impress your friends."

  1. Avatar photo My_idiea Contributor says:
    ??????….জানি + দেখছি
  2. Avatar photo Parves Hossain Rabby Author says:
    Vau er por post diben kivabe paragraph id, 3 word name id, 2 word name id, single word name id, 4 word name id, Jongli id, ghost id, blank id, baper name die id etc. etc. Khulte hobe.. Eigula sikhaben
    1. Avatar photo Bellal✅ Contributor says:
      এই একই নিয়মে কাজ করেন শুধু 1st box এ ৩ অক্ষররের নাম টা দিন এবং বাকি সব ফাকা রাখুন তারপর Review Change এ ক্লিক করেন।
      হয়ে যাবে।

      ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে যোগাযোগ করেন।
      http://facebook/bellal.bd123

    2. 360sharif KM Shariful Islam Sayem Author Post Creator says:
      what do you want to mean?
  3. Avatar photo Bellal✅ Contributor says:
    এই একই নিয়মে কাজ করেন শুধু 1st box এ ৩ অক্ষররের নাম টা দিন এবং বাকি সব ফাকা রাখুন তারপর Review Change এ ক্লিক করেন।

    হয়ে যাবে।
    ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে যোগাযোগ করেন।

  4. এত বড় নাম দিলে বন্ধুরা চমকে যাবে এটা দেখে যে আমি পাগল।।।এটা করলে লোকে ত পাগল বলবে????
    1. 360sharif KM Shariful Islam Sayem Author Post Creator says:
      tai na
      ..?
    2. 360sharif KM Shariful Islam Sayem Author Post Creator says:
      taile lol bolco kn
  5. Mehedi_rahman Contributor says:
    ভালোই
  6. Avatar photo SH IMRAN Contributor says:
    wow! grate post
  7. Ronju Author says:
    really awesome
  8. Alimulislamadib Contributor says:
    ভাই আপনার ফেসবুক আইডিটা তো সেই??
  9. Avatar photo Somrut Author says:
    ভাল পোস্ট
  10. Avatar photo Naim sdq Author says:
    আমাকে একটা রবিন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস আইডি খুলে দিবেন?
    1. 360sharif KM Shariful Islam Sayem Author Post Creator says:
      bujlam,
  11. Avatar photo Kamrul Hossain Contributor says:
    Amar hoi keno vai..?
    1. 360sharif KM Shariful Islam Sayem Author Post Creator says:
      vpn connection ta check den
  12. Avatar photo জীবন Contributor says:
    Amar Java Phon Amake Song Id Make Kore Diba
  13. siktosrabon Contributor says:
    এটা আমি কেন করব? আজাইরা জিনিস।
  14. Avatar photo Mth Contributor says:
    ভাইয়া , তোমার সাহায্য প্রয়োজন । আমাকে সাহায্য করবে প্লিজ ?
    Fb Me : http://free.Facebook.com/jannat.m11
    1. 360sharif Dark Author Post Creator says:
  15. Avatar photo Fardin320 Contributor says:
    ভাই হয় না তো অনেক ট্রাই করলাম পারতেছি না…?????
    1. 360sharif Dark Author Post Creator says:
      na hoyarto kono karon nai,,
      na bujle video dekhte paren,
      or inbox me

Leave a Reply