Site icon Trickbd.com

সহজেই ফেসবুক পেজে টপ/পিন পোস্ট এড করার নিয়ম দেখে নিন

Unnamed

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন
আছেন, আশা করি খুব ভাল আছেন,
ভূল হলে ক্ষমা করবেন
অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না।
চলুন শুরু করি
টপ/পিন পোস্ট হলো আপনার ফেসবুক পেজের সেই পোস্টটি
পেজের প্রথমে দেখা যাবে।
আপনি ফেসবুক/ক্রোম দিয়ে এড করতে পারেন,
আমি গুগল ক্রোম দিয়ে এড করেছি।

প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে যান।
তারপর পোস্টের ডান পাশে উপরে 3 ডট সেখানে ক্লিক করুন।

তারপর নিচের মতো ★ Pin to Top
লেখাতে ক্লিক করুন।

তারপর দেখেন হয়ে গেছে


শেষ।
যারা জানেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না।
পারলে ভালো কমেন্ট করবেন।

আজ এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো

থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর
সাথেই থাকুন