আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন
আছেন, আশা করি খুব ভাল আছেন,
ভূল হলে ক্ষমা করবেন
অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না।
চলুন শুরু করি
টপ/পিন পোস্ট হলো আপনার ফেসবুক পেজের সেই পোস্টটি
পেজের প্রথমে দেখা যাবে।
আপনি ফেসবুক/ক্রোম দিয়ে এড করতে পারেন,
আমি গুগল ক্রোম দিয়ে এড করেছি।
প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে যান।
তারপর পোস্টের ডান পাশে উপরে 3 ডট সেখানে ক্লিক করুন।
তারপর নিচের মতো ★ Pin to Top
লেখাতে ক্লিক করুন।
তারপর দেখেন হয়ে গেছে
শেষ।
যারা জানেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না।
পারলে ভালো কমেন্ট করবেন।
।
আজ এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
সাথেই থাকুন