বর্তমানে চাকরির পাশাপাশি ঘরে বসে কাজ করার প্রবণতা মানুষের মধ্যে বেড়েই চলেছে।  আর ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের পরিধিও দিন দিন বেড়েই চলেছে।  কিন্তু দেশের অধিকাংশ মানুষই জানেন না যে ফ্রিল্যান্সিং আসলে কি বা কিভাবে করতে হয়।  অর্থাৎ দেশের  কর্মহীন অধিকাংশ মানুষই বা  বেকার যুবকরা দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে ফ্রিল্যান্সিং করতে পারে না।  কিন্তু এবছর সরকার বিনামূল্যে যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে।  আর এই জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।  তাই বিস্তারিত জানতে সাথে থাকুন।

 বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনে থাকা একটি অধিদপ্তর,  যুব উন্নয়ন অধিদপ্তর কর্মপ্রতিষী যুবকদের কে বিনামূল্যে  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  এই কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি ও প্রকাশ করেছে তারা।  আর ভর্তি হওয়ার জন্য কোন ফি প্রদান করা লাগবে না শুধুমাত্র পরীক্ষা দেওয়া লাগবে।  আর প্রশিক্ষণকালীন সময়ে প্রতিদিন ২০০ টাকা করে ভাতা পাবেন শিক্ষার্থীরা। 

 উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ শিক্ষিত  কর্ম প্রত্যাশী যুবকদের  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’  প্রকল্পের আওতাই দেশের সর্বমোট আটটি বিভাগের ১৬  টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান থাকবে।  এই সব জেলায় বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

আর ইতোমধ্যেই নতুন ব্যাচে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  এই আবেদন কার্যক্রম চলমান থাকবে 22 শে মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। 

 কোন কোন জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে? 

 এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের মোট আটটি বিভাগের ১৬ টি জেলায় চলমান থাকবে।  সেই জেলাগুলো হলো  ঢাকা,  গাজীপুর,  গোপালগঞ্জ,  শরীয়তপুর,  মাদারীপুর,  কুমিল্লা,  লক্ষ্মীপুর,  রাজবাড়ী,  রাজশাহী,  চাঁদপুর,  ঠাকুরগাঁও,  ভোলা,  নড়াইল,  শেরপুর, সুনামগঞ্জ ও সিলেট। জেলাগুলোর প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবে।  আবেদন লিংকঃ 

 **এখানে ক্লিক করে আবেদন করুন।

আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা —

 এই করছে জন্য যারা আবেদন করতে পারবেন তাদেরকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হওয়া লাগবে।  ছেলে মেয়ে উভয়েই এই করছে আবেদন করতে পারবে।  অর্থাৎ আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ১৮  থেকে ৩৫  বছর বয়সী হওয়া লাগবে। 

 শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা এইচএসসি বা  সমমান পরীক্ষায়   উত্তীর্ণ হওয়া লাগবে। 

প্রশিক্ষণ ভাতা ও ভর্তির নিয়ম —

 প্রশিক্ষণকালীন সময়ে একজন প্রশিক্ষণ প্রার্থী প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবেন।  তবে ভর্তির জন্য প্রথমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে।   প্রশিক্ষণের জন্য  কোন ফ্রি প্রদান করার প্রয়োজন নেই। আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারী কে  ২৩ মার্চ ২০২৫ তারিখে লিখিত পরীক্ষায় বসতে হবে।  এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী কে মৌখিক পরীক্ষার জন্য ২৪ তারিখে ডাকা হবে।  আর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা 27 মার্চ  ২০২৫  তারিখে প্রকাশ করা হবে। 

 প্রশিক্ষণের সময়সীমা —

যারা ভর্তি পরীক্ষায় নির্বাচিত হবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।  এ প্রশিক্ষণটি  চলবে তিন মাস ব্যাপী।  এ কোর্সের জন্য প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস নেওয়া হবে।  আর সপ্তাহের ছয় দিনই ক্লাস চলবার থাকবে।  সর্বমোট 75 টি ক্লাস নেওয়া হবে।  ক্লাসের সর্বমোট সবাই সীমা হবে ৬০০ ঘন্টা।  কোর্সের জন্য প্রার্থীকে অবশ্যই অফলাইনে থেকে ক্লাসে উপস্থিত হতে হবে। 

 আপনারা যারা আগ্রহী আছেন তারা চাইলে কোর্সটি করতে পারেন।  যেহেতু কোর্সটি সরকারি ভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ কোর্সটি করার মাধ্যমে আপনাদের একটি কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে।  তাই আপনাদের যাদের সামর্থ্য আছে তারা কোর্সের জন্য আবেদন করুন। — তথ্যসূত্রঃ  প্রথম আলো।  ধন্যবাদ সবাইকে। 

13 thoughts on "বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আরো থাকবে দৈনিক ২০০ টাকা হারে ভাতা।"

  1. Ripa Akter Author says:
    কুমিল্লা তো নাই..!
    1. Helping Vhai Author Post Creator says:
      ভাই বিজ্ঞপ্তিতে তো কুমিল্লা দেওয়া আছে।
  2. Bita Paradox Contributor says:
    Appreciated !!
  3. faisal fahim Contributor says:
    Vai ei course r kotha r boilen na…!!! Koto valo course quality ta bujha hoye geche…!!! 1st batch e dhuksi…!!! Sokal 9 ta theke bikal 5 ta porjonto thaka lagbe. Rojar mash e o 9:10 theke 4 ta porjonto thaka lagtise…!!! Course module joto boro diche tate valo vabe 2 bochor e o sesh kora jabena…!!! Kintu sikhanor belai anda…!!! Khabar quality bolse man sommoto otocho dim dal vat dai…!!! Aro somossha to ase r na boli…!!! Shb cheye boro kotha course jodi valo hoito taile baki shob problem mana jaito…!!!
    1. Helping Vhai Author Post Creator says:
      সরকারি কোর্স, কিছু বৈশিষ্ট্য না রাখলে কি চলে!!😅
    1. Helping Vhai Author Post Creator says:
      Thank you vai.
  4. Naruto Contributor says:
    Thik e bolsen vai….!!! Kintu ek e toh thik moto sikhaina…!!! But tao 8 ghonta thaka eita koster ekdm bondi ekta obostha…!!! Thik moto sikhale din e 4 ghonta enough…!!!
    1. Helping Vhai Author Post Creator says:
      হুম ভাই, আপনি ঠিক বলেছেন।
  5. Avatar photo Sick_Monsters Contributor says:
    আবেদন করার সাইট টা ফেইক মনে হচ্ছে। থার্ডপার্টি ওয়েব সাইট তথ্য নিচ্ছে। নিজ নিজ তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন।
    1. Helping Vhai Author Post Creator says:
      এটা সরকারি প্রকল্প ।
  6. Avatar photo THE JOB Contributor says:
    ধন্যবাদ ভাই,আপনার জন্য এই কোর্সের খোজ পেয়েছি এবং পরিক্ষা দিয়ে আসলাম।আমার জেলায় টপ স্কোর করেছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️
    1. Helping Vhai Author Post Creator says:
      আপনার সফলতার খবর শুনে খুশি হলাম। আশা করি সামনে ভালো কিছু করতে পারবেন।

Leave a Reply