ইন্টারনেট স্পীড বহুগুণ বাড়ানোর সহজ উপায়

বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। কিন্তু প্রায়শই আমরা ধীরগতির ইন্টারনেট নিয়ে হতাশ হই। বিশেষ করে, যখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ বা বিনোদন বাধাগ্রস্ত হয়। তবে, কিছু সহজ কৌশল অবলম্বন করে আপনি আপনার ইন্টারনেটের গতি বহুগুণ বাড়িয়ে নিতে পারেন।

 BDIX স্পীড বাইপাস :

BDIX (বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ) বাংলাদেশের একটি ইন্টারনেট অবকাঠামো। BDIX স্পীড বাইপাস হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি BDIX সার্ভার থেকে ডেটা ডাউনলোড করার সময় আপনার আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) এর সীমাবদ্ধতা অতিক্রম করতে পারেন। এর মাধ্যমে আপনি BDIX সার্ভার থেকে অনেক দ্রুত ডেটা ডাউনলোড করতে পারবেন।

  • BDIX স্পীড বাইপাস করার কিছু উপায়:
    • ভিপিএন (VPN) ব্যবহার: ভিপিএন ব্যবহার করে আপনি আপনার আইপি ঠিকানা পরিবর্তন করে BDIX সার্ভারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন।
    • প্রক্সি সার্ভার (Proxy Server) ব্যবহার: প্রক্সি সার্ভার ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট ট্র্যাফিককে BDIX সার্ভারের মাধ্যমে রাউট করতে পারেন।
    • বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার করেও BDIX স্পীড বাইপাস করা সম্ভব।
  • সতর্কতা: BDIX স্পীড বাইপাস করার সময়, আপনার আইএসপি-এর শর্তাবলী মেনে চলা জরুরি। অবৈধ উপায় অবলম্বন করা থেকে বিরত থাকুন।

চলুন দেখি কিভাবে সহজে একটি ভিপিএন এর মাধ্যমে সহজে আপনাদের ইন্টারনেট স্পীড বাইপাস করতে পারবেন ঃ

ip:live.bypassempire.com

port:1080

user:@bdiix_bypass

pass:@bdiix_bypass

যদি এই ডিটেইলস কাজ না করে এখান থেকে নতুন আইপি পাসওয়ার্ড পেয়ে যাবেন। BDIX bypass proxy free
প্রথমে প্লেস্টর থেকে Tun2Socks অ্যাপ ইন্সটল করে নিবেন।

https://play.google.com/store/apps/details?id=com.elseplus.tun2socks

এরপর স্ক্রিনশট এর মট করে উপরের ইউজার ডিটেইলস বসাবেন।

BDIX Bypass Proxy

এরপর এই ভিপিএন কানেক্ট করে যখন কোনো ফাইল ডাউনলোড করতে যাবেন সেই ফাইল ডাউনলোড করবেন। দেখবেন আপনার অরিজিনাল স্পীড ছাড়িয়ে আপনার isp এর bdix স্পীডে ডাউনলোড হচ্ছে।

নিচের স্ক্রিনশট গুলোতে ডেমো দেখুন ঃ

 


BDIX Speed test

প্রথমে ভিপিএন কানেক্ট না করে ডাউনলোড করেছি। পরের বার ভিপিএন কানেক্ত করে ডাউনলোড করেছ:/ সতর্কতা ঃ ট্রিকবিডিতে পোস্ট করলে বেশিরভাগ ট্রিকই বন্ধ হয়ে যায়। জানি না এইটা ফ্রি কতক্ষন কাজ করবে।

এভাবে খুব সহজে BDIX Bypass করতে পারবেন এবং আপনার নরমাল স্পীডের বদলে bdix speed ব্যবহার করতে পারবেন।।

15 thoughts on "ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন বহুগুন সম্পূর্ণ বিনামূল্যে"

  1. Mahin Khan Contributor says:
    Thanks bro. Very useful trick.
  2. Rafi Contributor says:
    Not working
  3. MD Rana...... Contributor says:
    circleftp চলবে?
  4. Rifat Khan Contributor says:
    চলে না কেন ভাই
  5. Rifat Khan Contributor says:
    চলে ভাই
    আসেন ভাই বুকে আসেন
    অনেকদিন খুজতেছিলাম এইটা।
    অসংখ্য ধন্যবাদ।
  6. ARFAT Contributor says:
    Vpn diye 53 mbps ar amne normal speed 88 mbps, aitw deki speed kome gelo bhai😂
  7. M. M. Anik Contributor says:
    কতদিন চলবে এটা?
  8. Kajol Contributor says:
    Aigulo 1 ms Moto validity thake amar janamote
  9. ShaRiar IMRAN Contributor says:
    এটা কি ওয়াইফাই নাকি মোবাইল ইন্টারনেট এর জন্য
  10. Araf_Rizvee Contributor says:
    Vai pc te proxifier use kore bebohar kora jabe na? Ami proxifier e Socks5 option select kore test dilam fail aslo
  11. Milon Contributor says:
    কয়েক সেকেন্ড পর পর ভিপিএন অটোমেটিক অফ/অন করতেছে কেনো? লং টাইম ভিপিএম কানেক্টেড হয়ে থাকেনা
  12. Rasel Khandokar Contributor says:
    উপরে স্পিড দেখায় ২/৩ এম্বি করে কিন্তু ডাউনলোড হয় ৩০০/৪০০ কেবি করে।
  13. নাহিদ Contributor says:
    ধন্যবাদ ভাই। আপনার আইএসপি তে সাপোর্ট করছে। স্পিড মোটামুটি 5x বাড়ছে এভারেজে 🙂
  14. emrantnt11 Contributor says:
    অনেকদিন আগে টেলিগ্রাম কোন একটা গ্রুপে দেখছিলাম এটা

Leave a Reply