Site icon Trickbd.com

[Fun] যারা Messenger ইউজ করেন তারা অবশ্যই দেখবেন, Day Screenshot Trick

Messenger Day Trick


 স্বাগতম সবাইকে

ইন্টারনেট ইউজ করি আর ফেসবুক চালাই না এমন লোকের সংখ্যা আমাদের দেশে নাই বললেই চলে। বরং আমাদের দেশের মানুষ ইন্টারনেট বলতে বোঝেই মেইনলি ফেসবুক।

তো আজকে শেয়ার করবো ফেসবুকের ম্যাসেঞ্জার এ্যাপের একটা ট্রিক। অনেকেই জেনে থাকবেন, জিনিসটা খুবই ইজি এবং মজারও। যারা জানেন না তাদের জানানো এবং যারা জানেন তাদের মনে করানোর জন্যই আজকের এই পোস্ট। শুরু করা যাক।

 

Messenger এ কারও Day এর ফটো ভাল লাগলে আমরা সেটার স্ক্রিনশট নিয়ে নিজের ডে তে দেই। এক্ষেত্রে শটটি হয় নিচের মত।

তো এই শটে প্রবলেম কি? প্রবলেম হল এখানে যার থেকে নিলাম তার নামটা দেখা যাচ্ছে। আমি ডে দিলে কার থেকে নিলাম সেটা দেখা যাবে। তো অনেকে এটা চান না। এজন্য কি করা? আবার যেকোনো একভাবে ক্রোপিং করে মালিকের নামটা বাদ দিয়ে আপলোড দেয়া।

সহজ একটা উপায়ে ক্রোপ ছাড়াই বা কোনো সফটওয়্যার ছাড়াই আপনি ডে এর ব্যক্তির নাম ব্যতীত শট নিতে পারবেন। আপনাকে নতুন করে ক্রপ বা কোনো কিছুই করতে হবে না। কিভাবে????

ব্যাস আপনি পেয়ে গেলেন নিচের মত এক্সট্রা কন্টেন্ট বিহীন ফ্রেশ ডে এর পিক।

কেমন লাগল কমেন্ট করতে ভুলবেন না।

ভাল থাকবেন। সুস্থ থাকবেন। 

K M Rejowan Ahmmed

ahmmedrejowan@gmail.com

Facebook Profile