Messenger Day Trick


 স্বাগতম সবাইকে

ইন্টারনেট ইউজ করি আর ফেসবুক চালাই না এমন লোকের সংখ্যা আমাদের দেশে নাই বললেই চলে। বরং আমাদের দেশের মানুষ ইন্টারনেট বলতে বোঝেই মেইনলি ফেসবুক।

তো আজকে শেয়ার করবো ফেসবুকের ম্যাসেঞ্জার এ্যাপের একটা ট্রিক। অনেকেই জেনে থাকবেন, জিনিসটা খুবই ইজি এবং মজারও। যারা জানেন না তাদের জানানো এবং যারা জানেন তাদের মনে করানোর জন্যই আজকের এই পোস্ট। শুরু করা যাক।

 

Messenger এ কারও Day এর ফটো ভাল লাগলে আমরা সেটার স্ক্রিনশট নিয়ে নিজের ডে তে দেই। এক্ষেত্রে শটটি হয় নিচের মত।

তো এই শটে প্রবলেম কি? প্রবলেম হল এখানে যার থেকে নিলাম তার নামটা দেখা যাচ্ছে। আমি ডে দিলে কার থেকে নিলাম সেটা দেখা যাবে। তো অনেকে এটা চান না। এজন্য কি করা? আবার যেকোনো একভাবে ক্রোপিং করে মালিকের নামটা বাদ দিয়ে আপলোড দেয়া।

সহজ একটা উপায়ে ক্রোপ ছাড়াই বা কোনো সফটওয়্যার ছাড়াই আপনি ডে এর ব্যক্তির নাম ব্যতীত শট নিতে পারবেন। আপনাকে নতুন করে ক্রপ বা কোনো কিছুই করতে হবে না। কিভাবে????

  • প্রথমে ওই Day তে গিয়ে স্ক্রিনের যেকোনো জায়গায় লং প্রেস করে ধরুন। দেখবেন ডে যে দিছে তার আইডির নাম চলে গেছে অর্থাৎ ফুল স্ক্রিন শো করতেছে।
  • এবার প্রেস করা অবস্থায় স্ক্রিনশট নিন। নর্মালি যেভাবে নেন Lock Button + Volume Down বা যার ফোনে যেভাবে হয়। 

ব্যাস আপনি পেয়ে গেলেন নিচের মত এক্সট্রা কন্টেন্ট বিহীন ফ্রেশ ডে এর পিক।

কেমন লাগল কমেন্ট করতে ভুলবেন না।

ভাল থাকবেন। সুস্থ থাকবেন। 

K M Rejowan Ahmmed

[email protected]

Facebook Profile

19 thoughts on "[Fun] যারা Messenger ইউজ করেন তারা অবশ্যই দেখবেন, Day Screenshot Trick"

    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ?
  1. Xmas Xor Contributor says:
    ?আপনার পোস্ট এ একটি জিনিস বলেননি?

    এফবিতে মাই-ডে কিভাবে দেখে?

    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ?
  2. Malaylayek1 Contributor says:
    সত্যি ভাই খুব ভালো ট্রিক ??? পড়ে চোখে জল চলে এলো???? এতো ভালো পোস্ট সচরাচর দেখা যায় না…
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ফান পোস্ট ভাই বলেই দিছি ???
  3. Shaon Author says:
    ভাই কষ্ট করে এরকম পোস্ট করার কোনো মানে হয়?
    আপনার এই সময়টা নিজের অন্যকোনো ব্যাক্তিগত কাজে ব্যয় করলে আরো ভালো হতো।
    পোস্ট লিখতে অনেক সময় ব্যয় হয়,তাই বললাম।
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      সিরিয়াস পোস্ট তো ভাই লিখবই, ভাবলাম একটা ফান পোস্ট দেই। খারাপ লাগলে সরি। ?
  4. Fahim Contributor says:
    লুল?
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ??
  5. Bear Grylls Author says:
    ক্রপ করে নিলেই তো হয়,
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ওই যে আমরা আলসে জাতি ??
    2. Bear Grylls Author says:
      তাই নাকি। আপনি তো দেখছি হেব্বি জিনিয়াস লোক ?
  6. Tangible Belal Contributor says:
    post naki r kicu
  7. blackhat Contributor says:
    ভর্তি চলছে.. ভর্তি চলছে..
    সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টি টি সি), সপুরা, রাজশাহী . কম্পিউটার ও আউটসোর্সিং (#ফ্রিল্যান্সিং ) কোর্সে ভর্তি চলছে.
    Call us : Rezaul Karim (In charge TTC ) 01716297183 ,
    01740176814
    বিশেষ আকর্ষণ :
    (1) কোর্স শেষে সরকারি সনদ প্রদান.
    (2) একটি মাস্টার কার্ড প্রদান.
    (3) প্রফেশনাল ফ্রিল্যান্সিং আইডি প্রদান.
  8. sonnasi Subscriber says:
    maybe apni bade r sobai jane screenshot neoar por o phn a editng a cut option thake
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      আমার সম্পর্কে বোধহয় আপনার কোনো আইডিয়া নাই। ফেসবুক প্রোফাইলটা ঘুরে আসতে পারেন বা গুগলে K M Rejowan Ahmmed লিখে সার্চ দিলেও কিছু জিনিস জানতে পারবেন। এটা একটা ফান পোস্ট আমি বলেই দিছি। এডিটিং/ক্রপ/কাট কোনো কিছুই যেন না লাগে এজন্য পোস্টটা শেয়ার করা। ধন্যবাদ না জেনে আমার জ্ঞান সম্পর্কে কমেন্টের জন্য।
      – Rejowan
  9. Zorex Zisa Author says:
    পোস্টটা ভালো লাগলো, এগিয়ে যান ভাই।
    1. K M Rejowan Ahmmed Author Post Creator says:
      ধন্যবাদ
      – Rejowan

Leave a Reply