Site icon Trickbd.com

ফেসবুকে সিঙ্গেল নেম সেট করার ১০০% কার্যকরী ট্রিক। (11/2019)

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই জানি যে ফেসবুকে সিঙ্গেল নেম ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে সেট করা যায় না। তাই VPN দিয়ে ইন্দোনেশিয়ান সার্ভারা কানেক্ট করে তারপর সিঙ্গেল নেম সেট করতে হয়। কিন্তু, ঝামেলা হচ্ছে একটি ভিপিএন দিয়ে বেশিদিন কাজ করে না। তাই নতুন ওয়ার্কিং ভিপিএন খুজে নিতে হয়। আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিপিএন এবং ট্রিক শেয়ার করবো যেটা এবছরের শুরু থেকে এখনো কাজ করছে। তবে শুরুর আগে বলে নেওয়া ভালো যে, সঠিকভাবে ভিপিএন ব্যবহার করতে না পারার কারণে আপনার আইডিতে সমস্যা হলে আমি দায়ী থাকবো না। তবে সিঙ্গেল নেম সেট করতে গিয়ে এখনো কারো আইডি ডিজেবল হয়েছে বলে শুনিনি।
চলুন শুরু করি।

ধাপ:- ০১

প্রথমে নিচের লিঙ্ক দুটি থেকে এপ দুটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইউসি ব্রাউজার প্লেস্টোর থেকে ডাউনলোড করলে হবে, তবে Touch VPN নিচের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে হবে, প্লেস্টোরেরটা কাজ করবে না।
১) ইউসি ব্রাউজার
২) টাচ ভিপিএন (আনলকড)

ধাপ:- ২

এখন ইউসি অপেন করে আপনার আইডিতে লগিন করুন এবং হোম বাটন চেপে ইউসি মিনিমাইজ করে রেখে দিন।

ধাপ:- ৩

এবার টাচ ভিপিএন অপেন করে নিচের মতো ডান দিকে সুইপ করে ইন্ট্রো পেইজ গুলো স্কিপ করুন এবং Okay তে ক্লিক করুন।

এখন Best Choice এ ক্লিক করে Indonesia সিলেক্ট করুন এবং Connect এ ক্লিক করুন।

নিচের মতো Connecting দেখাবে।

এবার দেখুন Connected. যদি Connect না হয় তাহলে ভিপিএন ক্লোজ করে আবার ধাপ-৩ ফলো করুন। ১০০% কানেক্ট হবে।

ধাপ:- ৪

ভিপিএন কানেক্ট হয়ে গেলে রিসেন্ট স্ক্রিন থেকে ট্যাব সুইচ করে আবার ইউসি ব্রাউজারে চলে আসুন এবং নিচের মতো Settings and Privacy তে ক্লিক করুন।

এবার Translation for posts এ ক্লিক করুন।

চিত্রে দেখানো লেখায় ক্লিক করুন।

Bahasa Indonesia সিলেক্ট করে দিন।

নিচের মতো Pengaturan & Privasi তে ক্লিক করুন।

Informasi Pribadi তে ক্লিক করুন।

চিত্রের মতো Nama এর পাশের Edit লেখায় ক্লিক করুন।

প্রথম বক্সে আপনার সিঙ্গেল নেম দিয়ে বাকি দুই বক্স খালি করে দিন এবং Tinjau Perubahan এ ক্লিক করুন।

নিচের মতো পেজ আসবে। মার্ক করা বক্সে পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan এ ক্লিক করুন।

এবার দেখুন নাম সিঙ্গেল হয়ে গেছে।

আর বুঝতে অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।

আমার ইউটিউব চ্যানেল: Ahmed Marjan
(ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।)

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।