আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই জানি যে ফেসবুকে সিঙ্গেল নেম ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে সেট করা যায় না। তাই VPN দিয়ে ইন্দোনেশিয়ান সার্ভারা কানেক্ট করে তারপর সিঙ্গেল নেম সেট করতে হয়। কিন্তু, ঝামেলা হচ্ছে একটি ভিপিএন দিয়ে বেশিদিন কাজ করে না। তাই নতুন ওয়ার্কিং ভিপিএন খুজে নিতে হয়। আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিপিএন এবং ট্রিক শেয়ার করবো যেটা এবছরের শুরু থেকে এখনো কাজ করছে। তবে শুরুর আগে বলে নেওয়া ভালো যে, সঠিকভাবে ভিপিএন ব্যবহার করতে না পারার কারণে আপনার আইডিতে সমস্যা হলে আমি দায়ী থাকবো না। তবে সিঙ্গেল নেম সেট করতে গিয়ে এখনো কারো আইডি ডিজেবল হয়েছে বলে শুনিনি।
চলুন শুরু করি।

ধাপ:- ০১

প্রথমে নিচের লিঙ্ক দুটি থেকে এপ দুটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইউসি ব্রাউজার প্লেস্টোর থেকে ডাউনলোড করলে হবে, তবে Touch VPN নিচের লিঙ্ক থেকেই ডাউনলোড করতে হবে, প্লেস্টোরেরটা কাজ করবে না।
১) ইউসি ব্রাউজার
২) টাচ ভিপিএন (আনলকড)

ধাপ:- ২

এখন ইউসি অপেন করে আপনার আইডিতে লগিন করুন এবং হোম বাটন চেপে ইউসি মিনিমাইজ করে রেখে দিন।

ধাপ:- ৩

এবার টাচ ভিপিএন অপেন করে নিচের মতো ডান দিকে সুইপ করে ইন্ট্রো পেইজ গুলো স্কিপ করুন এবং Okay তে ক্লিক করুন।

এখন Best Choice এ ক্লিক করে Indonesia সিলেক্ট করুন এবং Connect এ ক্লিক করুন।

নিচের মতো Connecting দেখাবে।

এবার দেখুন Connected. যদি Connect না হয় তাহলে ভিপিএন ক্লোজ করে আবার ধাপ-৩ ফলো করুন। ১০০% কানেক্ট হবে।

ধাপ:- ৪

ভিপিএন কানেক্ট হয়ে গেলে রিসেন্ট স্ক্রিন থেকে ট্যাব সুইচ করে আবার ইউসি ব্রাউজারে চলে আসুন এবং নিচের মতো Settings and Privacy তে ক্লিক করুন।

এবার Translation for posts এ ক্লিক করুন।

চিত্রে দেখানো লেখায় ক্লিক করুন।

Bahasa Indonesia সিলেক্ট করে দিন।

নিচের মতো Pengaturan & Privasi তে ক্লিক করুন।

Informasi Pribadi তে ক্লিক করুন।

চিত্রের মতো Nama এর পাশের Edit লেখায় ক্লিক করুন।

প্রথম বক্সে আপনার সিঙ্গেল নেম দিয়ে বাকি দুই বক্স খালি করে দিন এবং Tinjau Perubahan এ ক্লিক করুন।

নিচের মতো পেজ আসবে। মার্ক করা বক্সে পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan এ ক্লিক করুন।

এবার দেখুন নাম সিঙ্গেল হয়ে গেছে।

আর বুঝতে অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।

আমার ইউটিউব চ্যানেল: Ahmed Marjan
(ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।)

ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

22 thoughts on "ফেসবুকে সিঙ্গেল নেম সেট করার ১০০% কার্যকরী ট্রিক। (11/2019)"

  1. MD Shakib Hasan Contributor says:
    জানি হয় কিন্তুু কিছু দিন পর ফেসবুক কতৃপক্ষ নোটিস করে বলে দেয় নাম বড় দিতে হবে।
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      কেউ রিপোর্ট করলে তবেই নোটিশ দেয়। আমার চার মাসের মতো ছিলো। নোটিশ দেয়নি।
  2. Rakibnil Contributor says:
    ভাই আমি বিশ্বাস করিনা এগুলা কারন ID 2DIN ar beshi jai na face lock hoi tar por disable emon amar hoi prai
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      সেটা আপনার ব্যাপার, তবে আমি চার মাস ইউজ করছি, তারপর নিজেই নাম চেঞ্জ করছি। কিছু হয়নি। তবে কেউ যদি শত্রুতা করে ফেক নেম দিয়ে রিপোর্ট করে তাহলে সমস্যা।
  3. Rakib Author says:
    3–7 এর মধ্যেই সেলফে যায়–এর থেকে কার্ড দিয়া করা ভালো
    1. Masud Contributor says:
      Card diye korar nioyom ta bolben? Ba link diben?
  4. Sazzat Boss Subscriber says:
    আপনি জানেন কি Google এর সব সেবা কতগুলো? না জানলে জেনে নিন কাজে লাগবে।
  5. Sazzat Boss Subscriber says:
    আপনি জানেন কি Google এর সব সেবা কতগুলো? না জানলে জেনে নিন কাজে লাগবে/
    https://bit.ly/2rFjzVN
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Thank you.
  6. Rimon814 Contributor says:
    ami 2 year dhore single name use kortesi
    kono notice paini
  7. aslam-munna Contributor says:
    ভাই অাইডি তে কি কোন সমস্যা হবে।
    অাগে একটা করছিলাম সেটা ব্যান করে দিছে।
    1. Ahmed Marjan Contributor Post Creator says:
      Sheta bolte parsi na
  8. shafin Contributor says:
    আমি অনেক দিন ধরে সিঙ্গেল নাম ব্যাবহার করাসি।কিন্তু কোনো নোটিশ আসে নি।
  9. MD+Rakib+Hossen Contributor says:
    web.proxy.id
    এখান থেকে অনেক সহজ
  10. abrno34 Author says:
    you are genius bro

Leave a Reply