সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে
আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন প্রতি মিনিটে কমপক্ষে একটা করে… সেই ফেসবুক দিয়ে কি করবেন সেই সম্পর্কে আগামী পোস্টে বলবো…. ফেসবুক আনলিমিটেড খুলে রাখুন আপনারা অনেক……. ইনশাল্লাহ ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন…. একটা করে ফেসবুক খুলবেন এবং নোটপ্যাডে ইমেইল এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন।
N——————————————————————————-S
**কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন।**
প্রথমে উপরের লিংকে ক্লিক করুন। তারপর নিচের দিকে এসে রেজিস্টার বাটনে ক্লিক করুন।
তারপরে আপনার নাম ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করে নিচের স্ক্রীনশটএর দেখানো অপশনে ক্লিক করুন।
স্কিনশট দেখানো অপশন ক্লিক করে যেকোন একটা সিলেক্ট করেন।
তারপর নিচের যেকোন একটা লিখে তার নিচের ঘরে নিচে দেখবেন একটা ফটো আসবে সেখানে কিছু লেখা থাকবে ওইটা ওই খালি ঘরে লিখুন লিখে নিচে রেজিস্টার দেখানো অপশন এ ক্লিক করুন।
তারপরেই একসেপ্ট এ ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো থ্রি ডট মেনু তে ক্লিক করুন।
দেখবেন আপনার মেইলটি দেখাবে ও ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে।
এবার আপনার মেইন ফেসবুক অ্যাপসে গিয়ে ক্রিয়েট নিউ একাউন্ট এ ক্লিক করুন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।
তারপর আপনার কাঙ্খিত বয়সটা দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন।
আপনি পুরুষ না মহিলা ওইটা সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনসট দেখানো অপশনে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইলে যে কয়টা জিমেইল এড করা আছে সেগুলো দেখাবে ওগুলোতে কিছু না করে নিচে স্ক্রিনশট দেখানো অপশন এ ক্লিক করুন।
তারপর আপনার কাঙ্খিত ইমেইলটি দেন যেটা খুলছেন। ওইটা দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।
তারপরে যেকোনো একটি পাসওয়ার্ড সেট করে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।
তারপর সাইন আপ বাটনে ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনশট দেখানো বাটনে ক্লিক করুন।
তারপরে দেখবে না এরকম একটা পেজ আসবে। আপনি যে জিমেইল খুলছেন ওই সাইটে ঢুকুন।
দেখবেন ইনবক্সে একটি মেসেজ এসেছে ওটাতে ক্লিক করুন।
কিছু দেখবেন একটি কোড এসেছে ওই কোডটি কপি করুন।
তারপর মিনিমাইজ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে তুলে ওই কোডটি পেস্ট করে নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন।
দেখুন আপনার ফেসবুক একাউন্টে খোলা কমপ্লিট হয়ে গেছে।
তারপর নিউ একাউন্ট খোলার জন্য আপনার ওই ওয়েবসাইটে ঢুকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর একই নিয়মে নতুন ইমেইল খুলে নতুন ফেসবুক খুলুন এবং সব ফেসবুক গুলো নোটপ্যাড এ সেভ করে রাখুন।
একটা কথা ফেসবুক একাউন্ট খোলার পরে কমপক্ষে পাঁচটা থেকে ছয়টার ফ্রেন্ড বানিয়ে রাখবেন প্রতি আইডিতে তাহলে আইডি নষ্ট হওয়ার ভয় থাকবে না…
……আমার পরবর্তী পোস্ট বাংলাদেশ থেকে কিভাবে 100% ভেরিফাইড পেপাল একাউন্ট খুলবেন……
N——————————————————————————-S
বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন
যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]
Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]
MX Player Background Change + Snow Animation
Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।
কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।
N——————————————————————————-S
বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।
যোগাযোগঃ
Facebook– https://facebook.com/nsasns
Messenger– https://m.me/nsasns
Imo———– https://call.imo.im/nsasns
Email——– nitu.sabur@gmail.com