Site icon Trickbd.com

ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section

আপনারা অনেকেরই অনেক বড় বড় ফেসবুক পেজের About অপশনে দেখে থাকবেন ছবি দিয়ে থাকতে । কিন্তু আপনারা এখন যদি এই এবাউট অপশনে ছবি এড করতে যান অনেকেই দিশেহারা হয়ে যাবেন বা অনেকে অলরেডি কিভাবে ফেসবুক পেজের About অপশনে ছবি দিতে হয় তা হয়তো খুঁজে বেড়াচ্ছেন  ।

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের এবাউট অপশনে ছবি দিবেন

আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সেম ওয়ে তে করতে পারবেন ।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করিঃ ( যারা আমার মতো আইলসা, পড়তে কষ্ট হয় তাদের জন্য নিচে ভিডিও এড করা হলো)

 

প্রথমেই চলে যান আপনার ক্রোম ব্রাউজারে এবং থ্রি ডটে ক্লিক করুন ।

 

তারপর, ঐখান থেকে ডেস্কটপ মোড অন করে নিন ।

তারপর চলে যান Facebook.com এ এবং নিচে দেখানো মেনু অপশনে ক্লিক করুন

 

তারপর, আপনারা Pages নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করুন এবং আপনার পেজ সিলেক্ট করুন

আপনার পেজ থেকে Switch Now নামক একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করে ফেসবুকের ক্লাসিক ভার্সনে চলে যান ।

তারপর, আপনার পেজের বামপাশের About অপশন থেকে Our Story নামক একটা অপশন পাবেন

তারপর Our Story তে ক্লিক করলে আপনি এধরনের ইন্টারফেস দেখতে পারবেন।
এখান থেকে আপনার ছবি, তারপর টাইটেল এবং কিছু লিখে পাবলিশ করুন ।

বিঃ দ্রঃ আপনি একবার স্টোরি দিলে আর চেঞ্জ করতে পারবেন না । তাই ধীরে-সুস্থে, ভেবে – চিন্তে দিন ।

 

তারপর জাস্ট পাবলিশ করে দিন এবং আপনার কাজ কমপ্লিট ।

 

এখন ফেসবুক এপ থেকে দেখুন কেমন লাগে ?

 

 

যাদের বুঝতে অসুবিধা হচ্ছে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!