কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন
প্রথমেই প্লেস্টোর থেকে Creator Studio এপটা ডাউনলোড করে নিন । এটা ফেসবুকের অফিশিয়াল এপ যেটা অনেকটা ইউটিউবের Youtube Studio এর মতো ।
ডাউনলোডের পর এপটা ওপেন করুন আর আপনার ফেসবুক আইডি দিয়ে কন্টিনিউ করেন
তারপর আপনার যেকোন একটা পেজ সিলেক্ট করুন
তারপর ডানপাশে উপরে মার্ক করা অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন
তারপর, গ্যালারি থেকে যে ভিডিও আপলোড করতে চান ঐটা সিলেক্ট করলেই নিচে থাম্বনেইল এড করার অপশন পাবেন ।
তো এভাবেই আপনারাও আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেইল দিতে পারবেন ।
কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ
কোন সমস্যা হলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ফেসবুকে স্ক্রিনশট মেসেজ দিতে পারেন ।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!
★★Shutterstock থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!