আজকাল ফেসবুক যে আমাদের কত প্রয়োজনীয় তা বলে বুঝানো সম্ভন নয়। আমরা ফেসবুকে শুধুমাত্র চ্যাটিংই নয় আরো অন্যান্য কাজ করে থাকি যেমন বিভিন্ন গ্রুপ বা পেজ চালানো সহ অনেক সময় আমাদের পণ্য কিনতেও ফেসবুক প্রয়োজন হয়।
ইদানিং ফেসবুকে অনেক গ্রুপ দেখা যায় যেখানে ফেসবুক পেজ সহ ফেসবুক আইডি, ফ্রি ফায়ার আইডি, পাবজি আইডি আরো অনেক কিছু বেচাকিনা হয়ে থাকে। কিন্তু এসব লেনদেনে আপনি নিরাপদ তো?
আমি এক সময় ভাবতাম এসব গ্রুপ আমার কখনো কাজে আসবে না এদের মাধ্যমে আমি কখনো কিছু বেচা কিনা করব না। কিন্তু আমারো এসব গ্রুপ কাজে লাগে আর আমি আমার ৫০ হাজার ফলোয়ারের ফেসবুক পেজটি বিক্রির জন্য একটা গ্রুপে পোস্ট করি। সাথে সাথে কয়েকটা মেসেজ পাই এবং একটা মেয়ে আমাকে মেসেজ করে বলে আইডিটি সে নিবে।
অনেক্ষন ধরে দামাদামির পড়ে সে বলে এডমিন ডিল করবে গ্রুপে ঢুকে একটু চেক করলাম মেম্বার ১৫০k + সাথে এডমিনের পোস্টে অনেক কমেন্ট যে ভাই আপনি অনেক ভাল ট্রাস্টেড সহ নানা ধরনের কমেন্ট।
তারপর রাজি হই এডমিন ডিল করতে। মেয়েটি টাকা সেন্ড করে এডমিনের নাম্বারে। সেই স্ক্রিনশট আমাকে দিলে আমি আমার পেজ মেয়েটিকে দিয়ে দেয়ার পড়ে আমাকে গ্রুপ থেকে রিমুভ দিয়ে ব্লক করে দিল দুজনেই। মানে তাদের গ্রুপে এরকম একটা টিম নিয়ে রিতিমত মানুষকে ঠকাচ্ছে। এদের থেকে নিরাপদে থাকুন।
যারা পোস্টটি পরেছেন সবাই এই গ্রুপে রিপোর্ট মারবেন আসা করি গ্রুপ লিংক – প্রতারকের গ্রুপ লিংক
গ্রুপের চোর এডমিনের ফেসবুক আইডি – এডমিনের আইডি লিংক
এডমিনের সাথে যোগ দেয়া মেয়েটির আইডি – মেয়েটির আইডি লিংক
আসা করি ট্রিকবিডির মেম্বারদের ফুল সাপোর্ট পাবো সবাই রিপোর্ট দিলে এদের মত চোরদের শিক্ষা হবে। সবাই প্লিজ রিপোর্ট করে দিবেন। আমি যেমন প্রতারণার শিকার হয়েছি এমন আরো অনেকে হয়েছে আর হবে তাই সবাই সাবধান। এসব গ্রুপ থেকে।