আজকাল ফেসবুক যে আমাদের কত প্রয়োজনীয় তা বলে বুঝানো সম্ভন নয়। আমরা ফেসবুকে শুধুমাত্র চ্যাটিংই নয় আরো অন্যান্য কাজ করে থাকি যেমন বিভিন্ন গ্রুপ বা পেজ চালানো সহ অনেক সময় আমাদের পণ্য কিনতেও ফেসবুক প্রয়োজন হয়।

ইদানিং ফেসবুকে অনেক গ্রুপ দেখা যায় যেখানে ফেসবুক পেজ সহ ফেসবুক আইডি, ফ্রি ফায়ার আইডি, পাবজি আইডি আরো অনেক কিছু বেচাকিনা হয়ে থাকে। কিন্তু এসব লেনদেনে আপনি নিরাপদ তো?

আমি এক সময় ভাবতাম এসব গ্রুপ আমার কখনো কাজে আসবে না এদের মাধ্যমে আমি কখনো কিছু বেচা কিনা করব না। কিন্তু আমারো এসব গ্রুপ কাজে লাগে আর আমি আমার ৫০ হাজার ফলোয়ারের ফেসবুক পেজটি বিক্রির জন্য একটা গ্রুপে পোস্ট করি। সাথে সাথে কয়েকটা মেসেজ পাই এবং একটা মেয়ে আমাকে মেসেজ করে বলে আইডিটি সে নিবে।

অনেক্ষন ধরে দামাদামির পড়ে সে বলে এডমিন ডিল করবে গ্রুপে ঢুকে একটু চেক করলাম মেম্বার ১৫০k + সাথে এডমিনের পোস্টে অনেক কমেন্ট যে ভাই আপনি অনেক ভাল ট্রাস্টেড সহ নানা ধরনের কমেন্ট।

তারপর রাজি হই এডমিন ডিল করতে। মেয়েটি টাকা সেন্ড করে এডমিনের নাম্বারে। সেই স্ক্রিনশট আমাকে দিলে আমি আমার পেজ মেয়েটিকে দিয়ে দেয়ার পড়ে আমাকে গ্রুপ থেকে রিমুভ দিয়ে ব্লক করে দিল দুজনেই। মানে তাদের গ্রুপে এরকম একটা টিম নিয়ে রিতিমত মানুষকে ঠকাচ্ছে। এদের থেকে নিরাপদে থাকুন।

যারা পোস্টটি পরেছেন সবাই এই গ্রুপে রিপোর্ট মারবেন আসা করি গ্রুপ লিংক – প্রতারকের গ্রুপ লিংক 

গ্রুপের চোর এডমিনের ফেসবুক আইডি – এডমিনের আইডি লিংক  

এডমিনের সাথে যোগ দেয়া মেয়েটির আইডি – মেয়েটির আইডি লিংক  

আসা করি ট্রিকবিডির মেম্বারদের ফুল সাপোর্ট পাবো সবাই রিপোর্ট দিলে এদের মত চোরদের শিক্ষা হবে। সবাই প্লিজ রিপোর্ট করে দিবেন। আমি যেমন প্রতারণার শিকার হয়েছি এমন আরো অনেকে হয়েছে আর হবে তাই সবাই সাবধান। এসব গ্রুপ থেকে।

12 thoughts on "প্রতারণা থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান যাদের ফেসবুক একাউন্ট আছে সবাই দেখবেন"

  1. Rahim Contributor says:
    তাদের গ্রুপের লিংক,, আইডি লিংক সব চেঞ্জ করে ফেলছে । তাই আপনার দেওয়া লিংক এখন কাজ করছে না।

    ভবিষ্যতে এসব চোরদের কাছে থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন,,, আর হঠাৎ করে একজনের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে কোনো লেনদেন করবেন না।

    1. KingRishad Contributor says:
      এইটা কমন সেন্স। আমরা বাঙালিরা এমন কেন?
  2. Ultimate Arzu Contributor says:
    vai, ami to already oi group a add asi. ota tahole fake group ?
    1. Mohin Author Post Creator says:
      Ji
  3. Munir Hossain Munna Contributor says:
    bujhi na ajkal sobai amn batpari kore kno?
  4. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
    এইটা তো জানা কথা বেশিরভাগ এরাই ফেক আইডি দিয়ে রিভিউ মেরে গ্রুপকে ট্রাস্টেড করে তুলে ধরে।
    1. KingRishad Contributor says:
      Fake review পুরাই স্বাভাবিক জিনিস।
  5. Hridoy Contributor says:
    Ata Fack group
  6. Dx Contributor says:
    M.E David bangladesh er sobceye trusted admin?
  7. KingRishad Contributor says:
    ভাই আপনাদের আগেই বুঝা উচিত ছিল যে ID বেচাকেনা is scamming. তাই আমি ID বেচাকেনা করি না।

Leave a Reply