Site icon Trickbd.com

ফেসবুকের নতুন অপশন – আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।

Unnamed

আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।
চলুন দেখে নেই কিভাবে করবো।
প্রথমে আমরা ফেসবুক মেনু তে যাই

তারপর settings & privacy তে ক্লিক করি

আবার settings এ ক্লিক করি

এখন reactions preferences খুঁজে বের করে সেটাই ক্লিক করি।

আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলের রিয়েক্ট হাইড করতে পারবেন আবার চাইলে অন্যের গুলো নিজের থেকে হাইড রাখতে পারেন।

প্রথম অপশনটি অন করলে অন্যের পোস্টের রিয়েক্ট এর পরিমাণ আপনার কাছে হাইড হয়ে যাবে।
আর দ্বিতীয় অপশন টি চালু করলে নিজের পোস্টের রিয়েক্টের পরিমান অন্যের কাছে হাইড হয়ে যাবে।

আমরা যেহেতু নিজের টা হাইড করবো তাই নিচের টা চালু করবো

এই দেখুন রিয়েক্ট শো করছে না।

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel