আসসালামু আলাইকুম
বন্ধুরা ফেসবুক পেজ আমরা প্রায় সবাই ব্যবহার করি ।
নিজের ব্যবসার জন্য, পেজ দিয়ে বিজনেসের
জন্য মোটকথা প্রত্যেকেরই একটি না একটি ফেসবুক পেজ থাকে।
অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজে একাধিক এডমিন বা মডারেটর প্রয়োজন পড়ে।
তখন আমরা অনেকেই আমাদের পেইজে এডমিন বা মডারেটর নিয়োগ দিতে ব্যর্থ হই।
বিশেষ করে প্রোফাইলটাইপ ফেসবুক পেজে এডমিন দ্য মডারেটর নিয়োগ দেওয়া অনেক কষ্টকর হয়ে থাকে।
কারণ ফেইসবুক এখন অনেক সতর্ক। যার কারণে যেরকম ভাবে হ্যাকাররাও খুব অসুবিধে আছে তেমনি গ্রাহকরাও অনেক অসুবিধায় আছে। আগেই বলেছি আমাদের প্রত্যেকেরই কমপক্ষে একটি করে ফেসবুক পেজ থাকবেই।
সুতরাং আজকের পোস্টটি মোটামুটি সবার জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই বলবে এই ট্রিকটা জানি।
হুম ভাই আপনি জানতেই পারেন তবে এটা মনে রাখবেন সবাই কিন্তু এই বিষয়টা জানে না।
আর তাছাড়া ফেসবুক পেজ নিয়ে ফেসবুকের অনেক আপডেট এসেছে।
সুতরাং যাদের ভাল্লাগে শুধু তারাই এই ট্রিকটি ফলো করুন।
তো প্রথমেই আমরা প্রোফাইল টাইপ ফেসবুক পে জ এ কিভাবে এডমিন বা মডারেটর নিয়োগ দেয় স্কিনশটসহ তা দেখাবো
যেহেতু এটি প্রোফাইল টাইপ পেজ অর্থাৎ তা নিচের স্ক্রিনশট এর মত দেখবেন।
যাকে আপনি এডমিন রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন তার ফেসবুক আইডি লগ ইন করুন। তারপর নোটিফিকেশন অপশন চেক করুন। দেখুন নিচের স্ক্রিনশট এর মত একটি নোটিফিকেশন চলে গেছে। নোটিফিকেশনের উপর ক্লিক করুন।
× এ ক্লিক করুন
এখন বলবো সাধারণ কিংবা নতুন পেইজে কিভাবে এডমিন বা মডারেটর নিয়োগ দিবেন
সাধারণ পেজের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যাকে পেইজের এডমিন বা মডারেটর বানাতে চান সে অবশ্যই আপনার ফেসবুক বন্ধু হতে হবে।
তো সে যদি আপনার ফেসবুক বন্ধু না হয়ে থাকে প্রথমে আপনি তার বন্ধু হয়ে যান।
প্রথমে আপনার পেইজে যান more অপশনে ক্লিক করুন।
সার্চ ফলাফলের না আসলে। নিচের স্ক্রিনশটের মত আপনার বন্ধুদের নাম লিস্ট আকারে থাকবে সেখান থেকে আপনার মডারেটর বানানোর নামটি খুজে নিন।
তার নামের নিচে পৃষ্ঠার ভূমিকা বেছে নিন এ ক্লিক করুন
আপনি যাকে এডমিন অথবা মডারেটর রিকোয়েস্ট পাঠিয়েছেন তার ফেসবুক আইডির লগইন করুন। এবং নোটিফিকেশন চেক করুন। দেখুন নিচের স্ক্রিনশট এর মত একটি নোটিফিকেশন গেছে। নোটিফিকেশনের উপরে ক্লিক করুন।
ব্যাস কেল্লাফতে।
শিখে গেলেন তো? কিভাবে ফেসবুক পেইজে এডমিন যোগ করতে হয়।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
কোথাও না বুঝলে কমেন্ট করবেন
ধন্যবাদ