আসসালামু আলাইকুম
বন্ধুরা ফেসবুক পেজ আমরা প্রায় সবাই ব্যবহার করি ।
নিজের ব্যবসার জন্য, পেজ দিয়ে বিজনেসের
জন্য মোটকথা প্রত্যেকেরই একটি না একটি ফেসবুক পেজ থাকে।
অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজে একাধিক এডমিন বা মডারেটর প্রয়োজন পড়ে।
তখন আমরা অনেকেই আমাদের পেইজে এডমিন বা মডারেটর নিয়োগ দিতে ব্যর্থ হই।
বিশেষ করে প্রোফাইলটাইপ ফেসবুক পেজে এডমিন দ্য মডারেটর নিয়োগ দেওয়া অনেক কষ্টকর হয়ে থাকে।
কারণ ফেইসবুক এখন অনেক সতর্ক। যার কারণে যেরকম ভাবে হ্যাকাররাও খুব অসুবিধে আছে তেমনি গ্রাহকরাও অনেক অসুবিধায় আছে। আগেই বলেছি আমাদের প্রত্যেকেরই কমপক্ষে একটি করে ফেসবুক পেজ থাকবেই।
সুতরাং আজকের পোস্টটি মোটামুটি সবার জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই বলবে এই ট্রিকটা জানি।
হুম ভাই আপনি জানতেই পারেন তবে এটা মনে রাখবেন সবাই কিন্তু এই বিষয়টা জানে না।
আর তাছাড়া ফেসবুক পেজ নিয়ে ফেসবুকের অনেক আপডেট এসেছে।
সুতরাং যাদের ভাল্লাগে শুধু তারাই এই ট্রিকটি ফলো করুন।
তো প্রথমেই আমরা প্রোফাইল টাইপ ফেসবুক পে জ এ কিভাবে এডমিন বা মডারেটর নিয়োগ দেয় স্কিনশটসহ তা দেখাবো

যেহেতু এটি প্রোফাইল টাইপ পেজ অর্থাৎ তা নিচের স্ক্রিনশট এর মত দেখবেন।

প্রথমে পেজে যান। ডান কোনের লাল দাগের উপর ক্লিক করুন স্কেল করে নিচে যান। সেটিংয়ে ক্লিকপেজ সেটিং এ ক্লিকপেজ এক্সেস করুন এ ক্লিকনতুন যোগ করুন এ ক্লিকসবুজ রেখা রয়েছে স্ক্রিনশট দেখুন সবুজ রেখার উপরে ক্লিক করুন
স্ক্রিনশট দেখুন এখানে একটি সার্চব্লক দেখতে পাবেন আপনি যাকে এডমিন কিংবা মডারেটর বানাতে চান হুবহু তার নাম লিখে সার্চ দিন। সে যদি আপনার ফেসবুক বন্ধু নাও হয় সার্চ বক্সে তাও সে আসবে। যেটা সাধারণ পেজের বেলায় হয় না। সার্চ করার পর দেখুন তার আইডির সামনে চলে এসেছে তার আইডির উপর ক্লিক করুন আপনি তাকে কিসের কিসের অধিকার দিতে চান সেটাই সেটাই ঠিক দিন এবং এক্সেস দিন এ ক্লিক করুন ফেসবুক নিরাপত্তার জন্য আপনার প্রোফাইল আইডি পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ।

যাকে আপনি এডমিন রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন তার ফেসবুক আইডি লগ ইন করুন। তারপর নোটিফিকেশন অপশন চেক করুন। দেখুন নিচের স্ক্রিনশট এর মত একটি নোটিফিকেশন চলে গেছে। নোটিফিকেশনের উপর ক্লিক করুন।
স্ক্রিনশটের মত অনুরোধ পর্যালোচনা করুন এ ক্লিক করুন তাকে আপনি কি কি সুবিধা দিয়েছিলেন ফেসবুক আপনাকে তা দেখাচ্ছে পরবর্তী এ ক্লিক করুন স্বীকার এ ক্লিক করুন কাজ মোটামুটি শেষ‌।

× এ ক্লিক করুন নিচের স্ক্রিনশট এর মত আসবে। ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু এখন প্রোফাইলে পাল্টান এ ক্লিক করুন।
এবার পেইজে ক্লিক করুন নিচের স্ক্রিনশট এর মত।
নিজের স্ক্রিনশট এর মত আসলে ঠিক আছে এ ক্লিক করবেন না সরাসরি কেটে দিবেন সবকিছু পরিষ্কার করে নতুন করে ফেসবুকে ঢুকবেন। কারণ সেখানে ক্লিক করার পর আমার ফেসবুক আবার আপডেট দেয়া লাগছে। তো দশ মিনিট পর পেইজ অপশনে গিয়ে সেই ফেসবুক পেজে ঢুকলে ঠিক হয়ে যাবে তো এই ছিল ফেসবুক প্রোফাইল টাইফয়ে পেজের এডমিনরা মডারেটর নিয়োগ করার নিয়ম।

এখন বলবো সাধারণ কিংবা নতুন পেইজে কিভাবে এডমিন বা মডারেটর নিয়োগ দিবেন

সাধারণ পেজের ক্ষেত্রে মনে রাখবেন আপনি যাকে পেইজের এডমিন বা মডারেটর বানাতে চান সে অবশ্যই আপনার ফেসবুক বন্ধু হতে হবে।
তো সে যদি আপনার ফেসবুক বন্ধু না হয়ে থাকে প্রথমে আপনি তার বন্ধু হয়ে যান।

প্রথমে আপনার পেইজে যান more অপশনে ক্লিক করুন।
setting এ ক্লিক করুন page roles এ ক্লিক করুন add person to page এ ক্লিক করুন । আপনি চাইলে admin edit এই যে কাউকে তাকে এডমিন থেকে সরাতে পারেন আপনি যাকে এডমিন বা মডারেটর বানাতে চান তার নাম হুবহু লিখে উপরের সার্চ বক্সে। সার্চ দিন।
সার্চ ফলাফলের না আসলে। নিচের স্ক্রিনশটের মত আপনার বন্ধুদের নাম লিস্ট আকারে থাকবে সেখান থেকে আপনার মডারেটর বানানোর নামটি খুজে নিন।
তার নামের নিচে পৃষ্ঠার ভূমিকা বেছে নিন এ ক্লিক করুন তাকে কি তাকে কি বানাবেন বেছে নিন এবং যোগ করুন এ ক্লিক করুন।

এখন তার কাছে একটি নোটিফিকেশন চলে গেছে। নিচের স্ক্রিনশট দেখুন আপনি চাইলে হঠাৎ এ ক্লিক করে তাকে আমন্ত্রণ বাতিল করতে পারেন।

আপনি যাকে এডমিন অথবা মডারেটর রিকোয়েস্ট পাঠিয়েছেন তার ফেসবুক আইডির লগইন করুন। এবং নোটিফিকেশন চেক করুন। দেখুন নিচের স্ক্রিনশট এর মত একটি নোটিফিকেশন গেছে। নোটিফিকেশনের উপরে ক্লিক করুন।

স্বীকার করুন এই ক্লিক করুন।

ব্যাস কেল্লাফতে।
শিখে গেলেন তো? কিভাবে ফেসবুক পেইজে এডমিন যোগ করতে হয়।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
কোথাও না বুঝলে কমেন্ট করবেন
ধন্যবাদ

12 thoughts on "যেভাবে আপনার ফেসবুক পেজে admin /মডারেটর যোগ করবেন।"

  1. HadisUddin Contributor says:
    Bai amar post publish hoyna keno
    1. TrickBD Support Moderator says:
      ভালো টপিকে নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করুন।
    2. Md Mahabub Khan Author Post Creator says:
      3 ta mansommoto post kora teinar request divan.
    3. HadisUddin Contributor says:
      Trainer request dichi but, approve hocche na,
    4. Md Mahabub Khan Author Post Creator says:
      Author দের পোষ্ট গুলো ভালো ভাবে দেখুন। আর দেখুন তাদের পোষ্ট আর আপনার পোষ্ট এর মধ্যে পার্থক্য কি?
      সবমিলিয়ে তাদের মত করে পোষ্ট লিখুন স্কিনশট যোগ, গুরুত্ব বুঝাতে লেখা বোল্ড করা, টেক্সট কালার করা, সবচেয়ে গুরুত্বপুন সময় উপযোগি/শিক্ষামুলক পোষ্ট করা।

      এভাবে পোষ্ট করলে অথোর হতে পারবেন 99%

    5. HadisUddin Contributor says:
      Tnx…
    1. Md Mahabub Khan Author Post Creator says:
      Why
  2. Nayeem24 Author says:
    Apnar fb id link ta den

Leave a Reply