Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » Unlimited Telegram / Whatsapp iD তৈরী করার জন্য আনলিমিটেড Device নিন। (Whatsapp 1 Hour Problem ও Fresh নাম্বারে Telegram App এ কোড যাওয়ার সমাধান।)

Unlimited Telegram / Whatsapp iD তৈরী করার জন্য আনলিমিটেড Device নিন। (Whatsapp 1 Hour Problem ও Fresh নাম্বারে Telegram App এ কোড যাওয়ার সমাধান।)

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?

আজকের এই পোস্ট একটু আলাদা লেভেলের হতে যাচ্ছে। কারণ এই টপিকগুলোর অনেক চাহিদা। অনেকেরই এই পোস্টটা হুদাই মনে হতে পারে যাদের এই বিষয়ে একদমই ধারণা নাই।

যাই হোক কাজের কথায় আসি।

আজকে আপনাদের এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেটা থেকে রিয়েল অ্যাপ ক্লোন করতে পারবেন। সাথে একেক টা ক্লোনে একেক ডিভাইস সিলেক্ট করতে পারবেন।

Unlimited Telegram / Whatsapp iD তৈরী করার জন্য আনলিমিটেড Device নিন।

Official অ্যাপ : Clone App Pro

Mod App : Clone App Pro Mod

এই অ্যাপ এর মাধ্যমেই কিন্তু আপনারা মালটিপল ডিভাইস পাবেন।

প্রথমে ইনস্টল করুন। ইন্সটলে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি install anyway ক্লিক করে Install দিবেন।

তো আমাদের ইনস্টলের কাজ শেষ। এখন আপনাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি আমার ডিভাইস কি আর আমি একটি টেলিগ্রাম একাউন্ট খুলেছি সেটায় কি দেখায়।

এই হলো আমার ফোন:

আর এখানে দেখুন কি ডিভাইস দেখাচ্ছে।

এইযে দেখুন একটি একাউন্ট খুলেছি এই ডিভাইসে

আরেকটা খুলেছি এই ডিভাইসে।

আচ্ছা কিভাবে করা যায় সেটা দেখাই।

প্রথনে আপনারা অ্যাপ টি ওপেন করবেন।

পরে নিচে একটা + বাটন দেখতে পাবেন সেটায় ক্লিক করলে আপনারা আপনাদের ফোনের সকল অ্যাপ দেখতে পাবেন

সেখান থেকে আপনাদের কাঙ্খিত অ্যাপ সিলেক্ট করে privacy তে ক্লিক করুন।

এরপর এখান থেকে সব কয়টা অপশন অন করে দিন।

এরপর আপনারা ডিভাইস চেইঞ্জ করতে Setting এ ক্লিক করুন।

এখানে আপনারা বিভিন্ন ডিভাইস দেখতে পাবেন। অ্যাপল আইফোনও আছে কিন্তু কামের না 😁

যাই হোক পরে আপনারা র‍্যান্ডম একটি ডিভাইস সিলেক্ট করে টার্ন অনে ক্লিক করে দিন।

আপনারা চাইলে কিন্তু লোকেশনও চেইঞ্জ করতে পারেন।

এরপর আপনারা ব্যাক এ এসে internal install এ ক্লিক করুন।

চাইলে external install ও করতে পারবেন।

internal মানে হলো ক্লোন অ্যাপ টা অ্যাপ এর ভেতরে থাকবে আর External হলো ক্লোন অ্যাপ টা ফোনের অন্যান্য সকল অ্যাপ এর সাথে বাহিরে থাকবে।

এখন আপনাদের এই ক্লোন অ্যাপ টির ডিভাইস চেইঞ্জ হয়ে গেছে।

Fresh নাম্বারে Telegram App এ কোড যাওয়ার সমাধান।

আমি অনেকদিন যাবৎ বিভিন্ন কান্ট্রির টেলিগ্রাম খোলার অভিজ্ঞতা থেকে বলছি ফ্রেশ নাম্বারে কোড পাঠালেও টেলিগ্রাম অ্যাপ এ কোড যায় এটা দুইটি কারণে হতে পারে।

১। হয়ত আপনার ডিভাইস ডিটেক্ট করতেছে। তাই উপরের এই অ্যাপ টি ব্যবহার করে সেটা এড়িয়ে যেতে পারেন।

২| আইপিঃ ধরুন আপনি United Kingdom এর একাউন্ট খুলতেছেন। এখন আপনার আইপি হচ্ছে বাংলাদেশ ও টাইম ও বাংলাদেশের। সেক্ষেত্রে অনেক সময় এই প্রবলেম হয়ে থাকে। তাই আপনি প্রথমত একটি ভালো ভিপিএনে uk এর আইপি ধরবেন। সাথে সাথে আপনার ফোনের টাইম ও Uk এর দিবেন। এরপর উপরের অ্যাপ দ্বারা ক্লোন করে ডিভাইস চেইঞ্জ করে কাজ করবেন।

আর এভাবে করলে নাম্বার ব্যান ও খুব কম যায়:

Whatsapp 1 Hour Problem

১/ আপনাদের ফোনের সিম খুলে ফেলতে হবে।

২/ আপনারা যেই দেশের আইডি খুলবেন সেই দেশের টাইমজোন দিন ও রেজিওন বা কান্ট্রি তেও সেটা সিলেক্ট করুন। যেমন ধরুন আমি উজবেকিস্তানের নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলবো।

৩/ আপনাদের আইপি বা ভালো ভিপিএন ধরতে হবে। নাম্বার যেই দেশের সেই দেশেরই।

৪/ আগে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে সেটা আনস্টল করে ভিপিএন বা আইপি ধরা অবস্থায় ডাউনলোড করুন।

৫/ একাধিক ক্লোন করার জন্য উপরের অ্যাপ ব্যবহার করতে পারেন।

বিঃদ্রঃ অনেক ভার্চুয়াল নাম্বার আছে যেগুলা Voip নাম্বার সেগুলোতে Whatsapp এর কোড যাবে না। হয়ত নাম্বার ইনভ্যালিড দেখাবে নয়ত 1 Hour Problem দেখাবে।

নিত্য নতুন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

বাংলাদেশসহ যেকোনো দেশের Telegram একাউন্ট সেল করতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Telegram: Team X Hridoymini

1 month ago (Feb 16, 2025)

About Author (187)

Hridoy Mini
Expert author

শিখার কোন শেষ নেই, আর জানারও কোন বয়স নেই। তাই যা জানার আছে চুপ চাপ জেনে যান। Telegram: Earn With Hridoymini

Trickbd Official Telegram

10 responses to “Unlimited Telegram / Whatsapp iD তৈরী করার জন্য আনলিমিটেড Device নিন। (Whatsapp 1 Hour Problem ও Fresh নাম্বারে Telegram App এ কোড যাওয়ার সমাধান।)”

  1. cawen82950 Subscriber says:

    Device paoya to sohoj. Number kivabe pabo?!

  2. Tech Lover Author says:

    Kon app theke number paoa zay..?

  3. Phoenix Contributor says:

    Vai permanent whatsapp number kothai pabo ba kon website thaka naya jaba 100%
    5sim or smsbower thaka number nila 1 hours problem dakai

  4. N.A.Khan Contributor says:

    নাম্বার কোথায় পাব?

  5. Phoenix Contributor says:

    Vai Apnar Daya tips use kora 5sim thaka number nila 1 Hour Problem hocca kothai thaka number naya jai

  6. Hasa Nur Contributor says:

    tg bot link den

  7. Limon Sarkar Contributor says:

    Vai Apne app cloner mod suggest korben naki just app cloner suggest korben?
    R apner telegram ki apner mod version naki premium version Vai?

  8. Rakib Hasan Contributor says:

    Number kinbo kivabe vai?

  9. Shafique Ferdause Contributor says:

    অনেক অনেক দিন পর একটা কাজের পোস্ট পাইলাম

Leave a Reply

Switch To Desktop Version