Site icon Trickbd.com

ফেসবুকে লক করা প্রোফাইল পিকচার দেখুন কোনো প্রকার অ্যাপ ছাড়াই,, [ New method ]

আসসালামু আলাইকুম,, সকলেই ভালো আছেন আশা করছি, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টেকনিক। ফেসবুকে লক করা প্রোফাইল পিকচার দেখুন কোনো প্রকার অ্যাপ ছাড়াই । আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে লক করা ফেসবুক প্রোফাইল পিকচার দেখবেন, কোন প্রকার অ্যাপ লাগবেনা।
(যারা জানেন তারা পোস্টটি ইগনোর করুন,)

তোহ চলুন কাজে নেমে পড়ি,প্রথমে ফেসবুক ওপেন করে একটা লক করা প্রোফাইলে যান।

এবার প্রোফাইলের থ্রি-ডট মেনুতে গিয়ে প্রোফাইলের লিংকটি কপি করে নিন।

এখন হবে মূল কাজ, যেকোনো একটা ইন্টারনেট ব্রাউজার নিন। সেখানে প্রোফাইল লিংকটি বসিয়ে https://www. এইটুকু লেখা কেটে দিন। এবার পুরো লিখাটির আগে mbasic. যুক্ত করে এন্টার দেন। ( Example: mbasic.facebook.com/profile.php?id=100005567614404&mibextid=ZbWKwL)

প্রোফাইলটি আসার পর প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করে ধরে রাখুন। তারপর preview তে ক্লিক করে বড় ছোট করে দেখুন।

পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Exit mobile version