Site icon Trickbd.com

[Gamers Special]বেস্ট Android ক্রিকেট গেইম সমূহ এবং WCC 2 হ্যাক,ক্রাক,মোড সহ সবকিছু!

wcc 2

মুখবন্ধ:

ট্রিকবিডিতে ক্রিকেট গেইম নিয়ে পোষ্ট করার ইচ্ছে আমার ছিলোনা।
কিন্তু WCC 2 নিয়ে বারবার ছোট ছোট পোষ্টগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি।
তাই আমি অন্যগুলোর মত এক পোষ্টেই WCC 2 অধ্যায় শেষ করতে চাই।
আসলে স্বার্থপর ট্রেইনারদের যন্ত্রণায় ট্রিকবিডিতে আর ভিজিট করতে ইচ্ছে করেনা।
তার উপর আবার প্রতিনিয়ত নতুন নতুন ট্রেইনার!
অনেকেই জানেনা তারা নিজেরা কি পোষ্ট করছে।
একই পোষ্ট বারবার,স্ক্রিনশট ছাড়া পোষ্ট,সিমের অফারের পোষ্ট,ভূয়া অনলাইন আর্নিং……….আরো যে কত কি!
যাক সেসব কথা।
এসব দেখা এডমিনদের দায়িত্ব।
এবার মূলবিষয়ে আসি।
আমার পোষ্ট বরাবরই একটু বড় আকারের হয়।
যাদের ভালো লাগেনা,তাদের জন্য আলাদাভাবে প্যারা আকারে ভাগ করে দেয়া হয়।
তবে আমি পুরোটাই পড়তে সাজেশন দিবো।
আলোচনা থেকেও অনেককিছুই শিখতে পারবেন।

Main Topic:

আপনাকে যদি বলা হয়,
আপনি এযাবৎ যতগুলো এন্ড্রয়েড ক্রিকেট গেইম খেলেছেন তার মধ্যে সবদিক দিয়ে সবচেয়ে ভালো গেইম কোনটা?
আপনি কোনটির নাম বলবেন?

ICC Pro Cricket ****?
Sachin Saga Championship?
Rabindra Jadeja: Official Cricket Game?
Cricket Captain****?
Real Cricket****?
Cricket Carrier****?
WCC?
নাকি WCC 2?

আমার মনে হয় আপনি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন,
WCC 2 ই হলো উল্লেখিত সব Best ক্রিকেট গেইমের মাঝে সেরা!
প্রশ্ন আসতে পারে,কেনো?
এ কারণেই চলুন।
Android ডিভাইসের জন্য তৈরি কিছু সেরা ও জনপ্রিয় গেইম নিয়ে হালকা একটু আলোচনা করি।

ICC Pro Cricket:

 

একসময় এই গেইমটি খেলার খুব ইচ্ছে ছিলো আমার।
কিন্তু ডাউনলোড করেও খেলতে পারতাম না।
ফোনে র‍্যাম ও ক্লক স্পিড কম ছিলো বলে।
কিন্তু যখন SM-T210 (Tab 3) টা নিলাম।
ভাবলাম দেখি একবার ট্রাই করে।
তো অনেক কষ্টে বর্ষায় বৃষ্টিতে ভিজে 3G নেটওয়ার্ক এর জন্য মোবাইল পলিথিনে মুড়িয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে কলাগাছের নিচে দাঁড়িয়ে ডাউনলোড করলাম।
সাথে অবশ্য Real FootBall 2012 টা ও ডাউনলোড করেছিলাম।
কিন্তু যেভাবেই হোক,ডাউনলোড তো করলাম।
এবার প্লে করতে গিয়ে আরেক ঝামেলা।
প্রায় আধাঘণ্টার মত তাদের টিউটোরিয়ালগুলোর মত করে খেলতে হলো।
(যদিও অবশ্য এখন আর টিউটোরিয়াল সেরকম খেলতে হয়না।)
মূল গেইমে যাবো,দেখি চার্জ শেষ!
গ্রামের বাড়িতে আবার রাতের জেনারেটর ছাড়া চার্জে দেয়ার কোনো ব্যবস্থা নেই।
অগত্যা কি আর করি,রাতে চার্জে দিয়েই মিশন শুরু করলাম।
সেই যে খেলি আর খেলি।
জেনারেটর অফ করে দেয়ার পর দেখি………………ফোনে চার্জ হয়েছে খুবই কম।
সুতরাং বুঝতেই তো পারছেন,কিরকম চার্জখোর গেইম!
পরে সপ্তাহখানেক খেলে ডিলিট করে দিয়েছিলাম।
চার্জ তো খায় ই খায়,আমার প্রসেসরের ও বারোটা বাজিয়ে দিয়েছিলো।
ট্যাব গরম হয়ে হাতে ফোস্কা পড়ার অবস্থা হতো।
সুতরাং,
অন্ততপক্ষে 2 GB Ram আর Quad Core প্রসেসর না হলে আপনি এই গেইমের নাম ভুলেও নিবেন না।
আর চার্জের কথা তো বলার অপেক্ষা রাখেনা!

Sachin Saga Championship:

 

এটি একদম নতুন একটি গেইম।
সম্প্রতি মার্কেটে রিলিজ হয়েছে।
আমি প্রি-রিলিজড ভার্সন খেলেছিলাম।
গ্রাফিক্স মোটামুটি।
বলতে গেলে ভালোই।
কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে।
যেমন: ফ্রি রুলে খেলা যায়না।
গেইমে যেরকম দেয়া থাকবে সেরকমই খেলতে হবে।
নিজের ইচ্ছেমত দল নিয়ে খেলা যায়না।
ল্যাগ ICC Pro Cricket এর তুলনায় অনেকটাই কম।
চার্জ ও তুলনামূলকভাবে কম খরচ হয়।
কিন্তু ফ্রি রুলে খেলা না গেলে গেইমের মজা কিসের?
আমার কিন্তু ভালো লাগেনি।
সবার রুচি তো আর এক না।
আপনাদের ভালো লাগলেও লাগতে পারে।
১ জিবি র‍্যামক্লক স্পিড মোটামুটি হলেই খেলা যাবে এই গেইম।
ডাউনলোড করে দেখতে পারেন।

Rabindra Jadeja: Official Cricket Game:

Sachin Sagar‘র মত এটাও নতুন গেইম।
তবে Sachin Saga এর তুলনায় এটি অনেকাংশেই ভালো।
গ্রাফিএক্স এভারেজ লেভেলের।
কিছুটা WCC 2 এর মত।
ফ্রি রুলে খেলা যাবে।
ইচ্ছেমত টিম নিয়ে।
আবার গেইম খেলে র‍্যাংক বাড়ানোর সিস্টেম ও রয়েছে।
সুতরাং,Sachin Sagar চেয়ে এটাকেই আমি বেটার বলবো।
গেইম প্লে করার জন্য Sachin Sagar‘র মত Requirements হলেই চলবে।

Cricket Captain:

 

এই গেইম নিয়ে মাতামাতির শেষ নেই অনলাইনে।
Android এর Don Bradman Cricket বলা হয় এটাকে।
কিন্তু……………….
আসলেই কি তাই?
আমার তো মনে হয়না।
আমার লাইফে এরকম বাজে গেইম আর খেলিনি।
গেইমে স্ট্যাটিস্টিক প্রচুর আছে।
কিন্তু বাজে কন্ট্রোল,নিম্নমানের গেইমপ্লে আর হাবিজাবি সিস্টেমের জন্য এই গেইমের রেটিং আমি ও দিতে রাজি নই।
আসল কথা হলো,এটি আবার পেইড গেইম!
টাকা দিয়ে এরকম গেইম খেলার কোনো মানে হয়?
(যদিও বিভিন্ন সোর্স থেকে ইললিগ্যালি ডাউনলোড করা যায়।)
সমস্যা আছে আরো অনেক।
সব মোবাইলে চলেনা।
ওদের সাজেস্ট করা Requirements পূরণ করলেও গেইম চলেনা।
তাহলে কেনো অহেতুক এই গেইমের পেছনে সময় নষ্ট করবো………..??

Real Cricket:

যারা টেকনিক্যাল ক্রিকেট পছন্দ করেন,তাদের জন্য এরচেয়ে ভালো ক্রিকেট গেইম হতে পারেনা।
দৃষ্টিনন্দন সব শট খেলা যাবে এই গেইমে।
তবে গেইমের গ্রাফিক্স যারা পছন্দ করেন,তাদের জন্য এই গেইম একদমই না।
ন্যাচারাল গ্রাফিক্স নেই এই গেইমে।
অনেকটা Sticky গ্রাফিক্স।
ক্রিয়েটিভিটি পছন্দ হলে এই গেইম এর বিকল্প নেই।
ইচ্ছেমত টিম নিয়ে খেলা যাবে।
বিভিন্ন ঘরোয়া লিগ ও আছে।
একদম অরিজিনাল ও আপডেটেড প্লেয়ার নিয়েই।
টেস্ট,ওয়ানডে,টোয়েন্টির জন্য রয়েছে আলাদা সিস্টেম।
মিডিয়াম কনফিগারেশনের এড্রয়েড ডিভাইস হলেই স্মুথলি চলবে।

Cricket Carrier:

মোটামুটি মানের একটি ক্রিকেট গেইম এটি।
Indian-দের প্রশংসা করতেই হয়।
ওরা খুব ভালো ও ক্রিয়েটিভ কিছু গেইম উপহার দেয় মাঝেমাঝে।
এই গেইমেও তার ব্যতিক্রম হয়নি।
এই গেইমের নাম দেখেই বুঝা যায় ক্যারিয়ার ভিত্তিক গেইম এটি।
অর্থাৎ,এই গেইমে প্লেয়ার ক্রিয়েট করে খেলা যায়।
একটা প্লেয়ার তৈরি করবেন এবং সেই প্লেয়ার হিসবেই নিজে খেলবেন।
মজার না?
আর হ্যাঁ,এরকম কোনো এন্ড্রয়েড ক্রিকেট গেইম আগে তৈরি হয়নি।
নরমাল কনফিগারেশনের ডিভাইস দিয়েই এই গেইম স্মুথলি খেলা যাবে।

WCC:

 

এই গেইমই WCC 2 এর প্রথম ভার্সন।
এই গেইম সাড়া পাওয়ায় WCC 2 এর কাজ শুরু করেছিলো NextWave.
যেহেতু প্রথম ভার্সন,সেহেতু WCC 2 এরমত গ্রাফিক্স,গেইমপ্লে,কন্ট্রোল ইত্যাদি আশা করা বৃথা।
তবে এই গেইমে এমন অনেককিছু আছে যা WCC 2 তে নেই।
WCC তে ম্যাজিক প্যাক কেনা যায়।
যা দিয়ে শট পাওয়ার,রেঞ্জ,রান স্পিড ইত্যাদি বাড়ানো যায়।
Lucky Patcher দিয়ে এই গেইম হ্যাক করতে পারবেন।
ভুলে গিয়েছিলাম,
এই গেইমের আবার দুটো ভার্সন আছে।
পেইড ও ফ্রি।
ডাউনলোড করলে পেইড ভার্সনটাই ডাউনলোড করবেন।
লো-মিডিয়াম রেঞ্জ এর এড্রয়েড ডিভাইসের জন্য বেস্ট ক্রিকেট গেইম।

WCC 2:

এই গেইম সম্পর্কে আলাদাভাবে বলার কিছুই নেই।
নিঃসন্দেহে এটাই এন্ড্রয়েডের জন্য বেস্ট ক্রিকেট গেইম।

তবে কিছু প্রবলেম ও অবশ্যই আছে।
ভালো খারাপ মিলেই তো কোনোকিছু হয়।

WCC 2 এর কিছু প্রবলেম হলো,

এছাড়া ও ছোটবড় আরো অনেক প্রবলেম রয়েছে।

তবে সে যাই হোক,গেইম কিন্তু জোশ!
মিডিয়াম কনফিগারেশনের এন্ড্রয়েড দিয়েই খেলা যাবে WCC 2.
১ জিবি র‍্যামডুয়াল কোর প্রসেসর হলেই মিডিয়াম গ্রাফিক্স কোয়ালিটিতে খেলা যাবে ভালোভাবে।
তবে প্রসেসর ভালো ও ক্লক স্পিড বেশি হলে ৫০০ এমবি র‍্যামেও স্মুথলি চলে।

Average Cricket Games:

প্রতিনিয়ত প্রচুর নতুন নতুন গেইম রিলিজ হচ্ছে।
এসবের ভিড়ে কোনটা রেখে কোনটা খেলা যায়,তা নিয়ে কনফিউশন এ ভুগতে হয়।
তাই আমার এই রিভিউ।
কিছুদিন পরে নতুন গেইম বের হলে এই রিভিউ পুরনো হয়ে যাবে।
তখন আবার নতুন করে নতুন কিছু নিয়ে লিখতে হবে।
যাইহোক,
এবার কিছু এভারেজ ক্রিকেট গেইম সম্পর্কে বলবো।

যেগুলো প্রায় সব ডিভাইসে খেলা যাবে এবং নতুন গেমারদের জন্য খুব মজার হবে।
  1. Power Cricket T20 Cup 2018
  2. World Cricket Battle
  3. Cricket T20 Fever 3D
  4. Big Bash Cricket
  5. Epic Cricket
  6. Cricket WorldCup Fever
  7. Beach Cricket
  8. Cricket Unlimited 2016
  9. IPL Cricket Fever 2013
  10. Super Cricket 2

এই গেইমগুলোর সবগুলো প্রায় একইরকম।
গ্রাফিক্স ভালো।
কন্ট্রোল ভালো।
ইচ্ছেমত টিম নিয়ে খেলা যাবে।
শুধু Super Cricket 2 টা একটু কার্টুন টাইপের।
বাচ্চাদের গেইমের মত লাগবে।
অন্যগুলো এন্ড্রয়েডের জন্য হাই লেভেলের বলা চলে।
প্রচলিত প্রায় সব এন্ড্রয়েড ডিভাইসেই চলবে।

যাইহোক,
মেইন টপিকে আসি এবার।
আজকের টপিক পোষ্টের শুরুতেই উল্লেখ করেছি।
WCC 2 সম্পর্কে সবকিছুই (হ্যাক,মোড,ক্র‍্যাক,ট্রিকস) থাকবে এই পোষ্টে।
তো চলুন এবার……..>

মূলপর্ব:

বুঝতে পারছিনা কি দিয়ে শুরু করবো।
তবে শুরু তো করতেই হবে।
দেখি কি লিখা আউটপুট হয় কি-বোর্ড থেকে……..>

মোড প্রসেস:

WCC 2 ডাউনলোড করার পর যখন সবকিছু লকড পেয়ে খেলে মজা পাননা তখন আপনি প্রথমেই চাইবেন সবকিছু আনলক করা ভার্সন ডাউনলোড করতে।
WCC 2 খেলেছেন অথচ Mod খুঁজেননি এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবেনা হয়তো।
আমি নিজেই মোড ডাউনলোড করেছি।
কিন্তু এতে প্রচুর ডাটা ও সময় খরচ হয়।
কিন্তু যে কেউ চাইলে খুব সহজেই WCC 2 মোড করতে পারবেন।

এর জন্য যা যা লাগবে:

এই ফাইলে যা যা আছে:

Let’s Work:

Player Skills Development:

(এই ফোল্ডার রিপ্লেস করার ফলে প্লেয়ারদের স্কিল বাড়বে।ফলে টিম পাওয়ারফুল হবে।ফলে চার-ছক্কা ও উইকেট নেয়া হয়ে যাবে হাতের মোয়া!)

Hack Everything:

প্লেয়ার তো শক্তিশালী হলো।
কিন্তু ওভার,স্টেডিয়াম,ট্রপি কিছুই তো আনলক করা নেই?
ইচ্ছেমত খেলা যাচ্ছেনা।
কি করা যায়?
তো চলুন এবার শুরু করি এডভান্স লেভেলের কাজ।
প্রথমেই তো উপরে দেয়া লিংক থেকে সব ফাইল ডাউনলোড করেছেন এবং Unzip/Extract করেছেন।

এবার আপনি চাইলে দুই পদ্ধতিতে কাজ করতে পারবেন।

  1. সহজ পদ্ধতি।
  2. মোটামুটি সহজ পদ্ধতি।

Easy Method:

ধাপে ধাপে কাজ করুন।
কোনো ভুল যাতে না হয়।
মনে রাখবেন,রুট/এডভান্স লেভেলের কাজ।
একদম নতুন হলে ফোনের বারোটা বাজালেও বাজাতে পারেন।
এর জন্য আমি/ট্রিকবিডি দায়ী নই।
নতুন হলে Root Category দেখুন।
RiadRox বা Yeasin ভাইয়ের মত লেখকদের পোষ্টগুলো পড়লে হয়তো ভালোই আইডিয়া পাবেন।
মনে রাখবেন,Root ছাড়া Android ইউজ করা আর হাতের কাছে সুস্বাদু খাবার পেয়েও না খাওয়া একই রকম।
বাইরের অবস্থা দেখতে পারবেন।
কিন্তু আসল স্বাদ পাবেন না কখনো।
যাইহোক,ধাপগুলো ফলো করুন।

পেয়ে গেলেন তো সবকিছু আনলকড?
তবে প্রবলেম হলো,

তবে পরে যদি সব আনলকড করে খেলতে ইচ্ছে হয় তখন আবার উপরের পদ্ধতিতে কাজ করতে হবে।
ফাইলটি সযত্নে রাখবেন।অনলাইনে অন্য কোথাও পাবেন না,যদি না অন্য কেউ আমার পরে আপলোড করে দেয়।)

এই কাজগুলো করলে আপনি আমার পুরো প্রোফাইলটি পাবেন।
আমার খেলা সব রেকর্ড সহ।
মনে হয়না খারাপ লাগবে।

Mid-Easy Method:

এই সিস্টেম কিন্তু সবার জন্য না।
উপরের সিস্টেমে যারা সন্তুষ্ট,তারা এই দিকে নজর দিবেন না।
এই সিস্টেম ক্রিয়েটিভ লোকদের জন্য।
যারা নিজের রেকর্ড নিজেই গড়তে চায় কিন্তু আবার সবকিছু আনলকড ও চায়।
তো চলুন,ধাপেধাপে কাজ চলুক।

যেমন:

  1. Stadium আনলক করতে চাইলে
    <string name=”ud_stadium”>**********************</string>
    এই লাইন খুঁজে বের করতে হবে।
  2. এভাবে Over হলে
    <string name=”ud_Over”>**********************</string>
  3. এবং Tournament হলে
    <string name=”ud_tournament”>**********************</string>

খুঁজে বের করতে হবে।

দেখতে যেরকম হবে:

<string name=”ud_stadium”>1%7C1%7C1%7C1%7C1%7C1</string>

এই কোডগুলো ব্যবহারের সুবিধে হলো,

অনেক হলো Illegal পদ্ধতিতে হ্যাকিং।
এবার আসি Legal ভাবে হ্যাক করা সিস্টেমে।

Legally Hacking:

এটা হলো ভদ্র চোরের কাজ।
স্যুট টাই পরে চুরি করবেন।
কিন্তু কেউ বুঝতেই পারবেনা যে আপনি চুরি করেছেন।
মজা না?

মজা তেতো পরে বুঝা যাবে।
আগে সুবিধা-অসুবিধা নিয়ে হালকা আলাপ-আলোচনা করে নিই।

সুবিধা:

অসুবিধা:

How to Do?
আচ্ছা!
সব তো বুঝলাম।
এখন করবো কিভাবে?
করবেন কিভাবে সেটা বড় কথা নয়।

বড় কথা হলো,কিভাবে এই কাজ হবে?
এক্ষেত্রে আমাদের টার্গেট হবে Daily Bonus সিস্টেমটি।
WCC 2 তে প্রতিদিন একটি নির্দিষ্ট এমাউন্ট বোনাস দেয়া হয়।
যেমন: প্রথমে 500 Coin এরপর 1000 Coin……………..এভাবে কয়েকধাপে দেয়।
ধাপ শেষ হলে আবার 500 কয়েন থেকে শুরু করে।
সাধারণত একদিনে একবারই এই বোনাস কয়েন পাওয়া যায়।
কিন্তু যদি সোনার ডিম পাড়া হাঁসের মত সব একসাথে বের করে নিই?
তাহলে কেমন হবে?
ভয় নেই।গল্পে হাঁস মরেছে।এখানে মরবেনা।বরং আরো বেশি করেই কয়েন দিবে।
সে যাইহোক,সব কয়েন একসাথে পেতে হলে কি করা প্রয়োজন?
মাথায় কি আসছে?
নিশ্চয় সামনের দিনগুলো ও একইসময়ে আনতে হবে।
এর জন্য সবচেয়ে সহজ কাজ হলো Date Change.
তারিখ পরিবর্তন করে একই দিনে বারবার কয়েন পাওয়া সম্ভব।
তবে আফসোসের বিষয় হলো এই যে,ওয়ান ক্লিকে তারিখ পরিবর্তন করার কোনো এপ খুঁজে পাইনি আমি।
কেউ পেয়ে থাকলে কমেন্ট এ লিংক দিয়ে হেল্প করবেন।
যাক গে……
সাধারণত সকলের মাথায় আসবে,একবার গেইমে ঢুকে ফ্রি কয়েন নিয়ে বের হয়ে যাবো।
তারপর তারিখ পরিবর্তন করে আবার ঢুকে আবার নিবো।
এভাবেই চলবে।
কিন্তু যদি এরচেয়ে সহজে নেয়া যায়?
কিভাবে?

দেখুন তাহলে……..>

এই কাজের ফলে বারবার শুরু থেকে গেইমে ঢুকে সময় অপচয় করার দরকার হবেনা।
কষ্ট ও কম হবে।
আর সবাই যেহেতু হ্যাক করতে পারবে,সেহেতু Root করার ঝামেলায় যেতে হবেনা।
ফলে কেউই আর মজা থেকে বঞ্চিত হবেনা।
উপরে দেয়া স্ক্রিনশটগুলো আমার ট্যাবের।
মাল্টিট্যাস্ক ইউজ করে সহজেই কয়েন হ্যাক করি।
১০ মিনিটেই লক্ষাধিক নেয়া যায়।
ফলে কয়েন এর অভাব কখনো অনুভূত হয়না।

এবার কিছু ট্রিক্স এর কথা বলি।
হ্যাক করেও ভালো খেলতে পারবেন না অনেকসময়।
তাই কিছু চুরির কৌশল জানা থাকা আবশ্যক।

Some Tricks to make WCC 2 Easy:

 

বলো কেনো এমন হয়?
এরকম হওয়ার কারণ হলো,খেলার সময় ডাটা প্রথমে ক্যাশ ফাইলে যায়।
তারপর সেইভ হয়।
ফলে এই প্রসেস এর জন্য মাঝখানে কয়েক সেকেন্ড এর একটা Gap থাকে।
এই গ্যাপটাকে কাজে লাগিয়েই এই কৌশলে বাটপারি করা যায়।
মন্দের ভালো আর কি।

 

 

এরকম আরো কত যে ট্রিক্স বের করেছি।
সব মনে পড়ছেনা।
খেলার সময় মনে পড়ে সব।

আমার এতোবড় লেখা পড়লেন আর আমার প্রোফাইল দেখবেন না,তা কি করে হয়?
আমার কিছু রেকর্ড তো দেখে যান।

6 Wicket in an Over:

6 Six of an Over:

Highest Total in T-10:

 

Highest Total in T-20:

Highest ODI Total:

 

Highest Test Total (Just Example):

Lifetime Statistics (Online):

 

বিঃদ্রঃ

এক বাক্য ও কপি নেই।
সবই নিজের মস্তিষ্কপ্রসূত আইডিয়া।
অন্যকারো আইডিয়া (Without Inject) কপি করার প্রশ্নই আসেনা।
ছোটছোট দুয়েক লাইনের পোষ্ট না লিখে একই টপিক রিলেটেড সবকিছু এক পোষ্টেই লিখলে বুঝতে,জানতে,দেখতে সবদিক দিয়েই সুবিধে হয়।
কপি পেস্ট পরিহার করুন সবাই।
নিজের সৃজনীশক্তিকে কাজে লাগান।
বাংলাই হোক আমাদের প্রযুক্তির ভাষা।
কপি না করে সবাই এই পোষ্ট শেয়ার করুন।
সবাইকে জানানোর জন্যই আমার এই লিখা।
আর শেয়ার করলেই সবাই জানতে পারবে।
শেয়ার করলে কেউ ছোট হয়না।
কপি পেস্ট না করে শেয়ার করলেই বরং বড় মনের মানুষ হয়।
লেখকের প্রাপ্য সম্মান দেয়া হয়।

PassWord:

Emrus

Gang:

BD DemoN

পরিশেষঃ

কোনো প্রকার সমস্যা হলে আমাকে ফেইসবুকে নক করতে পারেন।
এই বিষয়ে আমার চেয়ে ভালো এবং এক্সপার্ট অনেক ট্রেইনার ট্রিকবিডিতে আছেন।
উনাদের কাছেও হেল্প চাইতে পারেন।
আপনারা চাইলে আমিও হেল্প করতে চেষ্টা করবো…….।
বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
আমি হয়তো শীঘ্রই আবার ইউটিউবে ফিরে আসছি।
আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

“ধন্যবাদ”