মুখবন্ধ:

ট্রিকবিডিতে ক্রিকেট গেইম নিয়ে পোষ্ট করার ইচ্ছে আমার ছিলোনা।
কিন্তু WCC 2 নিয়ে বারবার ছোট ছোট পোষ্টগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি।
তাই আমি অন্যগুলোর মত এক পোষ্টেই WCC 2 অধ্যায় শেষ করতে চাই।
আসলে স্বার্থপর ট্রেইনারদের যন্ত্রণায় ট্রিকবিডিতে আর ভিজিট করতে ইচ্ছে করেনা।
তার উপর আবার প্রতিনিয়ত নতুন নতুন ট্রেইনার!
অনেকেই জানেনা তারা নিজেরা কি পোষ্ট করছে।
একই পোষ্ট বারবার,স্ক্রিনশট ছাড়া পোষ্ট,সিমের অফারের পোষ্ট,ভূয়া অনলাইন আর্নিং……….আরো যে কত কি!
যাক সেসব কথা।
এসব দেখা এডমিনদের দায়িত্ব।
এবার মূলবিষয়ে আসি।
আমার পোষ্ট বরাবরই একটু বড় আকারের হয়।
যাদের ভালো লাগেনা,তাদের জন্য আলাদাভাবে প্যারা আকারে ভাগ করে দেয়া হয়।
তবে আমি পুরোটাই পড়তে সাজেশন দিবো।
আলোচনা থেকেও অনেককিছুই শিখতে পারবেন।

Main Topic:

আপনাকে যদি বলা হয়,
আপনি এযাবৎ যতগুলো এন্ড্রয়েড ক্রিকেট গেইম খেলেছেন তার মধ্যে সবদিক দিয়ে সবচেয়ে ভালো গেইম কোনটা?
আপনি কোনটির নাম বলবেন?

ICC Pro Cricket ****?
Sachin Saga Championship?
Rabindra Jadeja: Official Cricket Game?
Cricket Captain****?
Real Cricket****?
Cricket Carrier****?
WCC?
নাকি WCC 2?

আমার মনে হয় আপনি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন,
WCC 2 ই হলো উল্লেখিত সব Best ক্রিকেট গেইমের মাঝে সেরা!
প্রশ্ন আসতে পারে,কেনো?
এ কারণেই চলুন।
Android ডিভাইসের জন্য তৈরি কিছু সেরা ও জনপ্রিয় গেইম নিয়ে হালকা একটু আলোচনা করি।

ICC Pro Cricket:

 

ICC Pro Cricket এর ছবি ফলাফল

একসময় এই গেইমটি খেলার খুব ইচ্ছে ছিলো আমার।
কিন্তু ডাউনলোড করেও খেলতে পারতাম না।
ফোনে র‍্যাম ও ক্লক স্পিড কম ছিলো বলে।
কিন্তু যখন SM-T210 (Tab 3) টা নিলাম।
ভাবলাম দেখি একবার ট্রাই করে।
তো অনেক কষ্টে বর্ষায় বৃষ্টিতে ভিজে 3G নেটওয়ার্ক এর জন্য মোবাইল পলিথিনে মুড়িয়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে কলাগাছের নিচে দাঁড়িয়ে ডাউনলোড করলাম।
সাথে অবশ্য Real FootBall 2012 টা ও ডাউনলোড করেছিলাম।
কিন্তু যেভাবেই হোক,ডাউনলোড তো করলাম।
এবার প্লে করতে গিয়ে আরেক ঝামেলা।
প্রায় আধাঘণ্টার মত তাদের টিউটোরিয়ালগুলোর মত করে খেলতে হলো।
(যদিও অবশ্য এখন আর টিউটোরিয়াল সেরকম খেলতে হয়না।)
মূল গেইমে যাবো,দেখি চার্জ শেষ!
গ্রামের বাড়িতে আবার রাতের জেনারেটর ছাড়া চার্জে দেয়ার কোনো ব্যবস্থা নেই।
অগত্যা কি আর করি,রাতে চার্জে দিয়েই মিশন শুরু করলাম।
সেই যে খেলি আর খেলি।
জেনারেটর অফ করে দেয়ার পর দেখি………………ফোনে চার্জ হয়েছে খুবই কম।
সুতরাং বুঝতেই তো পারছেন,কিরকম চার্জখোর গেইম!
পরে সপ্তাহখানেক খেলে ডিলিট করে দিয়েছিলাম।
চার্জ তো খায় ই খায়,আমার প্রসেসরের ও বারোটা বাজিয়ে দিয়েছিলো।
ট্যাব গরম হয়ে হাতে ফোস্কা পড়ার অবস্থা হতো।
সুতরাং,
অন্ততপক্ষে 2 GB Ram আর Quad Core প্রসেসর না হলে আপনি এই গেইমের নাম ভুলেও নিবেন না।
আর চার্জের কথা তো বলার অপেক্ষা রাখেনা!

Sachin Saga Championship:

 

Sachin Saga Championship এর ছবি ফলাফল

এটি একদম নতুন একটি গেইম।
সম্প্রতি মার্কেটে রিলিজ হয়েছে।
আমি প্রি-রিলিজড ভার্সন খেলেছিলাম।
গ্রাফিক্স মোটামুটি।
বলতে গেলে ভালোই।
কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে।
যেমন: ফ্রি রুলে খেলা যায়না।
গেইমে যেরকম দেয়া থাকবে সেরকমই খেলতে হবে।
নিজের ইচ্ছেমত দল নিয়ে খেলা যায়না।
ল্যাগ ICC Pro Cricket এর তুলনায় অনেকটাই কম।
চার্জ ও তুলনামূলকভাবে কম খরচ হয়।
কিন্তু ফ্রি রুলে খেলা না গেলে গেইমের মজা কিসের?
আমার কিন্তু ভালো লাগেনি।
সবার রুচি তো আর এক না।
আপনাদের ভালো লাগলেও লাগতে পারে।
১ জিবি র‍্যামক্লক স্পিড মোটামুটি হলেই খেলা যাবে এই গেইম।
ডাউনলোড করে দেখতে পারেন।

Rabindra Jadeja: Official Cricket Game:

Rabindra Jadeja: Official Cricket game এর ছবি ফলাফল

Sachin Sagar‘র মত এটাও নতুন গেইম।
তবে Sachin Saga এর তুলনায় এটি অনেকাংশেই ভালো।
গ্রাফিএক্স এভারেজ লেভেলের।
কিছুটা WCC 2 এর মত।
ফ্রি রুলে খেলা যাবে।
ইচ্ছেমত টিম নিয়ে।
আবার গেইম খেলে র‍্যাংক বাড়ানোর সিস্টেম ও রয়েছে।
সুতরাং,Sachin Sagar চেয়ে এটাকেই আমি বেটার বলবো।
গেইম প্লে করার জন্য Sachin Sagar‘র মত Requirements হলেই চলবে।

Cricket Captain:

Cricket Captain game এর ছবি ফলাফল

 

এই গেইম নিয়ে মাতামাতির শেষ নেই অনলাইনে।
Android এর Don Bradman Cricket বলা হয় এটাকে।
কিন্তু……………….
আসলেই কি তাই?
আমার তো মনে হয়না।
আমার লাইফে এরকম বাজে গেইম আর খেলিনি।
গেইমে স্ট্যাটিস্টিক প্রচুর আছে।
কিন্তু বাজে কন্ট্রোল,নিম্নমানের গেইমপ্লে আর হাবিজাবি সিস্টেমের জন্য এই গেইমের রেটিং আমি ও দিতে রাজি নই।
আসল কথা হলো,এটি আবার পেইড গেইম!
টাকা দিয়ে এরকম গেইম খেলার কোনো মানে হয়?
(যদিও বিভিন্ন সোর্স থেকে ইললিগ্যালি ডাউনলোড করা যায়।)
সমস্যা আছে আরো অনেক।
সব মোবাইলে চলেনা।
ওদের সাজেস্ট করা Requirements পূরণ করলেও গেইম চলেনা।
তাহলে কেনো অহেতুক এই গেইমের পেছনে সময় নষ্ট করবো………..??

Real Cricket:

Real Cricket game এর ছবি ফলাফল

যারা টেকনিক্যাল ক্রিকেট পছন্দ করেন,তাদের জন্য এরচেয়ে ভালো ক্রিকেট গেইম হতে পারেনা।
দৃষ্টিনন্দন সব শট খেলা যাবে এই গেইমে।
তবে গেইমের গ্রাফিক্স যারা পছন্দ করেন,তাদের জন্য এই গেইম একদমই না।
ন্যাচারাল গ্রাফিক্স নেই এই গেইমে।
অনেকটা Sticky গ্রাফিক্স।
ক্রিয়েটিভিটি পছন্দ হলে এই গেইম এর বিকল্প নেই।
ইচ্ছেমত টিম নিয়ে খেলা যাবে।
বিভিন্ন ঘরোয়া লিগ ও আছে।
একদম অরিজিনাল ও আপডেটেড প্লেয়ার নিয়েই।
টেস্ট,ওয়ানডে,টোয়েন্টির জন্য রয়েছে আলাদা সিস্টেম।
মিডিয়াম কনফিগারেশনের এড্রয়েড ডিভাইস হলেই স্মুথলি চলবে।

Cricket Carrier:

সম্পর্কিত ছবি

মোটামুটি মানের একটি ক্রিকেট গেইম এটি।
Indian-দের প্রশংসা করতেই হয়।
ওরা খুব ভালো ও ক্রিয়েটিভ কিছু গেইম উপহার দেয় মাঝেমাঝে।
এই গেইমেও তার ব্যতিক্রম হয়নি।
এই গেইমের নাম দেখেই বুঝা যায় ক্যারিয়ার ভিত্তিক গেইম এটি।
অর্থাৎ,এই গেইমে প্লেয়ার ক্রিয়েট করে খেলা যায়।
একটা প্লেয়ার তৈরি করবেন এবং সেই প্লেয়ার হিসবেই নিজে খেলবেন।
মজার না?
আর হ্যাঁ,এরকম কোনো এন্ড্রয়েড ক্রিকেট গেইম আগে তৈরি হয়নি।
নরমাল কনফিগারেশনের ডিভাইস দিয়েই এই গেইম স্মুথলি খেলা যাবে।

WCC:

ICC Pro Cricket game এর ছবি ফলাফল

 

এই গেইমই WCC 2 এর প্রথম ভার্সন।
এই গেইম সাড়া পাওয়ায় WCC 2 এর কাজ শুরু করেছিলো NextWave.
যেহেতু প্রথম ভার্সন,সেহেতু WCC 2 এরমত গ্রাফিক্স,গেইমপ্লে,কন্ট্রোল ইত্যাদি আশা করা বৃথা।
তবে এই গেইমে এমন অনেককিছু আছে যা WCC 2 তে নেই।
WCC তে ম্যাজিক প্যাক কেনা যায়।
যা দিয়ে শট পাওয়ার,রেঞ্জ,রান স্পিড ইত্যাদি বাড়ানো যায়।
Lucky Patcher দিয়ে এই গেইম হ্যাক করতে পারবেন।
ভুলে গিয়েছিলাম,
এই গেইমের আবার দুটো ভার্সন আছে।
পেইড ও ফ্রি।
ডাউনলোড করলে পেইড ভার্সনটাই ডাউনলোড করবেন।
লো-মিডিয়াম রেঞ্জ এর এড্রয়েড ডিভাইসের জন্য বেস্ট ক্রিকেট গেইম।

WCC 2:

World cricket championship 2

এই গেইম সম্পর্কে আলাদাভাবে বলার কিছুই নেই।
নিঃসন্দেহে এটাই এন্ড্রয়েডের জন্য বেস্ট ক্রিকেট গেইম।

  • নজরকাড়া 3D গ্রাফিক্স
  • সহজ কন্ট্রোল
  • শ্রুতিমধুর ইংলিশ হিন্দি ডুয়াল কমেন্টারি
  • অর্ধশতাধিক Batting শট স্টাইল
  • সুইং ও স্লোয়ার সহ ১৫০+ গতির পেস বোলিং
  • বাউন্স টার্ন সহ কয়েকধরণের স্পিন বোলিং
  • রিভিউ সিস্টেম
  • ৩০ গজ বৃত্তের ভেতর থেকে ডাইরেক্ট উইকেট হিট
  • বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কন্ডিশনে (পিচ) খেলার সুযোগ
  • রাত্রিকালীন ম্যাচে LED স্ট্যাম্প সহ কি নেই এই গেইমে?

তবে কিছু প্রবলেম ও অবশ্যই আছে।
ভালো খারাপ মিলেই তো কোনোকিছু হয়।

WCC 2 এর কিছু প্রবলেম হলো,

  • বলের গতি যত বেশিই হোক না কেনো,বল দেখে মনে হয়না যে এই গতিতে যাচ্ছে।
  • অনেকসময় ৩০ গজ বৃত্তের ভেতর থেকে উইকেট ভাঙতে চেষ্টা করলে এই সময়ে নেয়া রান যোগ হয়না।
  • গেইমে কয়েন খুব দেয়।
  • সবকিছু আনলক করতে হয় কয়েন দিয়ে।
  • স্টেডিয়াম,ওভার,ট্রপি প্যাকগুলোর দাম খুব বেশি।
  • কয়েন জোগাড় করে কিনতে গেলে কয়েকবছর লাগবে।
এছাড়া ও ছোটবড় আরো অনেক প্রবলেম রয়েছে।

তবে সে যাই হোক,গেইম কিন্তু জোশ!
মিডিয়াম কনফিগারেশনের এন্ড্রয়েড দিয়েই খেলা যাবে WCC 2.
১ জিবি র‍্যামডুয়াল কোর প্রসেসর হলেই মিডিয়াম গ্রাফিক্স কোয়ালিটিতে খেলা যাবে ভালোভাবে।
তবে প্রসেসর ভালো ও ক্লক স্পিড বেশি হলে ৫০০ এমবি র‍্যামেও স্মুথলি চলে।

Average Cricket Games:

প্রতিনিয়ত প্রচুর নতুন নতুন গেইম রিলিজ হচ্ছে।
এসবের ভিড়ে কোনটা রেখে কোনটা খেলা যায়,তা নিয়ে কনফিউশন এ ভুগতে হয়।
তাই আমার এই রিভিউ।
কিছুদিন পরে নতুন গেইম বের হলে এই রিভিউ পুরনো হয়ে যাবে।
তখন আবার নতুন করে নতুন কিছু নিয়ে লিখতে হবে।
যাইহোক,
এবার কিছু এভারেজ ক্রিকেট গেইম সম্পর্কে বলবো।
যেগুলো প্রায় সব ডিভাইসে খেলা যাবে এবং নতুন গেমারদের জন্য খুব মজার হবে।

  1. Power Cricket T20 Cup 2018
  2. World Cricket Battle
  3. Cricket T20 Fever 3D
  4. Big Bash Cricket
  5. Epic Cricket
  6. Cricket WorldCup Fever
  7. Beach Cricket
  8. Cricket Unlimited 2016
  9. IPL Cricket Fever 2013
  10. Super Cricket 2

এই গেইমগুলোর সবগুলো প্রায় একইরকম।
গ্রাফিক্স ভালো।
কন্ট্রোল ভালো।
ইচ্ছেমত টিম নিয়ে খেলা যাবে।
শুধু Super Cricket 2 টা একটু কার্টুন টাইপের।
বাচ্চাদের গেইমের মত লাগবে।
অন্যগুলো এন্ড্রয়েডের জন্য হাই লেভেলের বলা চলে।
প্রচলিত প্রায় সব এন্ড্রয়েড ডিভাইসেই চলবে।

যাইহোক,
মেইন টপিকে আসি এবার।
আজকের টপিক পোষ্টের শুরুতেই উল্লেখ করেছি।
WCC 2 সম্পর্কে সবকিছুই (হ্যাক,মোড,ক্র‍্যাক,ট্রিকস) থাকবে এই পোষ্টে।
তো চলুন এবার……..>

মূলপর্ব:

বুঝতে পারছিনা কি দিয়ে শুরু করবো।
তবে শুরু তো করতেই হবে।
দেখি কি লিখা আউটপুট হয় কি-বোর্ড থেকে……..>

মোড প্রসেস:

WCC 2 ডাউনলোড করার পর যখন সবকিছু লকড পেয়ে খেলে মজা পাননা তখন আপনি প্রথমেই চাইবেন সবকিছু আনলক করা ভার্সন ডাউনলোড করতে।
WCC 2 খেলেছেন অথচ Mod খুঁজেননি এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবেনা হয়তো।
আমি নিজেই মোড ডাউনলোড করেছি।
কিন্তু এতে প্রচুর ডাটা ও সময় খরচ হয়।
কিন্তু যে কেউ চাইলে খুব সহজেই WCC 2 মোড করতে পারবেন।

এর জন্য যা যা লাগবে:

  • WCC 2 সাপোর্টেড Rooted ডিভাইস।
  • Original WCC 2 গেইম।
  • রুট/এডভান্স লেভেলে কাজের জন্য একটা ভালো ফাইল ম্যানেজার।
  • X-Plore/ES File Explorer ইউজ করতে এই কাজের জন্য।
  • সবচেয়ে জরুরি যে ফাইলটি লাগবে,সেটি হলো WCC 2 Hack Pack (54 KB).

এই ফাইলে যা যা আছে:

  • আমার প্রোফাইল,যেখানে আমার করা সব রেকর্ড থাকবে।
  • ১০ লাখের ঊর্ধ্বে কয়েন যা দিয়ে পরে ম্যাচ ফিঃ দিতে কোনো বেগ পেতে হবেনা।
  • ১০০ কোটি+ XP.যদিও অফলাইনে এগুলো কোনো কাজের না।তবে অন্যকে দেখানোর জন্য বেটার।
  • বাংলাদেশ দলের LatestPowerful স্কোয়াড।
  • নিজ দলের ব্যাটসম্যানদের থাকবে প্রতিটি বলে বাউন্ডারি হাঁকানোর ম্যাক্সিমাম এবিলিটি।
  • বোলারদের থাকবে স্পেশাল বোলিং করার সুবিধা।ফলে উইকেট পাওয়া এখন খুবই সহজ হবে।
  • আরো আছে আমার Purchase করা প্যাকগুলোর হ্যাক কোড।যেগুলো ইনজেক্ট করে সবকিছু আনলক করে নিতে পারবেন।

Let’s Work:

Player Skills Development:

  • প্রথমে উপরে দেয়া লিংক থেকে যা যা লাগবে সব ডাউনলোড করে নিন।
  • তারপর WCC 2 Hack Pack টা Unzip/Extract যাই বলিনা কেনো,করুন।
  • ভেতরে ৩ টি ফাইল ও ফোল্ডার পাবেন।
  • এবার প্রথমে আপনার গেইমের ডাটা ক্লিয়ার করুন।না করলেও চলবে।তবে SD CarD/Android/DaTa/com.nextwave.wcc2/file এই ফোল্ডারে গিয়ে এখানে থাকা সবকিছু ডিলিট করুন।
  • ডিলিট করার পর WCC 2 Hack Pack থেকে পাওয়া com.nextwave.wcc2 ফোল্ডারটি SD CarD/Android/Data ফোল্ডারে পেস্ট করুন।
  • Replace করতে বললে Yes দিন।

(এই ফোল্ডার রিপ্লেস করার ফলে প্লেয়ারদের স্কিল বাড়বে।ফলে টিম পাওয়ারফুল হবে।ফলে চার-ছক্কা ও উইকেট নেয়া হয়ে যাবে হাতের মোয়া!)

Hack Everything:

প্লেয়ার তো শক্তিশালী হলো।
কিন্তু ওভার,স্টেডিয়াম,ট্রপি কিছুই তো আনলক করা নেই?
ইচ্ছেমত খেলা যাচ্ছেনা।
কি করা যায়?
তো চলুন এবার শুরু করি এডভান্স লেভেলের কাজ।
প্রথমেই তো উপরে দেয়া লিংক থেকে সব ফাইল ডাউনলোড করেছেন এবং Unzip/Extract করেছেন।

এবার আপনি চাইলে দুই পদ্ধতিতে কাজ করতে পারবেন।

  1. সহজ পদ্ধতি।
  2. মোটামুটি সহজ পদ্ধতি।

Easy Method:

ধাপে ধাপে কাজ করুন।
কোনো ভুল যাতে না হয়।
মনে রাখবেন,রুট/এডভান্স লেভেলের কাজ।
একদম নতুন হলে ফোনের বারোটা বাজালেও বাজাতে পারেন।
এর জন্য আমি/ট্রিকবিডি দায়ী নই।
নতুন হলে Root Category দেখুন।
RiadRox বা Yeasin ভাইয়ের মত লেখকদের পোষ্টগুলো পড়লে হয়তো ভালোই আইডিয়া পাবেন।
মনে রাখবেন,Root ছাড়া Android ইউজ করা আর হাতের কাছে সুস্বাদু খাবার পেয়েও না খাওয়া একই রকম।
বাইরের অবস্থা দেখতে পারবেন।
কিন্তু আসল স্বাদ পাবেন না কখনো।
যাইহোক,ধাপগুলো ফলো করুন।

  • WCC 2 Hack Pack ফাইলটি Extract করুন।
  • যেকোনো একটি Root File Explorer দিয়ে এখান থেকে পাওয়া com.nextwave.wcc2.v2.playerprefs ফাইলটি কপি করুন।
  • এবার কপি করা com.nextwave.wcc2.v2.playerprefs ফাইলটি Root/Data/Data/com.nextwave.wcc2/Shared_Prefs ফোল্ডারে গিয়ে Paste করুন।
  • যদি Replace করতে পারমিশন চায়,তাহলে Yes করে দিন।
  • এবার ডাটা কানেকশন অফ করে WCC 2 খেলা শুরু করুন।

পেয়ে গেলেন তো সবকিছু আনলকড?
তবে প্রবলেম হলো,

  • ডাউনলোড করা MoDDeD WCC 2 এর মত এখানেও Sign In করা যাবেনা।
  • Sign In করতে গেলে ইনজেক্ট করা সব ডাটা ক্লিয়ার করতে বলবে।
  • Yes দিলেই সাইন ইন করতে পারবেন।
  • (মোড ডাউনলোড করলে এই সুবিধে নেই।)

তবে পরে যদি সব আনলকড করে খেলতে ইচ্ছে হয় তখন আবার উপরের পদ্ধতিতে কাজ করতে হবে।
ফাইলটি সযত্নে রাখবেন।অনলাইনে অন্য কোথাও পাবেন না,যদি না অন্য কেউ আমার পরে আপলোড করে দেয়।)

এই কাজগুলো করলে আপনি আমার পুরো প্রোফাইলটি পাবেন।
আমার খেলা সব রেকর্ড সহ।
মনে হয়না খারাপ লাগবে।

Mid-Easy Method:

এই সিস্টেম কিন্তু সবার জন্য না।
উপরের সিস্টেমে যারা সন্তুষ্ট,তারা এই দিকে নজর দিবেন না।
এই সিস্টেম ক্রিয়েটিভ লোকদের জন্য।
যারা নিজের রেকর্ড নিজেই গড়তে চায় কিন্তু আবার সবকিছু আনলকড ও চায়।
তো চলুন,ধাপেধাপে কাজ চলুক।

  • প্রথমে ঠিক করুন আপনি কি আনলক করবেন?
  • WCC 2 Hack Pack টি Extract করার পর আপনি WCC 2 Hack Code নামে একটি TxT ফাইল দেখতে পাবেন।
  • ওখানে Over,TournamentStadium আনলক করার কোড দেয়া আছে।
  • যে আইটেমটি আনলক করতে চান সেটির কোড কপি করুন।
  • যেকোনো RooT File Explorer দিয়ে Root/Data/Data/com.nextwave.wcc2/Shared_Prefs ফোল্ডারে যান।
  • এবার প্রথমেই com.nextwave.wcc2.v2.playerprefs নামের একটি ফাইল দেখতে পাবেন।
  • ঐ ফাইলটি TexT Editor দিয়ে ওপেন করুন।
  • যে আইটেম আনলক করতে চান,সেই আইটেমটির নাম খুঁজে বের করুন।

যেমন:

  1. Stadium আনলক করতে চাইলে
    <string name=”ud_stadium”>**********************</string>
    এই লাইন খুঁজে বের করতে হবে।
  2. এভাবে Over হলে
    <string name=”ud_Over”>**********************</string>
  3. এবং Tournament হলে
    <string name=”ud_tournament”>**********************</string>

খুঁজে বের করতে হবে।

  • সার্চ অপশন ব্যবহার করলে এগুলো খুব সহজেই খুঁজে পাবেন।
  • এবার মাঝখানে Star চিহ্ন দেয়া স্থানে কিছু কোড দেখতে পাবেন।
  • শুধু ওগুলো ডিলিট করে আপনার WCC 2 Hack Code থেকে কপি করা কোড বসিয়ে দিন।

দেখতে যেরকম হবে:

<string name=”ud_stadium”>1%7C1%7C1%7C1%7C1%7C1</string>

  • এবার টেক্সট ফাইলটি Save করে বের হয়ে আসুন।
    এবং গেইম চালু করে দেখুন।ঐ আইটেমটি আনলক হয়ে গেছে।
    এভাবে চাইলে সবকিছু আনলক করতে পারবেন।

এই কোডগুলো ব্যবহারের সুবিধে হলো,

  • Sign In করতে কোনো প্রবলেম হবেনা।
  • সাইন ইন করার পর আবার লক হয়ে যেতে পারে।
  • তখন আবার কোডগুলো বসিয়ে আনলক করা যাবে।
  • অনেকসময় অনলাইনেও কাজ করে।
  • গেইমে নিজের করা রেকর্ড বজায় থাকবে।
  • অর্থাৎ প্রথমটির মত আমার প্রোফাইল নিয়ে খেলতে হবেনা।
  • নিজের মত করে খেলতে পারবেন।

অনেক হলো Illegal পদ্ধতিতে হ্যাকিং।
এবার আসি Legal ভাবে হ্যাক করা সিস্টেমে।

Legally Hacking:

এটা হলো ভদ্র চোরের কাজ।
স্যুট টাই পরে চুরি করবেন।
কিন্তু কেউ বুঝতেই পারবেনা যে আপনি চুরি করেছেন।
মজা না?

মজা তেতো পরে বুঝা যাবে।
আগে সুবিধা-অসুবিধা নিয়ে হালকা আলাপ-আলোচনা করে নিই।

সুবিধা:

  • যেকোনো ডিভাইসে (RooT/Non Root) হবে।
  • এটি মূলত Money/Coin Hacking সিস্টেম।
  • বলতে গেলে বৈধ চুরি।ফলে ধরা পড়ার চান্স ০%
  • ফলে কোনো প্যাক আনলক করলে LifeTime এর জন্য ফ্রিতেই ইউজ করা যাবে।
  • আর কখনো কিনতে হবেনা।
  • Sign in করেই হবে হ্যাক।
  • ফলে আগেরগুলোর মত কোনো সমস্যা হবেনা।
  • বলতে গেলে NextWave এর সিস্টেমেই NextWave কে ধোঁকা দিবো আমরা।

অসুবিধা:

  • খাটতে হবে প্রচুর।
  • কষ্ট হবে ষোলআনা।
  • চার্জ যাবে জলে।
  • সময় হবে লস।
  • বড় কথা হলো,সব ডিভাইসে সহজভাবে করা যাবেনা।
  • MultiTask সাপোর্টেড ডিভাইস করলে দিয়ে খুব সহজ হবে এবং অন্যান্য ডিভাইস দিয়ে করতে গেলে ঘাম বের হয়ে যাবে।
  • ব্লা…..ব্লা……ব্লা……….

How to Do?
আচ্ছা!
সব তো বুঝলাম।
এখন করবো কিভাবে?
করবেন কিভাবে সেটা বড় কথা নয়।
বড় কথা হলো,কিভাবে এই কাজ হবে?
এক্ষেত্রে আমাদের টার্গেট হবে Daily Bonus সিস্টেমটি।
WCC 2 তে প্রতিদিন একটি নির্দিষ্ট এমাউন্ট বোনাস দেয়া হয়।
যেমন: প্রথমে 500 Coin এরপর 1000 Coin……………..এভাবে কয়েকধাপে দেয়।
ধাপ শেষ হলে আবার 500 কয়েন থেকে শুরু করে।
সাধারণত একদিনে একবারই এই বোনাস কয়েন পাওয়া যায়।
কিন্তু যদি সোনার ডিম পাড়া হাঁসের মত সব একসাথে বের করে নিই?
তাহলে কেমন হবে?
ভয় নেই।গল্পে হাঁস মরেছে।এখানে মরবেনা।বরং আরো বেশি করেই কয়েন দিবে।
সে যাইহোক,সব কয়েন একসাথে পেতে হলে কি করা প্রয়োজন?
মাথায় কি আসছে?
নিশ্চয় সামনের দিনগুলো ও একইসময়ে আনতে হবে।
এর জন্য সবচেয়ে সহজ কাজ হলো Date Change.
তারিখ পরিবর্তন করে একই দিনে বারবার কয়েন পাওয়া সম্ভব।
তবে আফসোসের বিষয় হলো এই যে,ওয়ান ক্লিকে তারিখ পরিবর্তন করার কোনো এপ খুঁজে পাইনি আমি।
কেউ পেয়ে থাকলে কমেন্ট এ লিংক দিয়ে হেল্প করবেন।
যাক গে……
সাধারণত সকলের মাথায় আসবে,একবার গেইমে ঢুকে ফ্রি কয়েন নিয়ে বের হয়ে যাবো।
তারপর তারিখ পরিবর্তন করে আবার ঢুকে আবার নিবো।
এভাবেই চলবে।
কিন্তু যদি এরচেয়ে সহজে নেয়া যায়?
কিভাবে?

দেখুন তাহলে……..>

  • প্রথমে গেইমে ঢুকবেন।
  • তারপর বোনাস কয়েন নেয়ার উইন্ডো আসলেও কয়েন না নিয়ে মিনিমাইজ করে রেখে তারিখ পরিবর্তন করে মিনিমাইজ করা গেইমে ঢুকে একবার কয়েন Claim করবো এবং আবার নেয়ার জন্য বলবে।
    কিন্তু আমরা নিবো না।
  • আবার মিনিমাইজ করে রেখে আরেকবার Date Change করে মিনিমাইজ করা গেইমে ঢুকে আবার একবার ক্লেইম করবো এবং পরেরবার নিতে বললেও নেবো না বরং আবার আগের মত তারিখ পরিবর্তন করে কাজ করবো।
  • এভাবে বারবার করতে থাকবো।

এই কাজের ফলে বারবার শুরু থেকে গেইমে ঢুকে সময় অপচয় করার দরকার হবেনা।
কষ্ট ও কম হবে।
আর সবাই যেহেতু হ্যাক করতে পারবে,সেহেতু Root করার ঝামেলায় যেতে হবেনা।
ফলে কেউই আর মজা থেকে বঞ্চিত হবেনা।
উপরে দেয়া স্ক্রিনশটগুলো আমার ট্যাবের।
মাল্টিট্যাস্ক ইউজ করে সহজেই কয়েন হ্যাক করি।
১০ মিনিটেই লক্ষাধিক নেয়া যায়।
ফলে কয়েন এর অভাব কখনো অনুভূত হয়না।

এবার কিছু ট্রিক্স এর কথা বলি।
হ্যাক করেও ভালো খেলতে পারবেন না অনেকসময়।
তাই কিছু চুরির কৌশল জানা থাকা আবশ্যক।

Some Tricks to make WCC 2 Easy:

  • গেইম খেলছেন।কোনো প্লেয়ার ৯৯ রান নিয়ে ব্যাটিং করছে।
    আর মাত্র রান করলেই সেঞ্চুরি।
    আরেকটি মাইলফলক যুক্ত হবে আপনার রেকর্ডবুকে।
    কিন্তু পরের বলেই আউট!
    কেমন লাগে তখন??
    রাগে দুঃখে ইচ্ছে করে গেইমটাই UnInstall করে দিই।
    কিন্তু মাথা গরম করে তো কিছুই হবেনা।
    Cool Down Man.
    ছোট্ট একটা কৌশলে চাইলে সেঞ্চুরি,ডাবল সেঞ্চুরি,ট্রিপল সেঞ্চুরি,হ্যাটট্রিক সবই করা যাবে।
    শুধু কি করতে হবে জানেন??
    জানেন কি?
    আচ্ছা,
    হয়তো জানেন না।
    বলেই দিই।
    আউট হওয়ার পরে আম্পায়ারকে দেখানোর আগেই যদি গেইমটা মিনিমাইজ/গেইম থেকে বের হয়ে আসেন,তাহলেই কেল্লাফতে।
    আপনার জন্য আর আউট বলে কোনো শব্দ WCC 2 তে থাকবেনা।
    নিজেই ট্রাই করে দেখুন।
    আর ক্যাচের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে।
    ক্যাচ তালুবন্দি করার আগেই গেইম থেকে বের হতে হবে।
    তা নাহলে আউট কেউই ঠেকাতে পারবেনা।

 

  • বল করছেন।
    দুই বলে দুই উইকেট নিয়ে এবার হ্যাটট্রিকের স্বপ্ন নিয়ে বল করতে যাচ্ছেন।
    করে ফেললেন হ্যাটট্রিক মিস?
    ইশস!
    আবার ও হ্যাট্রিকটা অধরাই রয়ে গেলো।
    এখন উপায়?
    সমস্যা থাকলে সমাধান থাকবেই।
    এক্ষেত্রেও বল করার পর মিস হওয়ার সাথে সাথেই গেইম থেকে বের হয়ে যেতে হবে।
    তাহলে সেই মিস হওয়া বল আবার করার সুযোগ পাবেন।

বলো কেনো এমন হয়?
এরকম হওয়ার কারণ হলো,খেলার সময় ডাটা প্রথমে ক্যাশ ফাইলে যায়।
তারপর সেইভ হয়।
ফলে এই প্রসেস এর জন্য মাঝখানে কয়েক সেকেন্ড এর একটা Gap থাকে।
এই গ্যাপটাকে কাজে লাগিয়েই এই কৌশলে বাটপারি করা যায়।
মন্দের ভালো আর কি।

 

  • অনেকক্ষণ থেকে বোলিং করেই যাচ্ছেন,করেই যাচ্ছেন।
    কোনোভাবেই উইকেট নেয়া যাচ্ছেনা।
    কি করা যায়?
    অফ সাইটে বেশি করে ফিল্ডার নিয়ে আসুন।
    এবার একটা ফাস্ট বোলারকে বল দিন যার গতি ১৫০+ কি.মি হবে।
    বলের লাইন রাখুন সোজা অফ স্ট্যাম্প বরাবর।
    সুইং হবে অফ স্ট্যাম্প এর বাইরে দিকে।
    অর্থাৎ বল ঘুরে উইকেটের বাইরের দিকে যাবে।
    আর হ্যাঁ,বোলার বল করবে অফ সাইড থেকে।
    সব অফ সাইড কেন্দ্রিক হবে এক্ষেত্রে।
    লেন্থ/বল যেখানে পড়বে,স্ট্যাম্প এর উচ্চতা যত ঠিক ততটা হিসেব করে সামনে।
    আন্দাজেই কাজ চালতে হবে।
    সর্বোচ্চ গতি দিয়ে বল করে দেখুন এবার।
    আগের চেয়ে অনেক ভালো হবে।
    তবে বেশি গতি দিতে গিয়ে রেড মার্ক করা এরিয়ায় ছেড়ে দিয়ে নো বল ও এক্সট্রা ধুনা খেলে আমি দায়ী নই।
    আর হ্যাঁ,সব ডিভাইসে এই ট্রিকস সমানভাবে কাজ করবেনা।
    কিছু ডিভাইসে প্রতি বলে উইকেট পাবেন এই সিস্টেমে।
    আর কিছুতে পেতেও পারেন,আবার নাও বা……..!!
    ওরকম হয় কেনো বুঝিনা।

 

  • বিপক্ষ দলের বোলারকে ঠিকমত পিটুনি দিতে পারছেন না?
    Pro Control Mode অন করে ট্রাই করুন যদি পারেন আর কি।
    এবার বল পিচে পড়ার সাথে সাথেই সজোরে ব্যাট চালান।
    বাউন্ডারি ছাড়া বল যাবেনা।
    মজাই মজা!

এরকম আরো কত যে ট্রিক্স বের করেছি।
সব মনে পড়ছেনা।
খেলার সময় মনে পড়ে সব।

আমার এতোবড় লেখা পড়লেন আর আমার প্রোফাইল দেখবেন না,তা কি করে হয়?
আমার কিছু রেকর্ড তো দেখে যান।

6 Wicket in an Over:

6 Six of an Over:

Highest Total in T-10:

 

Highest Total in T-20:

Highest ODI Total:

 

Highest Test Total (Just Example):

Lifetime Statistics (Online):

 

বিঃদ্রঃ

এক বাক্য ও কপি নেই।
সবই নিজের মস্তিষ্কপ্রসূত আইডিয়া।
অন্যকারো আইডিয়া (Without Inject) কপি করার প্রশ্নই আসেনা।
ছোটছোট দুয়েক লাইনের পোষ্ট না লিখে একই টপিক রিলেটেড সবকিছু এক পোষ্টেই লিখলে বুঝতে,জানতে,দেখতে সবদিক দিয়েই সুবিধে হয়।
কপি পেস্ট পরিহার করুন সবাই।
নিজের সৃজনীশক্তিকে কাজে লাগান।
বাংলাই হোক আমাদের প্রযুক্তির ভাষা।
কপি না করে সবাই এই পোষ্ট শেয়ার করুন।
সবাইকে জানানোর জন্যই আমার এই লিখা।
আর শেয়ার করলেই সবাই জানতে পারবে।
শেয়ার করলে কেউ ছোট হয়না।
কপি পেস্ট না করে শেয়ার করলেই বরং বড় মনের মানুষ হয়।
লেখকের প্রাপ্য সম্মান দেয়া হয়।

PassWord:

Emrus

Gang:

BD DemoN

পরিশেষঃ

কোনো প্রকার সমস্যা হলে আমাকে ফেইসবুকে নক করতে পারেন।
এই বিষয়ে আমার চেয়ে ভালো এবং এক্সপার্ট অনেক ট্রেইনার ট্রিকবিডিতে আছেন।
উনাদের কাছেও হেল্প চাইতে পারেন।
আপনারা চাইলে আমিও হেল্প করতে চেষ্টা করবো…….।
বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
আমি হয়তো শীঘ্রই আবার ইউটিউবে ফিরে আসছি।
আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

“ধন্যবাদ”

235 thoughts on "[Gamers Special]বেস্ট Android ক্রিকেট গেইম সমূহ এবং WCC 2 হ্যাক,ক্রাক,মোড সহ সবকিছু!"

  1. Avatar photo Prem Chowdhury✅ Contributor says:
    Good
    Thanks for share
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    2. Avatar photo AkasH Author says:
      আমি কপি পেস্ট মুক্ত মান সম্পূর্ণ ৩ টা পোস্ট করছি। ট্রেইনার রিকুয়েস্ট পাঠাইছি ইমেল করছি। আমাকে ট্রেইনার পদ না দেওয়া হক, পোস্ট গুলো পাবলিশ করা হক।
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনি তো এখন ট্রেইনার।
    4. Avatar photo AkasH Author says:
      হুম ভাই
  2. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
    ভাই,
    অসাধারণ পোস্ট।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  3. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
    draft এ আরকোন পোস্ট আছে?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      না ভাইয়া।
      এটাই লাস্ট।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  4. Avatar photo Yasin Alif Contributor says:
    এত বড় পোস্ট হলেও একটুও অধৈর্য্য লাগে নি। দারুণ পোস্ট ভাই…
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      উৎসাহ পেলাম ভাইয়া।
  5. Avatar photo shueb ahmed Contributor says:
    bro.emon kunu cricket game ace jeta online e ppl der sate khela jay plus amr fnd der nia ba fnd er sate khelte parbo team bede takle janan
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এটাও অনেকটা অনলাইন ভিত্তিক গেইম।
      সরাসরি হয়তো নেই,কিন্তু চ্যালেঞ্জ করে খেলা যায়।
  6. Avatar photo Ovi Contributor says:
    Bhai, moner moto post?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
  7. পোস্টটা দেখেই বুঝেছিলাম এটা আপনার পোস্ট।কারন এত বড় পোস্ট কেবলমাত্র আপনার দ্বারাই সম্ভব।কিন্তু দুঃখের বিষয় কয়েকদিন পরেই দেখবেন কোন একটা আবাল আপনার দেয়া গেমগুলোর একটা গেম দিয়ে পোস্ট করবেই।নইলে এদের ভাত হজম হয়না।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      এটাই তো আফসোসের বিষয়।
      একই টপিক নিয়ে বারবার পোষ্ট সত্যিই বিরক্তিকর।
  8. Avatar photo Naim sdq Author says:
    অনেক ভাল হয়েছে।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  9. Monjurultonmoy Contributor says:
    অনেক ধন্যবাদ।।। খুব কষ্ট করেছেন।।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওয়েলকাম।
      ভাইয়া,
      কষ্ট তো আপনাদের জন্যই করেছি।
      নিজে জানুন,সবার সাথে শেয়ার করুন।
      এতেই তো আমার সার্থকতা।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
  10. Sabbir Hossain Author says:
    ভাই অসাধারন পোস্ট। আপনার ফাইলটি ভালো লাগলো। আর গুলো আগে থেকেই জানতাম। তবে MultiTask আমি ব্যাবহার করিনি। তবে রুট ফোনের জন্য আরো একটি সহজ ওয়ে ছিল।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কিরকম পদ্ধতি ভাইয়া?
      বলুন দেখি।
      কার্যকরী হলে পোষ্টে আপডেট দিয়ে দিই।
    2. Sabbir Hossain Author says:
      আপনার আইডি emrus2642 যতদূর সম্ভব রুট ফোন দিয়েই রুট করেছেন। আমার ফোন রুট নয় তাই করি না। আমি এটি সমন্ধে ভালো জানিও না। হয়ত আপনিই ভালো জানেন। কিন্তুু, আমার কথা বুঝতে পারছেন না। আপডেট আসে না দেখে এই গেম খেলা অনেকদিন ধরেই বাদ দিছি। মন্তব্যে ভূল হলে ক্ষমা করবেন।
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আমিও তো খেলিনা।
      এই পোষ্ট কয়েকমাস আগে লিখা শুরু করেছিলাম।
      আপডেট আসবে ভেবে সম্পূর্ণ করিনি।
      আপডেট আসছেনা দেখে পোষ্ট করে দিলাম।
      স্ক্রিনশটগুলোর বেশিরভাগই ২০১৬ সালের।
  11. Avatar photo S hakib Contributor says:
    champcash

    হ্যাক করা যায় না

    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এটা তো ChampCash নিয়ে করা পোষ্ট নয়।
    2. Avatar photo S hakib Contributor says:
      আরে , করা যায় নাকি আমি সেটা জানতে চাই??
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ!
      আচ্ছা।
      আপনি প্রশ্নবোধক চিহ্ন দেননি তো,তাই প্রশ্ন করলেন,নাকি মন্তব্য করলেন বুঝতে পারিনি।
      আমি জানিনা আসলে এ বিষয়ে।
      আর্নিং এপ নিয়ে বেশি মাথা ঘামাই না।
  12. Avatar photo Ex Programmer Contributor says:
    অসাধারণ পোস্ট,এরকম পোস্ট সহজে পাওয়া যায়না।Good Job..Great work…Bro..?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
  13. MD Robin Bhuiyan Author says:
    ব্রু,,,তোমার বোলিং কেকর্ড ভাল হলে ও ব্যাটিং রেকর্ড ভাল না।
    তোমার t20 ম্যাচে কেবল ৪০০-৫০০রান এর মতো।
    আর আমার t20 ম্যাচে রান হয় ৬০০-৬৩০/৬৩৭ এরকম।
    তবে খুব ভাল লাগলো।
    1. Avatar photo My_idiea Contributor says:
      ???
    2. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এগুলো অলটাইম রেকর্ড নয়।
      সবসময় তো আর স্ক্রিনশট নেয়া হয়না।
      অনেক আগের স্ক্রিনশট ল্যাপটপে খুঁজে পেলাম এগুলো।
      যা পেয়েছি,তাই দিয়েছি।
      শুধু একদম লাস্ট স্ক্রিনশটটি গতকাল নিয়েছি।
  14. Avatar photo Mostak Ahmed Author says:
    অনেক ভালো একটি পোষ্ট করেছেন ভাই। ট্রিকবিডির ইতিহাসে আর কেউ এত ভালো পোষ্ট করে নি। আমি সিউর।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      তাহলে তো দেখছি,আমি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছি!
      Just Kidding
  15. Avatar photo Amirhamja2 Contributor says:
    ভাই কেউ মোড গেমের লিংটা দিবেন কী???
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এখনো যদি মোড খুঁজেন,তাহলে তো আর কিছুই করার নেই।
      পোষ্ট লিখলাম,যেনো মোড নিয়ে আর ঝামেলা না হয়।
  16. Avatar photo Amirhamja2 Contributor says:
    ভাই কেউ মোড গেমের লিংটা দিবেন কী???
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এটা তো অনেক ছোট।
  17. Avatar photo sabbir Author says:
    পোষ্ট এক্টু করে টেনেই বুজে গেলাম আপনার পোষ্ট!!
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      কিভাবে?
    2. Avatar photo sabbir Author says:
      আপনি যে বিস্তারিত লিখেন….
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ।
      এটাই তো স্বাভাবিক।
      সবার উচিৎ বিস্তারিত লিখা।
      অহেতুক পোষ্ট বাড়িয়ে লাভ কি?
      এখন সব ইনফরমেশন একসাথেই পাচ্ছে।
      ভালো না?
  18. shahriarcus Author says:
    অসাধারণ পোস্ট। আপনার পোস্টের লিংক facebook এ শেয়ারও করলাম। কিন্তু trickbd তে যে শেয়ার বাটন চালু হয়েছে সেটাতো খুঁজে পেলাম না।।।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      মনে হয় আপাতত হাইড করে রেখেছে আবার।
      নেক্সট আপডেটে দিবে হয়তো।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  19. Avatar photo sabbir Author says:
    এর ছেয়ে ভাল রিভিও আর নেয়….
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
      প্রেরণা পেলাম।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  20. Avatar photo mahi189 Contributor says:
    vai wcc2 er unlock stadium ace?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      পোষ্টের মেইন টপিকই তো এসব নিয়ে।
      মনেহয় পোষ্ট ভালোভাবে পড়েননি।
      কষ্ট করে আর কি লিখলাম তাহলে?
  21. Avatar photo Salman Abir Munna Author says:
    বাহ! ভাই কি পোস্ট।আপনাকে তহ নাম্বার ১ author খেতাব দেওয়া উচিত।
    আপনার ১ টা গুন ও যদি আমার থাকত।ধন্য হতাম।??
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      তাই নাকি ভাইয়া?
      আপনারও চেষ্টা করুন।
      পারবেন।
      লিখেছি তো সবার জন্য।
    2. Avatar photo SA.RIDOM Author says:
      অসাধারণ পোস্ট। এরকম পোস্ট ট্রিকবিডিতে পাওয়া কঠিন
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      তবে আমি বরাবরই এরকম বিস্তারিত পোষ্ট করতে চেষ্টা করি।
  22. Nasir Contributor says:
    Update 2018 kobe debe
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      জানিনা ভাইয়া।
      আপডেট আসছেনা দেখেই তো পোষ্ট কমপ্লিট করলাম।
      বারবার ডেট চেঞ্জ করছে নেক্সটওয়েইভ।
  23. Avatar photo HT Ruman Author says:
    ভাইয়া মন থেকে পোস্টটা আসলেই অসাধারন হইসে।।।।।। এত বড় আর ভালো পোস্ট TrickBD এর জন্য গৌরবের।।।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      ট্রিকবিডির মত প্ল্যাটফর্মে পোষ্ট করতে
      পারাটাও আমার জন্য গর্বের বিষয়।
      পোষ্ট বন্ধুদের সাথে শেয়ার করুন।
      আমার লেখার উদ্দেশ্য তাহলেই সার্থক হবে।
    2. Avatar photo HT Ruman Author says:
      অবশ্যই।।।

      ???

  24. Avatar photo Md Kamrul Hasan Contributor says:
    ভাই গেমস টা অনেক সুন্দর…Tnx
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওয়েলকাম ভাইয়া।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ,ভাইয়া।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ,ভাইয়া।
  25. Avatar photo Sajal Contributor says:
    World cricket battle to release hoy nai
    1. Avatar photo Enjamam Author says:
      Pre-Released Version Available.
  26. Avatar photo kamrul hasan Contributor says:
    অনেক ভালো গেমস
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      জ্বী ভাইয়া।
  27. Avatar photo mominahmed Contributor says:
    vlo bt……..?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কিন্তু কি ভাইয়া?
    2. Avatar photo mominahmed Contributor says:
      18 update version ta dile valo hoto
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কয়েকমাস আগেই লিখা শুরু করেছিলাম এই পোষ্ট।
      আপডেটের আশায় সম্পূর্ণ করিনি।
      মাসের পর মাস অপেক্ষার পরেও আপডেট না দেয়ায় পোষ্ট কমপ্লিট করেছি।
      আপডেট দেয়ার তারিখ শুধুই পিছনো হচ্ছে।
      আমি নিজেও একারণে এই গেইম খেলিনা তেমন।
    4. Avatar photo mominahmed Contributor says:
      blte hobe apnr drjo ase bote……..?
    5. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধৈর্য তো থাকতে হবেই।
      কথায় আছেনা,
      সবুরে মেওয়া ফলে।
  28. Avatar photo spyhuman Contributor says:
    root chara ki kaj hobe na?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      সবই তো উল্লেখিত আছে।
      নিচের দিকে যেগুলো আছে,সেগুলোই হবে।
      অর্থাৎ কয়েন হ্যাক।
      কয়েন হ্যাক করলে সবকিছু আনলক করতে পারবেন।
  29. Avatar photo Tushar Akon Contributor says:
    Download korta parena
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কি বলেন ভাইয়া?
      একদম সহজ তো।
      BDUpload থেকে কিভাবে ডাউনলোড করবেন,এ নিয়েও পোষ্ট আছে ট্রিকবিডিতে।
      ডাউনলোড করতে না পারলে দেখতে পারেন।
  30. Motalebmia Contributor says:
    ভাইয়া মন থেকে পোস্টটা আসলেই অসাধারন হইসে।।।।।। এত বড় আর ভালো পোস্ট TrickBD এর জন্য গৌরবের।।।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      ট্রিকবিডির মত প্ল্যাটফর্মে পোষ্ট করতে পারাটাও আমার জন্য গর্বের বিষয়।
      পোষ্ট বন্ধুদের সাথে শেয়ার করুন।
      আমার লেখার উদ্দেশ্য তাহলেই সার্থক হবে।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  31. Avatar photo akram09 Author says:
    সুপার পোস্ট, কতক্ষনে লিখিলেন?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      আন্দাজ করে দেখুন!
      কয়েকমাস আগে লিখা শুরু করেছিলাম।
      গেইমের আপডেট আসলে সবকিছু একসাথে দিবো ভেবেছিলাম।
      বারবার তারিখ পেছাতে দেখে শেষমেশ লিখে ফেললাম।
      রাত ৮ টা থেকে রাত ৩ টা পর্যন্ত।
      পরে ডাউনলোড লিংক দেয়ার জন্য আলাদা সময়।
      এখন পোষ্ট পড়ে কমেন্ট/শেয়ার না করলে আমার কষ্ট তো বিফলে যাবে।
  32. Avatar photo Oleraj Author says:
    Zip file er pass ta ki?? post e khuje pelam na
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কি বলেন ভাইয়া?
      কত্ত বড়বড় করে পাসওয়ার্ড লিখে দিলাম!
      কিভাবে মিস করলেন?
    2. Avatar photo Oleraj Author says:
      ?? sry boro….At last e pori nai
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      তাই তো মিস করে ফেললেন।
      সম্পূর্ণ পড়া উচিৎ ছিলো।
  33. Avatar photo AbrarShams Contributor says:
    I can feel how much passionated you are on this thing. I’m not really interested in these games but I still read the whole thing and i think it was worth it. You did great. Keep up the good work man.
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      Thanks a Lot Brother………..!
  34. Farabi Khan Contributor says:
    hack kora coin diye stadium Unlock kora jbe
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      জ্বী ভাইয়া।
      সবকিছু করতে পারবেন।
  35. Farabi Khan Contributor says:
    kew amk 5lac Coin share koren….my id:suruj178
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      একদিনে তো ২৫০০০ এর বেশি শেয়ার করা যায়না।
    2. Farabi Khan Contributor says:
      oooooo Asssa ok bro
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা।
  36. Avatar photo #Ahad ? Author says:
    খুব সুন্দর হইছে ?
    আশা করা যায়,,এই পোস্ট এর পর Wcc2 নিয়া কেউ পোস্ট করবে না ?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      সেই আশাতেই তো পোষ্ট করলাম।
      কিন্তু কিছুদিন পর আবার একই টপিক নিয়ে পোষ্ট করে।
      যেমন: আমার আগের পোষ্টগুলো।
      এডমিনদের এদিকে দৃষ্টিপাত করা উচিৎ।
    2. Avatar photo #Ahad ? Author says:
      কি বলবো ভাই,ট্রিকবিডি আর সেই আগের ট্রিকবিডি নাই,,,অনেক বদলাইছে। সবার স্বার্থ জড়িয়ে আছে এখানে ?
      বলতে খারাপ লাগলেও এটা সত্য,আপনি আমি বা সবাই আসি নিজের লাভের উদ্দেশ্যে। (সকল ক্ষেত্রে নয়)
      তবে ট্রিকবিডিতে মাঝেমধ্যে আপনার,রিয়াদ ভাই,মিরাজ ভাই,ইয়াসিন ভাই,,,এই ৪ জনের পোস্ট দেখলেই মন টা খুশিতে ভরে উঠে।
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হুম।
      আশা করি এডমিনরা পুরাতনদের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে আবার সুযোগ দিবেন।
      উনারাই তো ট্রিকবিডির গৌরব।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      স্বাগতম।
  37. Avatar photo Md Contributor says:
    ভালো।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  38. Farabi Khan Contributor says:
    ami to 10ball a 10ta nisi
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওয়াও!
      ভাইয়া,
      আমি ১১ বলে নিয়েছি।
      ১০ বলে পারিনি।
    2. Farabi Khan Contributor says:
      hummmmm bhai Bt update verson a 10ball a 10ta hosse nh
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো?
      এখন তো উইকেট আরো বেশি যাচ্ছে।
  39. KisHOR Contributor says:
    সুন্দর পোস্ট…..? কাজের ও…….?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  40. Avatar photo Ďĕvĩł Contributor says:
    Wow working post .tnx. Bro..
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
  41. Avatar photo MD Mizan Author says:
    ভাই পোস্ট পড়া বন্ধ আমি আপনার কমেন্ট এর রিপ্লে দেখতেছি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ইমরুজ ভাই।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হা,হা,হা…..
      ভাইয়া,
      বিনে পয়সায় উপদেশ দিই তাহলে।
      অনুসরণ করবেন,কিন্তু অনুকরণ করবেন না।
      নিজের সৃজনশক্তি হারাবেন।
    2. Avatar photo MD Mizan Author says:
      হুম আমি অনুসরণ করব আপনাকে।?
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      Nothing to Say…..
  42. Avatar photo Muhammad Sagor Hossein Contributor says:
    অসাধারণ ভাই, কোন তুলনাই হয় নাহ্! এত দিন ধরে এমন একটা পোস্টই খুঁজছিলাম। ?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  43. Avatar photo AMBITIOUS Contributor says:
    খুব ভালো ছিলো। কিন্তু সীমাবদ্ধতা আছে।গেমস গুলোর নাম আর বিস্তারিত এর পাশাপাশি কিছু Ss দিলে ভালো হত।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      সবই তো আছে ভাইয়া।
      নাম,ডাউনলোড লিংক,রিভিউ সব আছে।
      তাছাড়া মূল টপিকে বেশি ফোকাস করেছি।
      তাই অন্যগুলো কিছুটা কম হাইলাইট করেছি।
      আর স্ক্রিনশট বেশি দিলে পেইজ লোড হতে অনেক সময় ও ডাটা লাগে।
      তাই কম দিয়েছি।
      পোষ্ট এমনিতেই অনেক বড় হয়ে গেছে।
      আলাদাভাবে লিখলে কমপক্ষে ১০ টা হতো।
  44. Avatar photo munnamizan Contributor says:
    পোস্ট টা দেখেই আমি বুঝেগিয়েছিলাম যে এটা আপনার পোস্ট।
    আপনি ছাড়া কেও এত বড় পোস্ট করে না,করবেও না।

    আচ্ছা আপনি এত বড় পোস্ট কিভাবে করেন?
    আপনার secrete টা কি ভাই?

    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হা,হা,হা……
      ভাইয়া,
      সিক্রেট জানতে চান?
      আমার সিক্রেট হলো,
      পরিশ্রম,একাগ্রতা ও হেল্প করার মনোভাব।
      সবাই যদি এগুলো ধারণ করতে পারে,তখন সবাই করবে এরকম পোষ্ট।
  45. mshadin363 Contributor says:
    আমার মোবাইল রুটেড করা।
    তো Zarchiver আছে। বাট Es file Explorer নেই।
    তো Zarchiver দিয়ে সব কাজ হবে কি?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ফাইল ম্যানেজার যেটা হবে হোক,রুট সাপোর্ট করলেই হলো।
      Zarchiver তো রিয়াদ ভাইয়ের ফেভারিট।
      উনি এটা দিয়েই তো সব করতেন।
    2. mshadin363 Contributor says:
      root নামের ফোল্ডারটি খুঁজে পেয়েছি কিন্তু Data/Data/com.nextwave.wcc2 এই ফোল্ডারগুলো তো পাচ্ছি না। তাই কিছু আনলকও করতে পারছি না। প্লিজ হেল্প করেন……..?
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আপনার ফোন নিশ্চয় রুট করা নেই।
      তাই আসছেনা।
      রুট করা থাকলেও হয়তো Super User পারমিশন দেয়া নেই।
      চেক করে দেখুন।
    4. mshadin363 Contributor says:
      Super user permission কিভাবে দিব?
    5. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আপনি রুট ক্যাটাগরিতে ঢুঁ মারুন।
      আর কোন ফাইল ম্যানেজার ইউজ করেন?
      অনেকসময় এই পারমিশন ফাইল ম্যানেজারেই অফ থাকে।
      আমার ফেভারিট X-Plore ও FX F.E.
      ইউজ করতে পারেন।
    6. mshadin363 Contributor says:
      kingroot দিয়ে Samsung 4.2.2 (GT-S7582) রুট করছি। আর ফাইল ম্যানেজার Zarchiver & ES File Explorer ব্যবহার করি।
    7. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      তাহলে তো হওয়ার কথা।
      আমি ঠিক বুঝতে পারছিনা আপনার সমস্যাটা কোথায়।
      দেখলে হয়তো বুঝতাম।
    8. mshadin363 Contributor says:
      X-Plore দিয়ে কাজ করেছে। কিন্তু আপনি যে বললেন <>……….<> এভাবে সার্চ করে শুধু stadium এর টি পেয়েছি কিন্তু ওভারর ও টুনারমেন্ট এগুলো খুঁজে পাচ্ছি না?
    9. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      একটু কষ্ট করে খুঁজে দেখুন।
      সবগুলোই পাবেন।
      কাছাকাছিই আছে।
  46. Avatar photo Antou Rhaman Nil Contributor says:
    আরেকবার ফাটিয়ে দিলেন।আপনার সবগুলো পোস্ট আমি পড়েছি।তথ্যবহুল……..এভাবে সবাই পোস্ট করলে,আরো চমৎকার হতো।
    এই সাইটটি।
    আশা করি,আপনি চালিয়ে যাবেন।আর হ্যাঁ
    সামনে তো ফুটবল বিশ্বকাপ,তখনতো সবাই ওই উন্মাদনায় মাতবে।
    তাই ফুটবল গেমগুলো নিয়ে কিছু লেখতে পারেন।বিশেষ করে We 2012 সম্পর্কে।
    ধন্যবাদ।
    এরপর আশা করি,ক্রিকেটগেম সম্পর্কিত কোনো পোস্ট হবে।বিশেষ করে WCC2….. ?????✌✌✌?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ধন্যবাদ।
      ফুটবল গেইম সম্পর্কে ও করেছি তো!
      Wining Eleven তো খুবই সাধারণ একটা গেইম।
      আলাদাভাবে পোষ্ট করার মত কিছু নেই এই গেইমে।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  47. Avatar photo সজিব হাসান Contributor says:
    অসাধারণ পোষ্ট।।tnx ইমরুজ ভাই।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      উপরের স্ক্রিনশট দেখো,
      আমাদের ক্রিকেট টিম নিয়ে খেলা পুরাতন স্ক্রিনশট।
      ২০১৬ সালের ছিলো মনে হয়!
      কক্সবাজারে যেগুলো খেলেছিলাম।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ?
    2. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  48. Razibul Hasan Badhon Author says:
    অসাধারণ পোস্ট ভাইয়া।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    2. Razibul Hasan Badhon Author says:
      আপনাকে স্বাগতম।
  49. Avatar photo I ahmed Contributor says:
    Nc Post Vai,
    Bt Ato Boro Post!
    Bt Onkkon Thore Porlam
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  50. Avatar photo HashTrick Contributor says:
    Headline/Title Porsi sudhu 🙂
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      সেকি ভাইয়া!
      কেনো?
      পোষ্ট উপকারে আসেনি বুঝি?
    2. Avatar photo HashTrick Contributor says:
      Ami esob Cricket game khelina tai…pore lav nai…ar tomar lekha post tai valoi hobe ?☺️
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ওহ আচ্ছা।
      ধন্যবাদ।
  51. Avatar photo Jibon Roy Author says:
    post dekhe buijha felaichi ata emrus vi
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কিভাবে বুঝলেন,ভাইয়া?
      এমন কি আছে টাইটেলে?
      থার্ড ব্র‍্যাকেট তো অনেকেই দেয়।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  52. Avatar photo Taslimul Islam Contributor says:
    Title dekhe buje geci eta Emrus vai.. tnx bro..
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      সবাই টাইটেলে দেখে বুঝে কিভাবে?
      আমি নিজেই তো বুঝিনা!
    2. Avatar photo Taslimul Islam Contributor says:
      apnar title gula akdom sobar theke alada tai buje jai…
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      একদম সাদামাঠা টাইটেল দিতে চেষ্টা করি।
      আকর্ষণীয় শিরোনাম দিয়ে অহেতুক ভিউয়ার্সদের বিভ্রান্ত করতে চাইনা।
      যেমন টাইটেল তেমন পোষ্টই তো হওয়া চাই।
    4. Avatar photo Taslimul Islam Contributor says:
      ji vaiya
  53. Avatar photo Taslimul Islam Contributor says:
    Amn kicu post er jonno trickbd te asa
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ,ভাইয়া।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হ্যাঁ,ভাইয়া।
      ২৮০+ করাটাও তেমন কষ্টের না এখন।
      আমার স্ক্রিনশটগুলো ২০১৬ সালের শেষেরদিকের।
      ল্যাপটপে পেয়ে আপলোড দিলাম।
  54. Avatar photo Rasel Mahmud Contributor says:
    Trick bd supprt team please. amr post gula aktu dekhen…
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এখানে তো সাপোর্ট টিম নেই।
      আপনি ট্রেইনার রিকুয়েস্ট পাঠিয়ে অপেক্ষা করুন।
      আমি প্রায় ৬ মাস অপেক্ষা করেই ট্রেইনার হয়েছিলাম।
    2. Avatar photo Rasel Mahmud Contributor says:
      Kivabe aita korte hoi
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      এটাতে ক্লিক করলেই রিকুয়েস্ট সেন্ড হয়ে যাবে।
      https://trickbd.com/trainer-request
  55. Nasir Contributor says:
    vai,Hablu,Misaru eirokom Team kemne baniyecen?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এগুলো ২০১৬ সালের স্ক্রিনশট।
      তখন গেইম এতটা উন্নত ছিলোনা।
      তাই নামগুলো এরকম এলোমেলো।
      পোষ্টে দেয়া ফাইলে সব ফিক্স করা হয়েছে।
      আর আমাদের টিমটা নাম ইডিট করে বানিয়েছি।
    2. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আর যে টিমের কথা বলছেন,সেগুলো অনলাইনে খেলেছি।
      অনলাইনে বাস্তবে যে ম্যাচগুলো হচ্ছে,সেগুলো গেইমে খেলা যায়।
      তাই সব টিমই পাওয়া যায়।
      এগুলো ইন্ডিয়ার ঘরোয়া লিগের টিম।
    3. Nasir Contributor says:
      Nam Edit kore Rongpur Raiders dibo kemne
    4. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      নট পসিবল ভাইয়া।
      নতুন আপডেটে ঘরোয়া লিগ আছে।
  56. Avatar photo Salman Abir Munna Author says:
    post ki stick e rakcen.
    ar bonus o pailen koto.u r great trainer bro.
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কই ভাইয়া?
      স্টিকি নয় তো!
      আমার আর IT-Expert ভাইয়ের দুটি পোষ্ট লিস্টে একটু এগিয়ে এনেছে শুধু।
      হ্যাঁ,মোটামুটি বোনাস পেয়েছি বটে!
  57. Nasir Contributor says:
    Nam Edit kore Rongpur Raiders
    dibo kemne
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      এভাবে ডাইরেক্ট টিম নেম চেঞ্জ করা যাবেনা।
      বিপিএল চললে তখন প্রতিদিনের ম্যাচগুলোর ইভেন্ট গেইমে পাবেন।
      ওখান থেকে খেলতে পারবেন।
      সব দল ও প্লেয়ার থাকবে।
      নেক্সট ভার্সনে হয়তো এরকম ঘরোয়া লিগ ও থাকবে।।
      NextWave নাকি এবার BigAnt কে হায়ার করেছে WCC 2 এর জন্য।
      সেরা ক্রিকেট গেম ডেভেলপ করে BigAnt।
      ওদের তৈরি ডন ব্রাডম্যান ক্রিকেট,আমি ল্যাপটপে ওটাই খেলি।
      একদম বাস্তবের মত।
  58. Nasir Contributor says:
    Wcc2 ebar ki ki update niye aste pare?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      বেশি আইডিয়া নেই।
      অফিসিয়ালি কোনো ঘোষণা দিচ্ছেনা আর।
      তাই।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  59. Avatar photo Shaikat_AB Contributor says:
    Icc pro cricket apk not installed dekhasse
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনার ফোনের কনফিগারেশন মিলেনা।
      তাই এরকম দেখাচ্ছে।
      তাই সকলের উচিৎ সরাসরি প্লে স্টোর থেকেই ডাউনলোড দেয়া।
  60. Md Fazla Rabby Contributor says:
    Ato boro post age dhake ni….great post…
    [[[♥♥POST OF THIS YEAR♥♥]]]
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কি বলেন ভাইয়া?
      আমার প্রোফাইল চেক করুন।
      এটা তো অনেক ছোট!
      আগেরগুলো তো আরো বড়!
      যাইহোক,ধন্যবাদ।
  61. Avatar photo Jëwêľ Řãňå Author says:
    ভাই wcc2 এর কম এমবির কোনো ভারসন আছে? আমার ফোনটা ৪১২ র্যাম এর তাই এটা খেলতে পারিনা।
    1. mshadin363 Contributor says:
      প্রশ্নঃ WCC2 এর কম এমবির কোনো ভার্নস আছে? আমার ফোনটা ৪১২ এমবি র্যাম এর তাই এটা খেলতে পারিনা।

      উত্তরঃ apkpure.com এ যান এবং উপরে ডান কোণায় সার্চে ক্লিক করে WCC2 লিখে সার্চ দিন। তারপর WCC2 তে ক্লিক করুন। নতুন পেজ ওপেন হলে টাচ করে পেজের মাঝামাঝি বরাবর যান এবং অনেকগুলো ভার্সন দেখতে পাবেন। এর থেকে সবচেয়ে পুরাতনটি ডাউনলোড করুন। ৫০-৫৫ এমবির মধ্যে হবে। এবার খেলতে থাকুন।

    2. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      এখানে র‍্যামের চেয়ে প্রসেসরের গুরুত্বটাই বেশি।
      পুরাতন ভার্সনগুলো কম এমবির।
  62. Jonh123 Contributor says:
    hack করার পরে log in করা যাবে এবং hack করে কত লাখ coin নিতে পারবো। প্লিজ কেউ বলুন!?
    1. mshadin363 Contributor says:
      প্রশ্নঃ হ্যাক করার পরে log in করা যাবে এবং হ্যাক করে কত লাখ coin নিতে পারবো। প্লিজ কেউ বলুন?

      উত্তরঃ Legally hacking করলে লগিন করা যাবে। এবং Legally hacking করে আনলিমিটেড Coin নেয়া যাবে।

    2. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
      রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য।
  63. Avatar photo masom Contributor says:
    imroj vai, file dwonload korte parcena. google drive file ta up den plz vai
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ড্রাইভে আপলোড দিতে যে এমবির দরকার,তা নেই।
      আপনি বরং apkpure থেকেই ডাউনলোড করে নিন।
  64. Avatar photo Tahsin Author says:
    ডাবল সেঞ্চুরি আমার বলে। ২০০ তম কমেন্ট।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হা,হা,হা…
      তাহসিন ভাই,
      আপনার রেকর্ড অনেক আগেই ভেঙে দিয়েছে।
    2. Avatar photo Tahsin Author says:
      সেটা প্রথম ছিল এবার ২য় বার। ????????
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      হা,হা,হা,হা…..
  65. Avatar photo SM_Nahid Contributor says:
    ইমরুজ ভাই আপনার ফেসবুক আইডি দেন
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      পোষ্টের শেষে দেখুন।
  66. Avatar photo SM_Nahid Contributor says:
    ভাই ১০ অভারে তো খেলা যায় না
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো ভাইয়া?
      সবই তো আনলক হবে।
  67. Tarek Contributor says:
    thnx for sharing
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
  68. Sami Contributor says:
    অসাধারণ ভাই অসাধারণ।
    আপনার প্রশংসা করার মত ভাষা আমার নাই
    শুধু এটাই বলবো

    অসাধারণ ভাই অসাধারণ

    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      অনুপ্রাণিত হলাম।
  69. Sami Contributor says:
    ভাই আমি এই গেমের লেটেস্ট version এর আগের version টা হ্যাক করেছিলাম অক্টোবর ২০১৭ দিকে।ওটা পরে Uninstall করে দিই।গুগল প্লে গেমস এ সাইন ইন করা ছিলো।এখন যদি আমি লেটেস্ট version টা ইন্সটল করে সাইন ইন করি তাইলে কি আমার পুরোনো ডাটা ফিরে পাবো?নাকি আবার হ্যাক করতে হবে।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      জ্বী,ভাইয়া।
      যদি সঠিকভাবে সাইন ইন করে থাকেন,তাহলে সবকিছু ফিরে পাবেন।
      তবে নতুন আপডেটে প্রচুর সমস্যা আছে।
      ফলে আপনার আগের ডাটা পরিবর্তন হতে পারে।
      যেমন: সব কয়েন উধাও।
      পরিসংখ্যানে ভুল।
  70. Avatar photo Black Hunter Contributor says:
    Zip File er Password ki vai?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      মনে হয় পোষ্ট পুরোটা পড়েননি।
      নিচেরদিকে বড়বড় হরফে দেয়া আছে।
  71. Avatar photo Oliur Rahman Miraz Author says:
    ট্রিকবিডির ইতিহাসে সেরা পোস্ট বলে আমি মনে করি। ?
    আপনার পোস্টে কমেন্ট করার জন্যই দীর্ঘদিন পর লগিন করলাম।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ,ভাইয়া।
      উৎসাহ পেলাম।
  72. Avatar photo Imran Subscriber says:
    একেবারেই অসাধারণ
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      Thanks.
  73. Avatar photo MD PIAS Contributor says:
    Awesome bro
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      Thanks
  74. Avatar photo Shahalamnahid Contributor says:
    teen Patti mod game ace ki?

Leave a Reply