এই পোস্ট পড়লে জিটিএ ফাইভ নিয়ে আপনাদের সব ধারণা ক্লিয়ার হবে।
এক দা এক সময়ে GTA V এর পেছনে অনেক টাকা খরছ করেছি।কিন্তু এন্ড্রইড এ খেলতে সফল হই নি। অনেক রিসার্চ এর পর জানতে পারলাম কিছু তথ্য। এই গেইম কি আসলেই মোবাইলে খেলা যায়?
১. না যায় না। সম্ভব নয়।
২. সম্ভব খেলা যায়।
এখন নিচে এই দুই বিষয়ে আলোচনা করি।
প্রথমত খেলা যায় না
১. ট্রিকবিডিতে এ নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে।
২. জিটিএ ফাইভ খেলা যায় না এইসব, তাই আমি আবার একই
বিষয় রিপিট করতে চায় না।
৩. নিচে লিনক দিলাম কেন খেলা যায় না ট্রিকবিডির আগের পোস্ট পড়ে নিবেন।
সুহান ভাই এর পোস্ট
খেলা যায় কিন্তু কীভাবে?
এই প্রশ্নের উত্তর এর জন্য প্রথমে আপনাকে কিছু বিষয়ে জানতে হবে। তা হল ক্লাউড কম্পিউটিং কি ও কীভাবে কাজ করে।
শর্টকাট:
ক্লাউড কম্পিউটিং হল এমন এক মাধ্যম যেখানে আপনি বাসায় বসে দূরের এক কম্পিউটার ভাড়া নিবেন এবং তা আপনার ফোন বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে চালাবেন। এতে আপনার নেট কানেকশন এর প্রয়োজন পরবে এবং তাদের টাকা পে করতে হবে।
বিস্তারিত:
রিয়াদ ভাই এর পোস্ট
কীভাবে খেলবেন Android এ GTA-V ফ্রী?
১. প্রথমত আপনার খেলার চান্স আছে ১০ পারসেন্ট। ( আমি খেলতে পারিনি )
২. কারণ ক্লাউড কম্পিউটিং কেউ ফ্রী তে দিতে চায় না।
৩. কিছু কিছু অ্যাপ আছে যা ফ্রীতে দেয় কিন্তু তার জন্য লম্বা লাইনে দাড়াতে হয়।
যেমন: Vortex,Cloud Gaming, liquidsky
৪. আমি ক্লাইড গেমিং ট্রাই করি প্লে স্টোর থেকে অ্যাপ টি নামাই।
৫. সাইন আপ যা করার করে ফ্রী ট্রাইল এ ক্লিক করি।
৬. কিন্তু জিটিএ ফাইব কোথাও খুজে পাই নি।
৭. শেষ পর্যন্ত Fifa চালু করি।
৯. কিন্তু আমার নেট কানেকশনের ফলে গেইম কীভাবে চলসে তা স্ক্রিনশট দেখলে বুজবেন।
১০. তাই সকল চেষ্টা বাদ দিয়ে নিচের উপায় অবলম্বন করলাম।
আপনারা যা করবেন
আমি খেলতে না পারলেও আপনাদের চান্স আছে। তাই যারা বেশিই খেলতে চান তারা গুড কানেকশন নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পরুন। আশা করি খেলতে পারবেন। এখন আপনাদের এই ধারনা ক্লিয়ার হলে আমি বলতে পারি আপ্নারা এখন সেই পর্যায়ে আছেন যেইখানে ইউটিউব/অন্য জায়গায় কোনো ফাউল পোস্ট করা ( জিটিএ ) হলে আপ্নারা বুজতে পারবেন। তা কতটুকু সত্যি। এই পোস্ট এ অনেক ভুল থাকতে পারে। তাই কমেন্টে জানিয়ে দিয়েন সংশোধব করব। আর নেক্সট পোস্ট কি নিয়ে করব তা আপনাদের থেকে জানতে চায়।