এই পোস্ট পড়লে জিটিএ ফাইভ নিয়ে আপনাদের সব ধারণা ক্লিয়ার হবে।
এক দা এক সময়ে GTA V এর পেছনে অনেক টাকা খরছ করেছি।কিন্তু এন্ড্রইড এ খেলতে সফল হই নি। অনেক রিসার্চ এর পর জানতে পারলাম কিছু তথ্য। এই গেইম কি আসলেই মোবাইলে খেলা যায়?
১. না যায় না। সম্ভব নয়।
২. সম্ভব খেলা যায়।
এখন নিচে এই দুই বিষয়ে আলোচনা করি।


প্রথমত খেলা যায় না


১. ট্রিকবিডিতে এ নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে।
২. জিটিএ ফাইভ খেলা যায় না এইসব, তাই আমি আবার একই
বিষয় রিপিট করতে চায় না।
৩. নিচে লিনক দিলাম কেন খেলা যায় না ট্রিকবিডির আগের পোস্ট পড়ে নিবেন।
সুহান ভাই এর পোস্ট

খেলা যায় কিন্তু কীভাবে?


এই প্রশ্নের উত্তর এর জন্য প্রথমে আপনাকে কিছু বিষয়ে জানতে হবে। তা হল ক্লাউড কম্পিউটিং কি ও কীভাবে কাজ করে।
এই বিষয় নিয়েও আগে পোস্ট হয়েছে তাই বিস্তারিত কিছু বলব না।
শর্টকাট:
ক্লাউড কম্পিউটিং হল এমন এক মাধ্যম যেখানে আপনি বাসায় বসে দূরের এক কম্পিউটার ভাড়া নিবেন এবং তা আপনার ফোন বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে চালাবেন। এতে আপনার নেট কানেকশন এর প্রয়োজন পরবে এবং তাদের টাকা পে করতে হবে।
বিস্তারিত:
রিয়াদ ভাই এর পোস্ট

কীভাবে খেলবেন Android এ GTA-V ফ্রী?


১. প্রথমত আপনার খেলার চান্স আছে ১০ পারসেন্ট। ( আমি খেলতে পারিনি )
২. কারণ ক্লাউড কম্পিউটিং কেউ ফ্রী তে দিতে চায় না।
৩. কিছু কিছু অ্যাপ আছে যা ফ্রীতে দেয় কিন্তু তার জন্য লম্বা লাইনে দাড়াতে হয়।
যেমন: Vortex,Cloud Gaming, liquidsky

৪. আমি ক্লাইড গেমিং ট্রাই করি প্লে স্টোর থেকে অ্যাপ টি নামাই।
৫. সাইন আপ যা করার করে ফ্রী ট্রাইল এ ক্লিক করি।



৬. কিন্তু জিটিএ ফাইব কোথাও খুজে পাই নি।
৭. শেষ পর্যন্ত Fifa চালু করি।
৮. ১০ মিনিট লাইনে দাড়ানোর পর লাইন পাই।
৯. কিন্তু আমার নেট কানেকশনের ফলে গেইম কীভাবে চলসে তা স্ক্রিনশট দেখলে বুজবেন।

১০. তাই সকল চেষ্টা বাদ দিয়ে নিচের উপায় অবলম্বন করলাম।

আপনারা যা করবেন


আমি খেলতে না পারলেও আপনাদের চান্স আছে। তাই যারা বেশিই খেলতে চান তারা গুড কানেকশন নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পরুন। আশা করি খেলতে পারবেন। এখন আপনাদের এই ধারনা ক্লিয়ার হলে আমি বলতে পারি আপ্নারা এখন সেই পর্যায়ে আছেন যেইখানে ইউটিউব/অন্য জায়গায় কোনো ফাউল পোস্ট করা ( জিটিএ ) হলে আপ্নারা বুজতে পারবেন। তা কতটুকু সত্যি। এই পোস্ট এ অনেক ভুল থাকতে পারে। তাই কমেন্টে জানিয়ে দিয়েন সংশোধব করব। আর নেক্সট পোস্ট কি নিয়ে করব তা আপনাদের থেকে জানতে চায়।

55 thoughts on "[GTA-V] Android-এ খেলা সম্ভব।? [GTA-V] Android-এ খেলা সম্ভব নয়।?"

  1. Ex Programmer Contributor says:
    Gta v Gloudgames এর গেইমস্টোরে আসছে?
    1. YASIR-YCS Author Post Creator says:
      মানে?
    2. Ex Programmer Contributor says:
      মানে Gloudgames এপ এ Gta v আছেকী?
    3. YASIR-YCS Author Post Creator says:
      হুম। ইউটিউবে দেখছি আছে। এই কারণেই ডাউনলোড করি তবে ঢুকে দেখি নাই। ওরা মনে হয় কোনো মোড অ্যাপ ইউস করছিল?
  2. Ex Programmer Contributor says:
    আর Gta v android এ খেলা যায় এর জন্যে Gta v install থাকা পিসি+অনেক এম্বির প্রয়োজন!
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম।। ঝামেলা আর ঝামেলা।
  3. Mehedi khan Subscriber says:
    পোস্ট সুস্পষ্ট করে বোঝাতে হবে নয়তো ট্রেইনার পদ হারাতে হবে যার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না
    1. Ex Programmer Contributor says:
      সবকিছুই পোস্টে রয়েছে,আপনি দেখুন!
    2. YASIR-YCS Author Post Creator says:
      হুম
    3. Trickbd Support Moderator says:
      হা,হা,হা……………।
      আপনার পদ নিয়ে শঙ্কা আছে।
    4. Mehedi khan Subscriber says:
      আমি এখন থেকে আপনার কাজে হেল্প করবো দেখি কে কথা বলে ট্রিকবিডির বিপক্ষ
      ফেসবুকে আসেন তো

      https://.facebook.com/iboymehedikhan

    5. YASIR-YCS Author Post Creator says:
      আমি পোস্ট করলাম এই জিটিএ android এ খেলা যায় না কি যায় না। এখানে কীভাবে খেলবে তা নিয়ে ত পোস্ট করি নি। আর ক্লাউড কম্পিউটিং/ জিটিএ খেলা যায় না তা পোস্ট এ দিলে আপনি বলবেন এক পোস্ট বার বার কেন?… আবার আমার পোস্ট এক জনে বুজছে আরেকজন বুঝে নি। এর মানে কি আমার পোস্ট এ ভুল থাকলে যে বুঝছে সে বুজল কেম্নে? আর আমি নীতিমালা ভাংলাম বলে ত মনে হয় না। ট্রিকবিডির সব রুলস মনে আছে আমার।

      কথাগোলো একটু বুইজেন।

    6. Trickbd Support Moderator says:
      Good Post
    7. YASIR-YCS Author Post Creator says:
      ????
    8. Mr. Perfect Author says:
      Modarator ভাই Mehedi Khan এই লোক নিজেরে Admin প্যানেলের লোক হিসাবে দাবি করে. আপনি আমার Last Post এর কমেন্ট গুলা দেখুন PLZ
    9. Trickbd Support Moderator says:
      কিছুই না উনি।
      উনাকে এরকম কর্মকান্ড চালিয়ে গেলে ব্যান করা হবে।
    10. YASIR-YCS Author Post Creator says:
      আমার একটি পোস্ট সরাসরি দেখা যাচ্ছে না কারণ কি। আর্নিং পোস্ট। ডিলেট হয়ে গেছে বিলে নোটিস আসছে কিন্তু এখনো পোস্ট দেখা যাচ্ছে। ট্রিকবিডি সাপোর্ট এ মেইল পাঠিয়েছি। একটু দেখবেন…
  4. Anik Contributor says:
    2020 shal er vitor gta v android er jonno launch korbe.
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম। যেতে পারে।
  5. Anik Contributor says:
    gta 5 2020 year er vitor android e pawa jabe sunlam
    1. YASIR-YCS Author Post Creator says:
      তবে তা অনেক টাইম?
  6. Anik Contributor says:
    dhur comment awating moderation show kore kn
    1. YASIR-YCS Author Post Creator says:
      আসছে ত
    2. Anik Contributor says:
      ase nai. j ta likcilam 1sst we
    3. YASIR-YCS Author Post Creator says:
      ?
    4. Anik Contributor says:
      ager comment duita ekhon show korce
    5. YASIR-YCS Author Post Creator says:
      Hmm.
    1. YASIR-YCS Author Post Creator says:
      থেনকু
  7. Rasel Mahmud Contributor says:
    Fb account dan
    1. YASIR-YCS Author Post Creator says:
      যা বলার এইখানে বলেন?
      ট্রিকবিডি এর একটা রোলস আছে হয়ত
      হেল্প কমেন্টে করতে?
  8. Rasel Mahmud Contributor says:
    Cloud gaming korsi bit kub mb Kai ar 20-30 minutes kela Jai unlimited kivabe kela jabe
    1. YASIR-YCS Author Post Creator says:
      আনলিমিটেড খেলতে তাদের পে করতে হবে।
    1. YASIR-YCS Author Post Creator says:
      না। এটা যেহেতু সারভারের সাথে যুক্ত….
      মূল কথা: এটি অনলাইনে খেলতে হয় তাই হ্যক এর প্রশ্নই উঠে না।
      যেমন: ক্লেশ অফ ক্লেন।
      যদি কেউ ফ্রীতে আপনাকে ক্লাউড ব্যবহার করতে দেয় তাহলে পেতে পারেন।
      কিন্তু ফ্রী কেউ দেয় না আমার জানা মতে।
  9. Nafis H Sanzid Author says:
    gta v emulator diye khela jay……youtube e dekhsilm
    1. YASIR-YCS Author Post Creator says:
      Youtube এ আরো কত দেখবেন।??
      চোখের সামনে কিছু দেখলে বইলেন?
    2. Nafis H Sanzid Author says:
      na vai oita real chilo but real gta v silo na??
    3. YASIR-YCS Author Post Creator says:
      Gta San এর মোড হতে পারে।?
  10. Rasel Mahmud Contributor says:
    Lekhar modhe link kivabe dite hoi
    1. YASIR-YCS Author Post Creator says:
      [url=লিনক]কোনো কথা[/url]
    1. YASIR-YCS Author Post Creator says:
      Hmm
  11. Rasel Mahmud Contributor says:
    Vai kaj hoina.[url=mega.nz/#!VhskHB7D!q2lxY6a1zx5PkUxOh26l_m-I_B9QdBsqHt_qZgG9mL0] downloaded [/url]
    1. YASIR-YCS Author Post Creator says:
      স্পেস গোলো কেটে দিন ]ডাউনলোড[/url]
  12. Rasel Mahmud Contributor says:
    [url=mega.nz/#!VhskHB7D!q2lxY6a1zx5PkUxOh26l_m-I_B9QdBsqHt_qZgG9mL0]Download[/url]
  13. TH3 G0DF@T(=)3R Contributor says:
    গড়ে কি পরিমাণ মেগাবাইট খরচ হতে পারে প্রতি মিনিটে?
    1. YASIR-YCS Author Post Creator says:
      4-5MB
    1. YASIR-YCS Author Post Creator says:
      ?
    1. YASIR-YCS Author Post Creator says:
      ?

Leave a Reply