Be a Trainer! Share your knowledge.
Home » Games Review » [MEGA POST] প্লে-স্টোর অভিযান – পর্ব ৩,৪ – শেষ পর্ব (হাই-গ্রাফিক্সের গেম + ফটো এডিটিং অ্যাপ + বাংলাদেশী গেম এবং অ্যাপ)

[MEGA POST] প্লে-স্টোর অভিযান – পর্ব ৩,৪ – শেষ পর্ব (হাই-গ্রাফিক্সের গেম + ফটো এডিটিং অ্যাপ + বাংলাদেশী গেম এবং অ্যাপ)

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই পর্ব অনেক দেরিতে পোষ্ট করার জন্য। আসলে ব্যক্তিগতভাবে অনেক সমস্যায় ছিলাম সেজন্য আমি পোষ্ট করতে পারিনি। তাই এটা এই পর্বভিত্তিক পোষ্ট এর পর্ব ৩/৪ বলতে গেলে শেষ পর্ব। হাতে সময় কম থাকায় সবগুলো একসাথে দিচ্ছি। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক…
.

পর্ব ৩,৪ (শেষ পর্ব)


পর্ব ১ দেখে আসুন


পর্ব ২ দেখে আসুন


.
অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিছু হাই-গ্রাফিক্সের গেমের রিভিউ দিতে, আবার অনেকে আরো অজানা অ্যাপ সম্পর্কে জানতে চেয়েছিলেন। একজন রুটেড অ্যাপ নিয়ে পোস্ট দিতে বলেছিলেন, ভাইয়া, রুটেড অ্যাপ নিয়ে ট্রিকবিডিতে অনেক পোষ্ট আছে। তো আজ আমি কিছু হাই-গ্রাফিক্স গেম এবং কিছু ফটো এডিটর এবং কিছু বাংলাদেশি অ্যাপ এর সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরবো। তাই সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনুরোধ করলাম। সময় কম থাকার কারণে কোন স্ক্রিনশট দিচ্ছিনা, সেইজন্য আমি ক্ষমাপ্রার্থী।
.

হাই-গ্রাফিক্স রেসিং গেম

১) Real Racing 3
.
PLAY STORE LINK
.
Apk Size : 68 MB
Data Size : 2 gb
.
বিস্তারিত : আমার খেলা সবচেয়ে সেরা গ্রাফিক্সের গেমের মধ্যে অন্যতম এইটা। 4.6 গ্রাফিক্স রেটিং প্রাপ্ত সাথে রেসিং গেমের মধ্যে ৪র্থ স্থান দখল করে আছে এই গেমটি। এর কন্ট্রোল এর সাথে গেমপ্লেও দারুণ। কিন্তু কম র‍্যামের ফোনে ল্যাগ করবে।
.
২) Demolition Derby 2
.
PLAY STORE LINK
.
Size : 92 MB
.
বিস্তারিত : ওপেন-ওয়ার্ল্ড রেসিং পছন্দ করেন? তাহলে এই গেমটি আপনার জন্য। অসাধারণ গ্রাফিক্সের সাথে এতে রয়েছে চমৎকার কন্ট্রোল। এর অন্যতম মজার বিষয় হলো আপনি গাড়ি চালানোর সময় ট্রফিক এ পড়তে পারেন। সেটা যদি আপনি রেস করেন অথবা টেস্ট ড্রাইভে যান। ট্রাফিক থাকবেই। আর ভাঙচুর তো আছেই।
.
৩) CSR Racing 2
.
PLAY STORE LINK
.
Size : 1.47 gb
.
বিস্তারিত : যদি আপনার ফোনের র‍্যাম ২ জিবি+ হয়ে থাকে। এবং ভালো চিপসেট এর হয়, তাহলে এই গেমের চেয়ে ভালো গেম পাবেন না। বলতে পারেন Ashphalt 8 এর চেয়ে ভালো, কিন্তু তা একেবারেই নয়। এর কাছেও Ashphalt নাই। আপনার গাড়িটি আপনি নিজের মতো কাস্টমাইজেশন এর সুযোগ পাবেন। গেমটি আমি খেলেছি কি আর বলবো এম্বি বৃথা যায়নি।
.
৪) Rival Gears Racing
.
Size : 254 MB
.
PLAY STORE LINK
.
বিস্তারিত : রেসিং কার লাভার? সাথে একটু কম মেগার মধ্যে ভালো গ্রাফিক্সের গেম চাচ্ছেন? তাহলে এটা খেলুন। ২৫০ এম্বির মধ্যে এর গ্রাফিক্স দেখে টাস্কি না খাইলে আমি দায়ী না। গাড়িগুলো নজর কাড়ার মতো।
.

Best Graphics Game Ever


.
৫) Dead Trigger 2
.
PLAY STORE LINK
.
Size : 498 mb
.
বিস্তারিত : FPS শুটিং গেম পছন্দ করেন? তাহলে এই গেম আপনার জন্য। জম্বি কিলিং এবং নানান নজরকাড়া অস্ত্র রয়েছে। সাথে এই গ্রাফিক্স এর তো কথাই নেই। তাই খেলে প্রমাণ করুন আপনার কিলিং এর দক্ষতা।
.
৬) Galaxy Reavers
.
PLAY STORE LINK
.
Size : 136 MB
.
বিস্তারিত : 3d গ্রাফিক্স এর সাথে অসাধারণ একটি Strategy গেম। মিশন + স্টারশিপ বিল্ড করা + আপগ্রেড করা + অ্যাটাক করা ইত্যাদি। এই গেমের তুলনা হয়না। বলতে গেলে অসাম?।
.
৭) Orbia – Beta Version
.
PLAY STORE LINK
.
Size : 36 mb
.
বিস্তারিত : গেমটি এখনো পুরোপুরি রিলিজ হয়নি। ১০০০টি লেভেল সমৃদ্ধ এই গেমটি। এটাকে আপনি Angry Birds এর সাথে সাদৃশ্য করে কোন ফল পাবেন না। কারণ এটা সম্পূর্ণ ভিন্ন ধাচের একটি গেম। আপনি কত পর্যন্ত উড়তে পারেন তা একবার খেলে দেইখেন।
.
৮) Music Racer
.
PLAY STORE LINK
.
Size : 52 mb
.
বিস্তারিত : নিজের গানের সাথে তাল মিলিয়ে রেসিং করতে চাইলে এই গেমটি ইন্সটল করুন। ভিন্ন কনসেপ্ট এর একটি গেম। গ্রাফিক্স নিয়ে চিন্তা করবেন না কম র‍্যামের ফোনেও ভালো গ্রাফিক্স পাবেন।

.

Personal Used Photography Apps


.
আমি অনেক ফটো এডিটিং এপ্স ব্যবহার করেছি। কিন্তু সবগুলোই যে ভালো তা বলবো না। একজন আমাকে FB তে নক করে বললো, ” ভাইয়া, পরের পর্বে আপনার পার্সোনালি ব্যবহার করা কয়েকটা ফটো এডিটিং অ্যাপ এর রিভিউ দিয়েন।” আমার ফোনে ফটো এডিটিং যে দুটো অ্যাপ ইন্সটল আছে সেগুলোর রিভিউ দিচ্ছি।
.
৯) Snapseed by Google
.
PLAY STORE LINK
.
বিস্তারিত : এই এডিটর এর সুবিধা হলো এর মাধ্যমে যেকোন ফটোর Brightness, Contrast, Ambiance সহজেই এডজাস্ট করতে পারবেন। এছাড়াও এতে থাকা Portrait মোড যা আপনার ছবিকে অসাধারণ লুক দিবে। সাথে নানান ইফেক্ট। এর মূল বিষয় হলো এতে আপনার পিকচার কোয়ালিটি একটুও নষ্ট হবে না।

.
১০) LightX
.
PLAY STORE LINK
.
বিস্তারিত : বিশ্বের ১ নং ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপ অন্যসকল অ্যাপকে হার মানিয়ে দিবে। এর হাজারো সুবিধা আছে যা এখানে বলে শেষ করতে পারবোনা। একবার ইন্সটল করার পর বুঝবেন কেমন এটি।

.
Ques: PicsArt এর চেয়ে ভালো, তবে কেনো আপনি ওটার কথা উল্লেখ করলেন না?
Answer : হ্যা, ভাইয়া। PicsArt এ অনেক সুবিধা আছে, কিন্তু যখন আপনি এটি Export/Save করবেন তখনি এর পিকচার কোয়ালিটি পুরো নষ্ট হয়ে যায়। আমার 6+ এম্বির Dslr এর পিকের শুধু ব্যাকগ্রাউন্ড এর Sirtuation টা বাড়িয়েছিলাম, কিন্তু সেভ করার পর দেখ মাত্র ৬০০ কেবি আর জুম করলে সব ঝাপসা উঠে। তাহলে আপনারাই বলুন।[/b]
.

Bangladeshi Apps+Games


.
আমাদের বাংলাদেশেও প্রতিনিয়ত নানান গেম এবং অ্যাপ তৈরি হয়ে আসছে। কিন্তু সেগুলো ব্যবহারের লোকের অভাব প্রচুর। কারণ সবাই মনে করে বাংলাদেশি অ্যাপ/গেম গাঁজাখুরি ছাড়া আর কিছুই না। তাই এবার বাংলাদেশে তৈরি কিছু অসাধারণ অ্যাপ এবং গেম দেখে এই পর্ব শেষ করি।
.
১১) Heroes Of 71/ Mukti Camp/ Lost Ronin (All Game) by Mindfisher
.
এই ডেভেলপাররা বাংলাদেশের উন্নতিতে অনেক অবদান রেখে আসছেন। তাদের তৈরি গেমগুলোর গ্রাফিক্স + গেমপ্লে + কনসেপ্ট অসাধারণ। তাদের গেমগুলোর ডাউনলোড লিংকগুলো নিম্নরূপ :
Mukti Camp – PLAY STORE LINK
Heroes Of 71 – PLAY STORE LINK
Heroes Of 71 : Retaliation – PLAY STORE LINK
PLAY STORE LINK
.
১২) Amar Gram
.
PLAY STORE LINK
.
Size : 60 mb
.
বিস্তারিত : বাংলাদেশে তৈরি এই গেমটি কিন্তু মোটেও খারাপ নয়। গেমটিতে অনেক কিছুই শেখার আছে। সাথে এর গ্রাফিক্সকেও কিন্তু খারাপ বলা চলবেনা।
.
১৩) Nouka Baich
.
PLAY STORE LINK
.
বিস্তারিত : বাংলাদেশের নৌকা বাইচ নিয়ে তৈরিকরা অসাধারণ একটি গেম। এর গ্রাফিক্সকেও বাজে বললে চলবেনা। আমি খেলেছি, তাই কন্ট্রোলটা একটু ভিন্ন হলেও অসাধারণ একটি গেম।
.
১৪) Interavtive ICT
.
PLAY STORE LINK
.
Size : 5 mb
.
বিস্তারিত : আপনি যদি আইসিটি সাবজেক্ট নিয়ে পড়াশুনা করেন, তবে এই অ্যাপটি আপনার জন্য। এতে রয়েছে সকল আইসিটি বিষয়ক সমস্যার সমাধান এবং সিমুলেটর। অর্থাৎ সকল গাণিতিক সমস্যা লিখলেই তার উত্তর এসে পড়বে। এবং আপনার কোন প্রশ্ন থাকলেও এতে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এই অ্যাপের ডেভেলপারকে অসংখ্য ধন্যবাদ অ্যাপটি বানানোর জন্য।
.
আরো হাজারো বাংলাদেশি অ্যাপ আছে, কিন্তু সব অ্যাপই একইরকম। কনসেপ্ট একই যেমন : ওয়াইফাই হ্যাক + ফেসবুক হ্যাক + কম্পিউটারের শর্টকাট + এই বই, ওমুক বই। আর যেসব ব্রাউজার আছে সেগুলো এডে ভরপুর, কিন্তু লিখে দিয়েছে যে No Ads ???
.
আজ এটুকুই। আর এই “প্লে-স্টোর অভিযান ” শেষ করলাম। একটি পোষ্ট লিখতে অনেক কষ্ট করতে হয়। তাই দেরিতেই পোষ্ট করলাম।
সবাই ভালো থাকবেন।

আর মন্তব্য করতে ভুলবেন না।


প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি

6 years ago (Mar 11, 2018)

About Author (18)

Razibul Hasan Badhon??
author

..............

Trickbd Official Telegram

42 responses to “[MEGA POST] প্লে-স্টোর অভিযান – পর্ব ৩,৪ – শেষ পর্ব (হাই-গ্রাফিক্সের গেম + ফটো এডিটিং অ্যাপ + বাংলাদেশী গেম এবং অ্যাপ)”

  1. বন্ধু Contributor says:

    Darun sob bro..
    Dhonnobad…..

  2. Md. Alamin Author says:

    ফাটাফাটি পোষ্ট গেম আমার অনেক ভালো লাগে

  3. sabbir Author says:

    bhai real racing 3 er original size 3gb.nice post.

  4. Rasel Mahmud Contributor says:

    S’s Dan vai

    • Razibul Hasan Badhon?? Author Post Creator says:

      দুঃখিত ভাইয়া। স্ক্রিনশট দিতে পারিনি। কার‍ণ অনেকেই বলেছে তাড়াতাড়ি পোষ্ট করতে, তাই সময় সল্পতার কারণে, স্ক্রিনশট দিতে পারিনি। আর ব্যক্তিগত কিছু সমস্যা আছে। ধন্যবাদ।

    • Rasel Mahmud Contributor says:

      Edit kore add Dan

  5. NAYEEM ISLAM Contributor says:

    Wow ???? awesome post

  6. estear1122 Contributor says:

    Rival Gears Racing game ta offline naki online game?

  7. YASIR-YCS Author says:

    পোস্ট এ অনেক ভুল আছে + স্ক্রিনশট দেন।

  8. Unknown Person Contributor says:

    আপনার প্রতিটা পোস্ট অনেক ভালো লাগে…
    আফসোস হচ্ছে, প্লেস্টোর অভিযানের এইটক শেষ পর্ব ছিলো তাই.. 🙂
    আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকবো ভাঈ, আবার নতুন কিছু নিয়া আসবেন আশা করি.. 🙂

    • Razibul Hasan Badhon?? Author Post Creator says:

      ধন্যবাদ, ভাইয়া, আমার পাশে থাকার জন্য। এই অভিযান শেষ করেছি বলে আপসোস করবেন না। পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো। পাশে থাকুন।

  9. Unknown Person Contributor says:

    আপনার ফেসবুক আইডি টা দেওয়া যায় ভাঈ..? ?

  10. Razibul Hasan Badhon?? Author Post Creator says:

    facebook.com/rzh.badhon এটা আমার ফেসবুক আইডি। আর ম্যাসেঞ্জার m.me/rzh.badhon☺☺

  11. Naim Shardar WNS Contributor says:

    nice post nead more uncommon apps

  12. Md Sajib (Hridoy) Contributor says:

    fatafati Boss… R o vlo Game chi…..

Leave a Reply

Switch To Desktop Version