Site icon Trickbd.com

আপনার শখের Android অথবা কম্পিউটারের জন্য ডাউনলোড করে The Punisher গেমসটি রিভিউ সাথে ডাউনলোড লিংক মাত্র ৩ MB

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ৩ MB সাইজের একটি জনপ্রিয় গেমস The Punisher

 
 
জেনে নেওয়া যাক গেমসটি সম্পর্কেঃ
 
গেমসটি প্রকাশিত করা হয়েছিল ১৯৯৩ সালে। গেমসটি প্রকাশনায় সাহায্য করেছে Capcom.
গেমসটি মূলত শুটিং , ফাইটিং ধাচের গেমস অনেকটা মোস্তফা গেমসটির মত। এখানে আপনাকে মিশনে জয়ী হওয়ার জন্য লড়াই করতে হবে। খেলার ভিতরে পেয়ে যাবেন গ্রেনেড , পিস্তল , ব্যাট অথবা আগুন দিয়ে শত্রু পক্ষকে পুড়িয়ে দেওয়ার জন্য কিছু সামগ্রী। প্রতিটি লেভেল আপানকে শেষ করতে দম ফাটানো উত্তেজনার মধ্য দিয়ে যদিও তিন MB সাইজের গেম তবে যথেষ্ট ভাল মানের আর যদিও দাদার আমলের তাই বলে হেয় করে দেখবেন না যেন। 
 
 
 
আপনাকে দুইজন চরিত্রের ভিতর থেকে বেছে নিয়ে খেলা শুরু করতে হবে।
একসাথে দুইজন খেলাতে অংশগ্রহন করা যাবে।
গেমসটিতে মোস্তফা গেমসটির মত পাওয়ার মারার সুবিধা আছে।
আছে স্পেশাল কিছু মারামারির ইফেক্ট।
 
 
 
দেখে নেওয়া যাক কিছু ScreenShot:








 
 
এক কথায় ছোট সাইজের গেমসটি অনেক ভালো মানের যদি আপনি গেমসটি সংগ্রহ করতে চান নিচে দেখুন।
 
 
 
 
এবার গেমসটি Android থেকে চালাতে নিচের পোস্টটি দেখুন
 
 
এবার যারা কম্পিউটার থেকে খেলতে চান তারা নিচের পোস্টটি দেখুন
 
 
যদি গেমসটি আপনাদের ভালো লেগে থাকে তবে জানাতে ভুলবেন না কিন্তু।
 
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ